ETV Bharat / state

মালদায় কোয়ারানটাইন সেন্টার থেকে পালানোর চেষ্টা শ্রমিকের - Quarantine

মালদায় কোয়ারানটাইন সেন্টার থেকে পালানোর চেষ্টা শ্রমিকের । সেন্টারের তৃতীয় তলার বাথরুমের ভাঙা অংশ থেকে পালানোর ছক কষেছিল সে ৷ সেন্টারের কর্মীরা বিষয়টি দেখতে পাওয়ায় তাকে ফের ফিরিয়ে আনা হয় ৷

Quarantine
মালদার কোয়ারান্টাইন সেন্টার
author img

By

Published : Apr 5, 2020, 9:36 AM IST

মালদা, 5 এপ্রিল : কোয়ারানটাইন সেন্টার থেকে পালানোর চেষ্টা করল ভিনরাজ্য থেকে আসা এক শ্রমিক ৷ গতকাল বিকেলে ঘটনাটি ঘটে পুরাতন মালদার সাহাপুর হাইস্কুলে তৈরি ইন্সটিটিউশনাল কোয়ারানটাইন সেন্টারে ৷ যদিও সেই সময় ওই সেন্টারের দায়িত্বে থাকা কর্মীরা বিষয়টি দেখতে পাওয়ায় ওই শ্রমিকের উদ্দেশ্য সফল হয়নি ৷

সেই সময় আবার সেন্টার পরিদর্শন করতে গিয়েছিলেন পুরাতন মালদার জয়েন্ট BDO বাপ্পাদিত্য দাস ও পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি হারেজ আলি ৷ তাঁরা বিষয়টি জানতে পেরে ওই শ্রমিককে বোঝান ৷ ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে তার দিকে লক্ষ্য রাখছে প্রশাসন ৷

কোরোনা সংক্রমণ রুখতে ভিনরাজ্য থেকে জেলায় ফিরে আসা শ্রমিকদের 14 দিন নজরদারিতে রাখার জন্য পুরাতন মালদার সাহাপুর হাইস্কুলে খোলা হয়েছে কোয়ারানটাইন সেন্টার ৷ ওই সেন্টারের 500 মিটার এলাকায় জারি করা হয়েছে 144 ধারা ৷ এই মুহূর্তে সেখানে রয়েছে 83 জন শ্রমিক ৷ তারা সকলেই পুরুষ ৷ প্রশাসন সূত্রে খবর, সেন্টারে শ্রমিকদের দেখাশোনার জন্য প্রশাসনিক কর্মী ও পুলিশ মিলিয়ে 12 জনকে নিয়োগ করা হয়েছে ৷ প্রতিদিন সকাল ও বিকেলে শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করছেন চিকিৎসকরা ৷ তাদের জন্য তিন বেলা খাবারসহ দু’বার চা-বিস্কুটেরও ব্যবস্থা করা হয়েছে ৷ প্রত্যেকের জন্য রয়েছে আলাদা শয্যা ৷ মশারি-বালিশের ব্যবস্থাও করা হয়েছে ৷ শ্রমিকদের পরিবারের কোনও সদস্য তাদের সঙ্গে দেখা করতে এলে তাদেরও কড়া নজরদারিতে ভিতরে ঢোকানো হচ্ছে ৷ নির্দিষ্ট দূরত্ব থেকে তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে ৷

এত ব্যবস্থা থাকা সত্ত্বেও গতকাল বিকেলে ওই সেন্টার থেকে এক শ্রমিক পালানোর চেষ্টা করে ৷ পরিবারের লোকের সঙ্গে ফোনে কথা বলার অছিলায় সে স্কুলের তৃতীয় তলায় চলে যায় ৷ সেখানে মহিলাদের কোয়ারানটাইন ব্যবস্থা করা হয়েছে ৷ কিন্তু এখন সেখানে কোনও মহিলা না থাকায় তৃতীয় তলা পুরোপুরি খালি ৷ সেখানে বাথরুমের দেওয়ালে কিছুটা ভাঙা অংশ রয়েছে ৷ ওই ভাঙা অংশ দিয়েই পালানোর চেষ্টা করে সে । সেখানে সেন্টারের দায়িত্বে থাকা কর্মীরা বিষয়টি দেখতে পাওয়ায় তাকে ফের সেন্টারে ফিরিয়ে আনা হয় ৷

এবিষয়ে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি হারেজ সাহেব বলেন, "স্কুলের তৃতীয় তলার বাথরুমের দেওয়ালের ভাঙা অংশ দিয়ে ওই শ্রমিক পালানোর চেষ্টা করেছিল ৷ যদিও সে সফল হতে পারেনি ৷ আমরা সেখানে ছিলাম ৷ সবাই মিলে ওই শ্রমিককে নিচে নামিয়ে আনি ৷ এই ঘটনার পর সেন্টারটির দায়িত্বে থাকা কর্মীদের আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন জয়েন্ট BDO ৷ স্কুলের তৃতীয় তলার বাথরুমের দেওয়ালটিও ঠিক করে দেওয়া হবে ৷"

মালদা, 5 এপ্রিল : কোয়ারানটাইন সেন্টার থেকে পালানোর চেষ্টা করল ভিনরাজ্য থেকে আসা এক শ্রমিক ৷ গতকাল বিকেলে ঘটনাটি ঘটে পুরাতন মালদার সাহাপুর হাইস্কুলে তৈরি ইন্সটিটিউশনাল কোয়ারানটাইন সেন্টারে ৷ যদিও সেই সময় ওই সেন্টারের দায়িত্বে থাকা কর্মীরা বিষয়টি দেখতে পাওয়ায় ওই শ্রমিকের উদ্দেশ্য সফল হয়নি ৷

সেই সময় আবার সেন্টার পরিদর্শন করতে গিয়েছিলেন পুরাতন মালদার জয়েন্ট BDO বাপ্পাদিত্য দাস ও পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি হারেজ আলি ৷ তাঁরা বিষয়টি জানতে পেরে ওই শ্রমিককে বোঝান ৷ ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে তার দিকে লক্ষ্য রাখছে প্রশাসন ৷

কোরোনা সংক্রমণ রুখতে ভিনরাজ্য থেকে জেলায় ফিরে আসা শ্রমিকদের 14 দিন নজরদারিতে রাখার জন্য পুরাতন মালদার সাহাপুর হাইস্কুলে খোলা হয়েছে কোয়ারানটাইন সেন্টার ৷ ওই সেন্টারের 500 মিটার এলাকায় জারি করা হয়েছে 144 ধারা ৷ এই মুহূর্তে সেখানে রয়েছে 83 জন শ্রমিক ৷ তারা সকলেই পুরুষ ৷ প্রশাসন সূত্রে খবর, সেন্টারে শ্রমিকদের দেখাশোনার জন্য প্রশাসনিক কর্মী ও পুলিশ মিলিয়ে 12 জনকে নিয়োগ করা হয়েছে ৷ প্রতিদিন সকাল ও বিকেলে শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করছেন চিকিৎসকরা ৷ তাদের জন্য তিন বেলা খাবারসহ দু’বার চা-বিস্কুটেরও ব্যবস্থা করা হয়েছে ৷ প্রত্যেকের জন্য রয়েছে আলাদা শয্যা ৷ মশারি-বালিশের ব্যবস্থাও করা হয়েছে ৷ শ্রমিকদের পরিবারের কোনও সদস্য তাদের সঙ্গে দেখা করতে এলে তাদেরও কড়া নজরদারিতে ভিতরে ঢোকানো হচ্ছে ৷ নির্দিষ্ট দূরত্ব থেকে তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে ৷

এত ব্যবস্থা থাকা সত্ত্বেও গতকাল বিকেলে ওই সেন্টার থেকে এক শ্রমিক পালানোর চেষ্টা করে ৷ পরিবারের লোকের সঙ্গে ফোনে কথা বলার অছিলায় সে স্কুলের তৃতীয় তলায় চলে যায় ৷ সেখানে মহিলাদের কোয়ারানটাইন ব্যবস্থা করা হয়েছে ৷ কিন্তু এখন সেখানে কোনও মহিলা না থাকায় তৃতীয় তলা পুরোপুরি খালি ৷ সেখানে বাথরুমের দেওয়ালে কিছুটা ভাঙা অংশ রয়েছে ৷ ওই ভাঙা অংশ দিয়েই পালানোর চেষ্টা করে সে । সেখানে সেন্টারের দায়িত্বে থাকা কর্মীরা বিষয়টি দেখতে পাওয়ায় তাকে ফের সেন্টারে ফিরিয়ে আনা হয় ৷

এবিষয়ে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি হারেজ সাহেব বলেন, "স্কুলের তৃতীয় তলার বাথরুমের দেওয়ালের ভাঙা অংশ দিয়ে ওই শ্রমিক পালানোর চেষ্টা করেছিল ৷ যদিও সে সফল হতে পারেনি ৷ আমরা সেখানে ছিলাম ৷ সবাই মিলে ওই শ্রমিককে নিচে নামিয়ে আনি ৷ এই ঘটনার পর সেন্টারটির দায়িত্বে থাকা কর্মীদের আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন জয়েন্ট BDO ৷ স্কুলের তৃতীয় তলার বাথরুমের দেওয়ালটিও ঠিক করে দেওয়া হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.