ETV Bharat / state

দুবাইয়ে আটকে পড়া শ্রমিকদের মধ্যে রয়েছেন মালদার পূর্ণেন্দুও, উদ্বেগে পরিবার - সুকান্ত মজুমদার

Migrant Workers Stuck in Dubai: মোটা মাইনের কাজ করতে গিয়ে দুবাইয়ে ‘গৃহবন্দি’ পরিযায়ী শ্রমিকরা৷ ফিরিয়ে আনতে উদ্যোগ সুকান্তর ৷ তাঁর কথায় "এ’রাজ্যে কাজ না পেয়ে এই শ্রমিকরা বিদেশে কাজ করতে গিয়ে সমস্যায় পড়েছেন ৷ তাঁদের দেশে ফিরিয়ে আনতে আমি কেন্দ্রীয় বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করে আর্জি জানিয়েছি ৷"

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 12, 2023, 10:56 PM IST

দুবাইয়ে আটকে পড়েছেন মালদার পূর্ণেন্দু বৈরাগীও

মালদা, 12 ডিসেম্বর: দুই দিনাজপুরের পর মালদা ৷ মোটা অংকের মাইনের লোভে আরব দুনিয়ায় কাজে গিয়ে বিভুঁইয়ে ‘গৃহবন্দি’ এই জেলার পরিযায়ী শ্রমিকও ৷ সরকারের কাছে ঘরের ছেলেকে ফিরিয়ে আনার আবেদন জানিয়েছেন ৷ এই শ্রমিকদের ফিরিয়ে আনতে ইতিমধ্যেই পদক্ষেপ করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ৷ এনিয়ে তিনি কেন্দ্রীয় বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁকে গোটা বিষয়টি জানিয়েছেন ৷ কেন্দ্রীয় বিদেশমন্ত্রী শ্রমিকদের ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ৷

সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলার 13 জন শ্রমিক দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেন ৷ মালদার এক শ্রমিক সরবরাহকারী নৃপেন বিশ্বাসের মাধ্যমেই তাঁরা বিদেশে পাড়ি দিয়েছিলেন ৷ তাঁদের সঙ্গে ছিলেন গাজোলের চাকনগর গ্রাম পঞ্চায়েতের শিষা পিড়ালুতলা গ্রামের বাসিন্দা পূর্ণেন্দু বৈরাগীও ৷ তাঁদের দুবাইয়ে কম্পিউটার কিংবা শপিং মলের কাজে লাগানো হবে মাসিক 60 হাজার টাকা বেতনের বিনিময়ে ৷ সেই বেতনের লোভেই শ্রমিকরা পরিবার ছেড়ে বিদেশে পাড়ি দেন ৷ কিন্তু তাঁদের শারজা নিয়ে গিয়ে নির্মাণ শ্রমিকের কাজে লাগিয়ে দেওয়া হয় ৷ দিনে আট ঘণ্টার বেশি সময় কাজ করতে হচ্ছিল তাঁদের ৷ তাঁরা দু’দিন কাজ প্রতিবাদ করলে, ওই নির্মাণ সংস্থার লোকজন তাঁদের আবুধাবিতে নিয়ে গিয়ে একটি বাড়িতে কার্যত বন্দি করে রেখেছে ৷ তাঁদের পাসপোর্ট, ভিসা কেড়ে নেওয়া হয়েছে৷ এমনটাই জানানো হয়েছে পরিবার সূত্রে ৷ দেশে ফিরতে চাইলে তাঁদের প্রত্যেকের কাছ থেকে এক লাখ টাকা দাবি করছে ওই নির্মাণ সংস্থা৷ তাঁরা ভিডিয়ো বার্তায় নিজেদের দুরাবস্থার কথা পরিবারের সদস্যদের জানান৷ এরপরেই দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু শ্রমিকের পরিবারের সদস্যরা সাংসদ সুকান্ত মজুমদারের দ্বারস্থ হন ৷

শিষা পিড়ালুতলা গ্রামের শ্রমিক পূর্ণেন্দুবাবুর স্ত্রী দেবী বৈরাগী বলেন, "দুবাই যাবে বলে 31 নভেম্বর ও বাড়ি থেকে বেরোয় ৷ 1 ডিসেম্বর কলকাতা পৌঁছোয় ৷ 5 তারিখ মুম্বই হয়ে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় ৷ ওর সঙ্গে গঙ্গারামপুরের দু’জন ও ইটাহারের একজন শ্রমিকও ছিল ৷ শারজা পৌঁছোনোর পর ওদের নির্মাণ শ্রমিকের কাজে লাগিয়ে দেওয়া হয় ৷ ওরা খুব কষ্টে আছে ৷"

ওই গ্রামের বাসিন্দা ব্রজগোপাল রায় বলেন, "আমাদের গ্রামের ছেলে পূর্ণেন্দু শপিং মলে কাজের জন্য দুবাই গিয়েছে ৷ এলাকারই এক শ্রমিক সরবরাহকারী নৃপেন বিশ্বাসের মাধ্যমে সে দুবাই গিয়েছিল ৷ ওখানে পূর্ণেন্দুকে সাটারিংয়ের কাজে লাগানো হয় ৷ ওখানে ওকে ভারতীয় টাকায় ১০ হাজার টাকার কম বেতন দেওয়ার কথা বলা হয়েছে ৷ ওর সঙ্গে দুই দিনাজপুরের কয়েকজন শ্রমিকও রয়েছে ৷ এখন ওদের উপর অকথ্য অত্যাচার করা হচ্ছে ৷ ওদের দেশে ফিরিয়ে আনতে প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি৷”

সমস্ত ঘটনা শুনেই চাকনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপু ওরাওঁ বলেন, “আমি আজই ঘটনাটি জেনেছি ৷ আমাদের এলাকার একটি ছেলে দুবাইয়ে কাজে গিয়ে আটকে গিয়েছে ৷ ওখানে সে ঘরবন্দি হয়ে রয়েছে ৷ গাজোল ব্লক প্রশাসনের তরফে তাকে ফিরিয়ে আনার যাবতীয় চেষ্টা করা হবে ৷" যদিও ওই শ্রমিকদের দেশে ফিরিয়ে আনতে ইতিমধ্যেই তৎপর হয়েছেন সাংসদ সুকান্ত মজুমদার ৷ সোমবারই তিনি দিল্লিতে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে দেখা করে ওই শ্রমিকদের দেশে ফিরিয়ে আনার আবেদন জানিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. মালদায় বার্ধক্য ভাতা করে দেওয়ার নামে কাটমানি, অভিযুক্ত সিপিএম নেতা
  2. বাড়ির সদস্যদের মারধর করে ডাকাতি! লুট 4 ভরি সোনা-সহ লক্ষাধিক টাকা
  3. 15 বছরের পুরনো বাস বাতিল করছে এনবিএসটিসি, পথে নামছে 73টি অত্যাধুনিক বাস

দুবাইয়ে আটকে পড়েছেন মালদার পূর্ণেন্দু বৈরাগীও

মালদা, 12 ডিসেম্বর: দুই দিনাজপুরের পর মালদা ৷ মোটা অংকের মাইনের লোভে আরব দুনিয়ায় কাজে গিয়ে বিভুঁইয়ে ‘গৃহবন্দি’ এই জেলার পরিযায়ী শ্রমিকও ৷ সরকারের কাছে ঘরের ছেলেকে ফিরিয়ে আনার আবেদন জানিয়েছেন ৷ এই শ্রমিকদের ফিরিয়ে আনতে ইতিমধ্যেই পদক্ষেপ করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ৷ এনিয়ে তিনি কেন্দ্রীয় বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁকে গোটা বিষয়টি জানিয়েছেন ৷ কেন্দ্রীয় বিদেশমন্ত্রী শ্রমিকদের ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ৷

সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলার 13 জন শ্রমিক দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেন ৷ মালদার এক শ্রমিক সরবরাহকারী নৃপেন বিশ্বাসের মাধ্যমেই তাঁরা বিদেশে পাড়ি দিয়েছিলেন ৷ তাঁদের সঙ্গে ছিলেন গাজোলের চাকনগর গ্রাম পঞ্চায়েতের শিষা পিড়ালুতলা গ্রামের বাসিন্দা পূর্ণেন্দু বৈরাগীও ৷ তাঁদের দুবাইয়ে কম্পিউটার কিংবা শপিং মলের কাজে লাগানো হবে মাসিক 60 হাজার টাকা বেতনের বিনিময়ে ৷ সেই বেতনের লোভেই শ্রমিকরা পরিবার ছেড়ে বিদেশে পাড়ি দেন ৷ কিন্তু তাঁদের শারজা নিয়ে গিয়ে নির্মাণ শ্রমিকের কাজে লাগিয়ে দেওয়া হয় ৷ দিনে আট ঘণ্টার বেশি সময় কাজ করতে হচ্ছিল তাঁদের ৷ তাঁরা দু’দিন কাজ প্রতিবাদ করলে, ওই নির্মাণ সংস্থার লোকজন তাঁদের আবুধাবিতে নিয়ে গিয়ে একটি বাড়িতে কার্যত বন্দি করে রেখেছে ৷ তাঁদের পাসপোর্ট, ভিসা কেড়ে নেওয়া হয়েছে৷ এমনটাই জানানো হয়েছে পরিবার সূত্রে ৷ দেশে ফিরতে চাইলে তাঁদের প্রত্যেকের কাছ থেকে এক লাখ টাকা দাবি করছে ওই নির্মাণ সংস্থা৷ তাঁরা ভিডিয়ো বার্তায় নিজেদের দুরাবস্থার কথা পরিবারের সদস্যদের জানান৷ এরপরেই দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু শ্রমিকের পরিবারের সদস্যরা সাংসদ সুকান্ত মজুমদারের দ্বারস্থ হন ৷

শিষা পিড়ালুতলা গ্রামের শ্রমিক পূর্ণেন্দুবাবুর স্ত্রী দেবী বৈরাগী বলেন, "দুবাই যাবে বলে 31 নভেম্বর ও বাড়ি থেকে বেরোয় ৷ 1 ডিসেম্বর কলকাতা পৌঁছোয় ৷ 5 তারিখ মুম্বই হয়ে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় ৷ ওর সঙ্গে গঙ্গারামপুরের দু’জন ও ইটাহারের একজন শ্রমিকও ছিল ৷ শারজা পৌঁছোনোর পর ওদের নির্মাণ শ্রমিকের কাজে লাগিয়ে দেওয়া হয় ৷ ওরা খুব কষ্টে আছে ৷"

ওই গ্রামের বাসিন্দা ব্রজগোপাল রায় বলেন, "আমাদের গ্রামের ছেলে পূর্ণেন্দু শপিং মলে কাজের জন্য দুবাই গিয়েছে ৷ এলাকারই এক শ্রমিক সরবরাহকারী নৃপেন বিশ্বাসের মাধ্যমে সে দুবাই গিয়েছিল ৷ ওখানে পূর্ণেন্দুকে সাটারিংয়ের কাজে লাগানো হয় ৷ ওখানে ওকে ভারতীয় টাকায় ১০ হাজার টাকার কম বেতন দেওয়ার কথা বলা হয়েছে ৷ ওর সঙ্গে দুই দিনাজপুরের কয়েকজন শ্রমিকও রয়েছে ৷ এখন ওদের উপর অকথ্য অত্যাচার করা হচ্ছে ৷ ওদের দেশে ফিরিয়ে আনতে প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি৷”

সমস্ত ঘটনা শুনেই চাকনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপু ওরাওঁ বলেন, “আমি আজই ঘটনাটি জেনেছি ৷ আমাদের এলাকার একটি ছেলে দুবাইয়ে কাজে গিয়ে আটকে গিয়েছে ৷ ওখানে সে ঘরবন্দি হয়ে রয়েছে ৷ গাজোল ব্লক প্রশাসনের তরফে তাকে ফিরিয়ে আনার যাবতীয় চেষ্টা করা হবে ৷" যদিও ওই শ্রমিকদের দেশে ফিরিয়ে আনতে ইতিমধ্যেই তৎপর হয়েছেন সাংসদ সুকান্ত মজুমদার ৷ সোমবারই তিনি দিল্লিতে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে দেখা করে ওই শ্রমিকদের দেশে ফিরিয়ে আনার আবেদন জানিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. মালদায় বার্ধক্য ভাতা করে দেওয়ার নামে কাটমানি, অভিযুক্ত সিপিএম নেতা
  2. বাড়ির সদস্যদের মারধর করে ডাকাতি! লুট 4 ভরি সোনা-সহ লক্ষাধিক টাকা
  3. 15 বছরের পুরনো বাস বাতিল করছে এনবিএসটিসি, পথে নামছে 73টি অত্যাধুনিক বাস
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.