ETV Bharat / state

Murder over Property Dispute : সম্পত্তি বিবাদের জেরে শ্বাসরোধ করে খুন, অভিযুক্ত দাদা-ভাইপো

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ভাইকে পিটিয়ে, শ্বাসরোধ করে খুন করল দাদা আর তার ছেলে (Brother Killed For Property in Malda)। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার সোনাকুল গ্রামে । নিহতের নাম জাহাঙ্গির আলম । বয়স 52 বছর ।

Malda Crime News
Brother Killed Brother For Property
author img

By

Published : Mar 16, 2022, 5:11 PM IST

মালদা, 16 মার্চ : ভাই-ই ভায়ের শত্রু ৷ সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ভাইকে প্রথমে পিটিয়ে এবং পরে শ্বাসরোধ করে খুন করল দাদা আর তার ছেলে (Brother Killed Brother For Property) । মালদায় ঘটেছে এমনই চাঞ্চলকর ঘটনা ৷

ঘটনাটি মালদার হরিশ্চন্দ্রপুর থানার সোনাকুল গ্রামের । নিহতের নাম জাহাঙ্গির আলম । বয়স 52 বছর । অভিযুক্ত দাদা মতিউর রহমান ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়েছে বলে জানা যাচ্ছে । তার ছেলে জিয়াউর রহমান ওরফে সাফাতুল্লাকে গ্রেফতার করেছে পুলিশ । এই ঘটনা ঘিরে গতকাল রাত থেকেই তোলপাড় হরিশ্চন্দ্রপুর ।

আরও পড়ুন : Spurious liquor Death : নেশার ঘোরে জলের পরিবর্তে ফর্মালিন ! বারুইপুরে মদের আসরে মৃত্যু 4 জনের

জাহাঙ্গির আলম ও মতিউর রহমানের বাড়ি পাশাপাশি । সম্পর্কে তাঁরা দুই ভাই । দুই বাড়ির মানুষজনের যাতায়াতের জন্য একটিই রাস্তা রয়েছে সেখানে । সেই রাস্তা এবং বাড়ির সীমানা পাঁচিল নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল বলে জানা যাচ্ছে ।

আগামী রবিবার জাহাঙ্গির আলমের মেয়ের বিয়ে । তাই ওই রাস্তা দিয়ে প্যান্ডেলের বাঁশ তাঁর বাড়িতে নিয়ে যাওয়ার কথা । জাহাঙ্গির রাস্তার ধারে কিছু ইট রেখেছিলেন । গতকাল সন্ধের মুখে রাস্তা থেকে ইট সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি । এনিয়ে ফের দুই পরিবারের বিবাদ শুরু হয় । তখনই জাহাঙ্গিরকে বাঁশ দিয়ে পিটিয়ে এবং শ্বাসরোধ করে খুন করা হয় বলে পরিবার সূত্রে খবর ।

আরও পড়ুন : Snatching in Jalpaiguri : পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই, এটিএম লুঠের চেষ্টা; অপরাধের আঁতুড় ঘর জলপাইগুড়ি !

নিহত জাহাঙ্গিরের স্ত্রী খাইরুন বিবি জানান, "দু'জনের জায়গা পাশাপাশি । একটাই রাস্তা । সামনের রবিবার আমার মেয়ের বিয়ে । তার জন্য রাস্তাটা পরিষ্কার করা হচ্ছিল । রাস্তার ধারে থাকা ইট বাড়িতে নিয়ে আসছিলেন তিনি । কারণ ওই রাস্তা দিয়েই প্যান্ডেলের জিনিসপত্র বাড়িতে আসবে । রাস্তায় ওরা একটা খুঁটি পুঁতে রেখেছিল । সেই খুঁটিটা সরিয়ে নিতেই ওরা সবাই ছুটে আসে ।"

"তাদের বারবার বলা হয়, খুঁটি ফের পুঁতে দেওয়া হবে । কিন্তু তারা শোনেননি ৷ এনিয়ে দুপক্ষের ঝামেলা শুরু হয় । তখনই ওরা আমার স্বামীকে বাঁশ দিয়ে পিটিয়ে এবং শ্বাসরোধ করে মেরে ফেলে । আমি ওদের সাজা চাই । ওরা আমার মেয়েটার বিয়েও হতে দিল না," বলেন সদ্য স্বামী হারা খাইরুন বিবি ৷

আরও পড়ুন : Rape accused shot dead : অসমে এনকাউন্টারে খতম ধর্ষণে প্রধান অভিযুক্ত

স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য উজির হোসেন জানান, "শরিকি রাস্তা নিয়ে দুই পরিবারের মধ্যে মাস ছয়েক ধরেই গোলমাল চলছিল । রাস্তাটি পরিষ্কার করা নিয়ে দুই পরিবারের বিবাদ বড় আকার নেয় এদিন । তখনই মতিউর রহমান ও তার ছেলে সাফাতুল্লা জাহাঙ্গিরকে বাঁশ দিয়ে পিটিয়ে, শ্বাসরোধ করে খুন করে । ঘটনার পর এলাকায় জনরোষ তৈরি হয়েছিল। পুলিশ সঠিক সময়ে সাফাতুল্লাকে গ্রেফতার করায় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়নি ।"

হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয়কুমার দাস জানিয়েছেন, "পলাতক মতিউরের খোঁজে তল্লাশি চলছে । তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে। আজ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠানো হচ্ছে ।"

মালদা, 16 মার্চ : ভাই-ই ভায়ের শত্রু ৷ সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ভাইকে প্রথমে পিটিয়ে এবং পরে শ্বাসরোধ করে খুন করল দাদা আর তার ছেলে (Brother Killed Brother For Property) । মালদায় ঘটেছে এমনই চাঞ্চলকর ঘটনা ৷

ঘটনাটি মালদার হরিশ্চন্দ্রপুর থানার সোনাকুল গ্রামের । নিহতের নাম জাহাঙ্গির আলম । বয়স 52 বছর । অভিযুক্ত দাদা মতিউর রহমান ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়েছে বলে জানা যাচ্ছে । তার ছেলে জিয়াউর রহমান ওরফে সাফাতুল্লাকে গ্রেফতার করেছে পুলিশ । এই ঘটনা ঘিরে গতকাল রাত থেকেই তোলপাড় হরিশ্চন্দ্রপুর ।

আরও পড়ুন : Spurious liquor Death : নেশার ঘোরে জলের পরিবর্তে ফর্মালিন ! বারুইপুরে মদের আসরে মৃত্যু 4 জনের

জাহাঙ্গির আলম ও মতিউর রহমানের বাড়ি পাশাপাশি । সম্পর্কে তাঁরা দুই ভাই । দুই বাড়ির মানুষজনের যাতায়াতের জন্য একটিই রাস্তা রয়েছে সেখানে । সেই রাস্তা এবং বাড়ির সীমানা পাঁচিল নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল বলে জানা যাচ্ছে ।

আগামী রবিবার জাহাঙ্গির আলমের মেয়ের বিয়ে । তাই ওই রাস্তা দিয়ে প্যান্ডেলের বাঁশ তাঁর বাড়িতে নিয়ে যাওয়ার কথা । জাহাঙ্গির রাস্তার ধারে কিছু ইট রেখেছিলেন । গতকাল সন্ধের মুখে রাস্তা থেকে ইট সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি । এনিয়ে ফের দুই পরিবারের বিবাদ শুরু হয় । তখনই জাহাঙ্গিরকে বাঁশ দিয়ে পিটিয়ে এবং শ্বাসরোধ করে খুন করা হয় বলে পরিবার সূত্রে খবর ।

আরও পড়ুন : Snatching in Jalpaiguri : পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই, এটিএম লুঠের চেষ্টা; অপরাধের আঁতুড় ঘর জলপাইগুড়ি !

নিহত জাহাঙ্গিরের স্ত্রী খাইরুন বিবি জানান, "দু'জনের জায়গা পাশাপাশি । একটাই রাস্তা । সামনের রবিবার আমার মেয়ের বিয়ে । তার জন্য রাস্তাটা পরিষ্কার করা হচ্ছিল । রাস্তার ধারে থাকা ইট বাড়িতে নিয়ে আসছিলেন তিনি । কারণ ওই রাস্তা দিয়েই প্যান্ডেলের জিনিসপত্র বাড়িতে আসবে । রাস্তায় ওরা একটা খুঁটি পুঁতে রেখেছিল । সেই খুঁটিটা সরিয়ে নিতেই ওরা সবাই ছুটে আসে ।"

"তাদের বারবার বলা হয়, খুঁটি ফের পুঁতে দেওয়া হবে । কিন্তু তারা শোনেননি ৷ এনিয়ে দুপক্ষের ঝামেলা শুরু হয় । তখনই ওরা আমার স্বামীকে বাঁশ দিয়ে পিটিয়ে এবং শ্বাসরোধ করে মেরে ফেলে । আমি ওদের সাজা চাই । ওরা আমার মেয়েটার বিয়েও হতে দিল না," বলেন সদ্য স্বামী হারা খাইরুন বিবি ৷

আরও পড়ুন : Rape accused shot dead : অসমে এনকাউন্টারে খতম ধর্ষণে প্রধান অভিযুক্ত

স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য উজির হোসেন জানান, "শরিকি রাস্তা নিয়ে দুই পরিবারের মধ্যে মাস ছয়েক ধরেই গোলমাল চলছিল । রাস্তাটি পরিষ্কার করা নিয়ে দুই পরিবারের বিবাদ বড় আকার নেয় এদিন । তখনই মতিউর রহমান ও তার ছেলে সাফাতুল্লা জাহাঙ্গিরকে বাঁশ দিয়ে পিটিয়ে, শ্বাসরোধ করে খুন করে । ঘটনার পর এলাকায় জনরোষ তৈরি হয়েছিল। পুলিশ সঠিক সময়ে সাফাতুল্লাকে গ্রেফতার করায় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়নি ।"

হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয়কুমার দাস জানিয়েছেন, "পলাতক মতিউরের খোঁজে তল্লাশি চলছে । তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে। আজ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠানো হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.