মালদা, 20 জুন: কালিয়াচকের ঘটনার রেশ কাটতে না-কাটতেই ফের খুনের অভিযোগ মালদার বামনগোলায় । কৃষি জমি থেকে উদ্ধার হয়েছে যুবকের গলা কাটা দেহ । মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
মৃত যুবকের নাম কনক দাস (29)। বাড়ি বামনগোলা ব্লকের মহেশপুর গ্রাম পঞ্চায়েতের গুয়াপরা গ্রামে । কনক দিনমজুরের কাজ করতেন । পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধেয় কাজের উদ্দেশ্যে কনক বাড়ি থেকে বের হন । তারপর আর তিনি বাড়ি ফেরেননি । অনেক রাত পর্যন্ত বাড়ি না-ফেরায় পরিবারের লোকজন রাতে এলাকায় কনকের খোঁজ করেন । কিন্তু কনকের কোনও হদিশ মেলেনি । আজ সকালে স্থানীয় কিছু চাষি মাঠে কাজ করতে যাওয়ার পথে এক যুবকের গলা কাটা দেহ দেখতে পান । খবর দেওয়া হয় পুলিশে । যুবকের মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় কনকের পরিবারও । তাঁরা কনকের মৃতদেহ শনাক্ত করেন । ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় বামনগোলা থানার পুলিশ ।
আরও পড়ুন: উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, কালিয়াচক খুনের পিছনে কি সীমান্ত চোরাচালান গ্যাং ?
কেন কনককে খুন করা হল, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা বুঝে উঠতে পারছেন না পরিবারের লোকজন । কনকের পরিবারের এক সদস্য সুরজিৎ দাস জানান, গতকাল সন্ধেয় কনক বাড়ি থেকে বেরিয়েছিলেন । তারপরে আর বাড়ি ফেরেননি ৷ আজ সকালে স্থানীয় কিছু মানুষের থেকে তাঁরা জানতে পারেন, গলাকাটা একটি মৃতদেহ উদ্ধার হয়েছে । তাঁরা দেখেন মৃতদেহটি কনকের । কিন্তু কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা বুঝে উঠতে পারছেন না তাঁরা ।
আরও পড়ুন : 16 টি সিসিটিভির ঘেরাটোপ ! কীসের এত গোপনীয়তা কালিয়াচকের বাড়িতে ?
বামনগোলা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনও লিখিত অভিযোগ জানানো হয়নি । আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করছে পুলিশ ।
আরও পড়ুন : চার মাস আগে পরিবারের চারজনকে খুন, বাড়িতে পুঁতে রেখে বাস ছেলের