ETV Bharat / state

Murder over Property Dispute : সম্পত্তি বিবাদের জেরে শ্বাসরোধ করে খুন, অভিযুক্ত দাদা-ভাইপো - Murder over Property Dispute

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ভাইকে পিটিয়ে, শ্বাসরোধ করে খুন করল দাদা আর তার ছেলে (Brother Killed For Property in Malda)। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার সোনাকুল গ্রামে । নিহতের নাম জাহাঙ্গির আলম । বয়স 52 বছর ।

Malda Crime News
Brother Killed Brother For Property
author img

By

Published : Mar 16, 2022, 5:11 PM IST

মালদা, 16 মার্চ : ভাই-ই ভায়ের শত্রু ৷ সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ভাইকে প্রথমে পিটিয়ে এবং পরে শ্বাসরোধ করে খুন করল দাদা আর তার ছেলে (Brother Killed Brother For Property) । মালদায় ঘটেছে এমনই চাঞ্চলকর ঘটনা ৷

ঘটনাটি মালদার হরিশ্চন্দ্রপুর থানার সোনাকুল গ্রামের । নিহতের নাম জাহাঙ্গির আলম । বয়স 52 বছর । অভিযুক্ত দাদা মতিউর রহমান ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়েছে বলে জানা যাচ্ছে । তার ছেলে জিয়াউর রহমান ওরফে সাফাতুল্লাকে গ্রেফতার করেছে পুলিশ । এই ঘটনা ঘিরে গতকাল রাত থেকেই তোলপাড় হরিশ্চন্দ্রপুর ।

আরও পড়ুন : Spurious liquor Death : নেশার ঘোরে জলের পরিবর্তে ফর্মালিন ! বারুইপুরে মদের আসরে মৃত্যু 4 জনের

জাহাঙ্গির আলম ও মতিউর রহমানের বাড়ি পাশাপাশি । সম্পর্কে তাঁরা দুই ভাই । দুই বাড়ির মানুষজনের যাতায়াতের জন্য একটিই রাস্তা রয়েছে সেখানে । সেই রাস্তা এবং বাড়ির সীমানা পাঁচিল নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল বলে জানা যাচ্ছে ।

আগামী রবিবার জাহাঙ্গির আলমের মেয়ের বিয়ে । তাই ওই রাস্তা দিয়ে প্যান্ডেলের বাঁশ তাঁর বাড়িতে নিয়ে যাওয়ার কথা । জাহাঙ্গির রাস্তার ধারে কিছু ইট রেখেছিলেন । গতকাল সন্ধের মুখে রাস্তা থেকে ইট সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি । এনিয়ে ফের দুই পরিবারের বিবাদ শুরু হয় । তখনই জাহাঙ্গিরকে বাঁশ দিয়ে পিটিয়ে এবং শ্বাসরোধ করে খুন করা হয় বলে পরিবার সূত্রে খবর ।

আরও পড়ুন : Snatching in Jalpaiguri : পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই, এটিএম লুঠের চেষ্টা; অপরাধের আঁতুড় ঘর জলপাইগুড়ি !

নিহত জাহাঙ্গিরের স্ত্রী খাইরুন বিবি জানান, "দু'জনের জায়গা পাশাপাশি । একটাই রাস্তা । সামনের রবিবার আমার মেয়ের বিয়ে । তার জন্য রাস্তাটা পরিষ্কার করা হচ্ছিল । রাস্তার ধারে থাকা ইট বাড়িতে নিয়ে আসছিলেন তিনি । কারণ ওই রাস্তা দিয়েই প্যান্ডেলের জিনিসপত্র বাড়িতে আসবে । রাস্তায় ওরা একটা খুঁটি পুঁতে রেখেছিল । সেই খুঁটিটা সরিয়ে নিতেই ওরা সবাই ছুটে আসে ।"

"তাদের বারবার বলা হয়, খুঁটি ফের পুঁতে দেওয়া হবে । কিন্তু তারা শোনেননি ৷ এনিয়ে দুপক্ষের ঝামেলা শুরু হয় । তখনই ওরা আমার স্বামীকে বাঁশ দিয়ে পিটিয়ে এবং শ্বাসরোধ করে মেরে ফেলে । আমি ওদের সাজা চাই । ওরা আমার মেয়েটার বিয়েও হতে দিল না," বলেন সদ্য স্বামী হারা খাইরুন বিবি ৷

আরও পড়ুন : Rape accused shot dead : অসমে এনকাউন্টারে খতম ধর্ষণে প্রধান অভিযুক্ত

স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য উজির হোসেন জানান, "শরিকি রাস্তা নিয়ে দুই পরিবারের মধ্যে মাস ছয়েক ধরেই গোলমাল চলছিল । রাস্তাটি পরিষ্কার করা নিয়ে দুই পরিবারের বিবাদ বড় আকার নেয় এদিন । তখনই মতিউর রহমান ও তার ছেলে সাফাতুল্লা জাহাঙ্গিরকে বাঁশ দিয়ে পিটিয়ে, শ্বাসরোধ করে খুন করে । ঘটনার পর এলাকায় জনরোষ তৈরি হয়েছিল। পুলিশ সঠিক সময়ে সাফাতুল্লাকে গ্রেফতার করায় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়নি ।"

হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয়কুমার দাস জানিয়েছেন, "পলাতক মতিউরের খোঁজে তল্লাশি চলছে । তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে। আজ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠানো হচ্ছে ।"

মালদা, 16 মার্চ : ভাই-ই ভায়ের শত্রু ৷ সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ভাইকে প্রথমে পিটিয়ে এবং পরে শ্বাসরোধ করে খুন করল দাদা আর তার ছেলে (Brother Killed Brother For Property) । মালদায় ঘটেছে এমনই চাঞ্চলকর ঘটনা ৷

ঘটনাটি মালদার হরিশ্চন্দ্রপুর থানার সোনাকুল গ্রামের । নিহতের নাম জাহাঙ্গির আলম । বয়স 52 বছর । অভিযুক্ত দাদা মতিউর রহমান ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়েছে বলে জানা যাচ্ছে । তার ছেলে জিয়াউর রহমান ওরফে সাফাতুল্লাকে গ্রেফতার করেছে পুলিশ । এই ঘটনা ঘিরে গতকাল রাত থেকেই তোলপাড় হরিশ্চন্দ্রপুর ।

আরও পড়ুন : Spurious liquor Death : নেশার ঘোরে জলের পরিবর্তে ফর্মালিন ! বারুইপুরে মদের আসরে মৃত্যু 4 জনের

জাহাঙ্গির আলম ও মতিউর রহমানের বাড়ি পাশাপাশি । সম্পর্কে তাঁরা দুই ভাই । দুই বাড়ির মানুষজনের যাতায়াতের জন্য একটিই রাস্তা রয়েছে সেখানে । সেই রাস্তা এবং বাড়ির সীমানা পাঁচিল নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল বলে জানা যাচ্ছে ।

আগামী রবিবার জাহাঙ্গির আলমের মেয়ের বিয়ে । তাই ওই রাস্তা দিয়ে প্যান্ডেলের বাঁশ তাঁর বাড়িতে নিয়ে যাওয়ার কথা । জাহাঙ্গির রাস্তার ধারে কিছু ইট রেখেছিলেন । গতকাল সন্ধের মুখে রাস্তা থেকে ইট সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি । এনিয়ে ফের দুই পরিবারের বিবাদ শুরু হয় । তখনই জাহাঙ্গিরকে বাঁশ দিয়ে পিটিয়ে এবং শ্বাসরোধ করে খুন করা হয় বলে পরিবার সূত্রে খবর ।

আরও পড়ুন : Snatching in Jalpaiguri : পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই, এটিএম লুঠের চেষ্টা; অপরাধের আঁতুড় ঘর জলপাইগুড়ি !

নিহত জাহাঙ্গিরের স্ত্রী খাইরুন বিবি জানান, "দু'জনের জায়গা পাশাপাশি । একটাই রাস্তা । সামনের রবিবার আমার মেয়ের বিয়ে । তার জন্য রাস্তাটা পরিষ্কার করা হচ্ছিল । রাস্তার ধারে থাকা ইট বাড়িতে নিয়ে আসছিলেন তিনি । কারণ ওই রাস্তা দিয়েই প্যান্ডেলের জিনিসপত্র বাড়িতে আসবে । রাস্তায় ওরা একটা খুঁটি পুঁতে রেখেছিল । সেই খুঁটিটা সরিয়ে নিতেই ওরা সবাই ছুটে আসে ।"

"তাদের বারবার বলা হয়, খুঁটি ফের পুঁতে দেওয়া হবে । কিন্তু তারা শোনেননি ৷ এনিয়ে দুপক্ষের ঝামেলা শুরু হয় । তখনই ওরা আমার স্বামীকে বাঁশ দিয়ে পিটিয়ে এবং শ্বাসরোধ করে মেরে ফেলে । আমি ওদের সাজা চাই । ওরা আমার মেয়েটার বিয়েও হতে দিল না," বলেন সদ্য স্বামী হারা খাইরুন বিবি ৷

আরও পড়ুন : Rape accused shot dead : অসমে এনকাউন্টারে খতম ধর্ষণে প্রধান অভিযুক্ত

স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য উজির হোসেন জানান, "শরিকি রাস্তা নিয়ে দুই পরিবারের মধ্যে মাস ছয়েক ধরেই গোলমাল চলছিল । রাস্তাটি পরিষ্কার করা নিয়ে দুই পরিবারের বিবাদ বড় আকার নেয় এদিন । তখনই মতিউর রহমান ও তার ছেলে সাফাতুল্লা জাহাঙ্গিরকে বাঁশ দিয়ে পিটিয়ে, শ্বাসরোধ করে খুন করে । ঘটনার পর এলাকায় জনরোষ তৈরি হয়েছিল। পুলিশ সঠিক সময়ে সাফাতুল্লাকে গ্রেফতার করায় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়নি ।"

হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয়কুমার দাস জানিয়েছেন, "পলাতক মতিউরের খোঁজে তল্লাশি চলছে । তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে। আজ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠানো হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.