মালদা, 22 সেপ্টেম্বর: ভরদুপুরে শুটআউট ৷ শুক্রবার মালদার রতুয়া-1 নম্বর ব্লকের বাহারাল গ্রাম পঞ্চায়েতের সাহাপুর এলাকায় ঘটনাটি ঘটে ৷ গুলিবিদ্ধ ব্যক্তির নাম মোস্তাক শেখ ৷ বয়স 45 বছর ৷ গুলি চালানোর অভিযোগ উঠেছে তাঁরই ভাইয়ের বিরুদ্ধে ৷ ঘটনার পরেই এলাকা ছেড়ে পালিয়েছে ভাই গেনা শেখ ৷ আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ দাদাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ ৷ পলাতক ভাইয়ের খোঁজে শুরু হয়েছে পুলিশি তল্লাশি ৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোস্তাক ও গেনা সম্পর্কে সৎ ভাই ৷ এ দিন দু’জন একসঙ্গে মদ্যপানও করে ৷ এরপরেই কোনও কারণে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা বাঁধে ৷ তারই জেরে বাড়ি গিয়ে দাদাকে গুলি করে গেনা ৷ গুলির শব্দে স্থানীয় মানুষজন ছুটে এলে সেখান থেকে পালিয়ে যায় গেনা ৷ রক্তাক্ত মোস্তাককে প্রথমে স্থানীয় রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তাঁর গলার নীচে গুলি লেগেছে ৷ প্রাথমিক চিকিৎসার পর তাঁকে মালদা মেডিক্যালে রেফার করে দেন রতুয়া গ্রামীণ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা ৷
মোস্তাকের স্ত্রী ফতেমা বিবি বলেন, “আজ সকালে আমার স্বামীকে ডাকতে আসে দুই দেওর গেনা ও মেনা ৷ তখন আমি রান্না করছিলাম ৷ প্রথমে আমার স্বামী ওদের সঙ্গে যেতে চায়নি ৷ ওরা স্বামীকে বলে, 12টার সময় সবাই বাড়ি ফিরে যাবে ৷ একথা শুনে আমার স্বামী ওদের সঙ্গে যায় ৷ আজানের পর স্বামী বাড়িতে এসে কয়েক টুকরো মাংস চায় ৷ তখন বাইরে বাইক নিয়ে গেনা দাঁড়িয়েছিল ৷ মাংস দিতে দেরি করায় আমার স্বামী আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে ৷ ওরা দু’জনেই মদ্যপান করে ছিল ৷’’
তাঁর আরও বক্তব্য, ‘‘তখন গেনা আমাকে শাসায় ৷ বলে, আমার তিন ছেলেকে ও গুলি করবে ৷ আমার দুই ছেলে কেরালায় শ্রমিকের কাজ করে ৷ ছোট ছেলে বাড়িতে আছে ৷ গেনার হুমকি শুনে আমি তড়িঘড়ি ছাদ থেকে নীচে নেমে ঘরে লুকিয়ে পড়ি ৷ তখনই গুলির আওয়াজ পাই ৷ প্রথমে ভেবেছিলাম, ও আমাকে ভয় দেখাতে গুলি ছুড়েছে ৷ তখনও জানতাম না, ও আমার স্বামীকে গুলি করেছে ৷ পরে স্বামীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই ৷ ওদের দুই ভাইয়ের মধ্যে কী ঝামেলা হয়েছে জানি না ৷”
রতুয়া থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি ৷ তবে ঘটনার কথা শুনেই গ্রামে পুলিশ গিয়েছে ৷ এলাকায় তদন্তও করা হয়েছে ৷ মূল অভিযুক্ত গেনা শেখ পলাতক ৷ তাঁকে খোঁজা হচ্ছে ৷
আরও পড়ুন: চার মাস পর বাবার দেহ শনাক্ত বড় ছেলের, খুনের অভিযোগ পরিবারের সদস্যদের বিরুদ্ধে