ETV Bharat / state

মহরমের মিছিলে হাতে 'খেলনা পিস্তল', আটক ব্যক্তি

author img

By

Published : Sep 11, 2019, 10:59 PM IST

মালদা জেলায় প্রতি বছরই ধুমধাম সহকারে মহরম পালিত হয় ৷ এবারও তার ব্যতিক্রম হয়নি৷ জেলার বিভিন্ন প্রান্তে মহরমের মিছিল বেরিয়েছিল ৷ তবে কোনও জায়গাতেই আগ্নেয়াস্ত্র দেখতে পাওয়া যায়নি ৷ ব্যতিক্রম শুধু কালিয়াচক ৷

মালদা মহরম

মালদা, 11 সেপ্টেম্বর : গতকাল কালিয়াচকে মহরমের মিছিলে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হাঁটার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ যার জেরে নড়েচড়ে বসে পুলিশ ৷ গতরাতেই আটক করা হয় ওই ব্যক্তিকে ৷ এখনও পর্যন্ত তাকে ছাড়া না হলেও পুলিশের দাবি, ওই ব্যক্তির হাতে যে পিস্তল দেখা গেছিল সেটি নেহাতই খেলনা পিস্তল৷ যদিও সত্যিই সেই পিস্তলটি খেলনা কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের মনে ৷ যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ETV ভারত ৷

মালদা জেলায় প্রতি বছরই ধুমধাম সহকারে মহরম পালিত হয় ৷ এবারও তার ব্যতিক্রম হয়নি৷ জেলার বিভিন্ন প্রান্তে মহরমের মিছিল বেরিয়েছিল ৷ তবে কোনও জায়গাতেই আগ্নেয়াস্ত্র দেখতে পাওয়া যায়নি ৷ ব্যতিক্রম শুধু কালিয়াচক ৷ গতরাতে সোশাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিয়োতে দেখা যায়, কালিয়াচক হাইস্কুলের সামনে তাজিয়া নিয়ে বেরোনো মিছিলে এক ব্যক্তি পিস্তল উঁচিয়ে হাঁটছে ৷ ওই যুবকের মাথায় ফেট্টি বাঁধা ৷ মুখ ঠিকমতো দেখা যাচ্ছে না ৷ তবে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ওই ভিডিয়ো৷ সেই ভিডিয়ো দেখে নড়েচড়ে বসে পুলিশও৷ রাতেই ঘড়িয়ালিচক এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করে কালিয়াচক থানার পুলিশ ৷ কালিয়াচক থানার IC আশিস দাস জানিয়েছেন, ওই ব্যক্তির নাম আক্রাম শেখ ৷ বয়স 42৷ তার বাড়িতে থাকা একটি ব্যাগ থেকে পুলিশ ওই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে ৷ পিস্তলটি নেহাতই খেলনা পিস্তল৷

পিস্তল হাতে ব্যক্তি (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ETV ভারত)


এপ্রসঙ্গে জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, "গতকাল কালিয়াচকে মহরমের মিছিলে এক ব্যক্তিকে পিস্তল উঁচিয়ে হাঁটতে দেখা যায়৷ তার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে৷ ওই ব্যক্তির নাম আক্রাম শেখ৷ তবে তার কাছ থেকে যে পিস্তলটি উদ্ধার করা হয়েছে, সেটি খেলনা পিস্তল৷" পুলিশ পিস্তলটিকে খেলনা বলে দাবি করলেও এলাকার লোকজনের প্রশ্ন, যদি সেটি সত্যিই খেলনা পিস্তল হয়, তবে এখনও ওই ব্যক্তিকে থানা থেকে ছাড়া হয়নি কেন? কেনই বা খেলনা পিস্তলটিকে সংবাদমাধ্যমের সামনে আনা হচ্ছে না? যদিও এসব প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি ৷

মালদা, 11 সেপ্টেম্বর : গতকাল কালিয়াচকে মহরমের মিছিলে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হাঁটার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ যার জেরে নড়েচড়ে বসে পুলিশ ৷ গতরাতেই আটক করা হয় ওই ব্যক্তিকে ৷ এখনও পর্যন্ত তাকে ছাড়া না হলেও পুলিশের দাবি, ওই ব্যক্তির হাতে যে পিস্তল দেখা গেছিল সেটি নেহাতই খেলনা পিস্তল৷ যদিও সত্যিই সেই পিস্তলটি খেলনা কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের মনে ৷ যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ETV ভারত ৷

মালদা জেলায় প্রতি বছরই ধুমধাম সহকারে মহরম পালিত হয় ৷ এবারও তার ব্যতিক্রম হয়নি৷ জেলার বিভিন্ন প্রান্তে মহরমের মিছিল বেরিয়েছিল ৷ তবে কোনও জায়গাতেই আগ্নেয়াস্ত্র দেখতে পাওয়া যায়নি ৷ ব্যতিক্রম শুধু কালিয়াচক ৷ গতরাতে সোশাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিয়োতে দেখা যায়, কালিয়াচক হাইস্কুলের সামনে তাজিয়া নিয়ে বেরোনো মিছিলে এক ব্যক্তি পিস্তল উঁচিয়ে হাঁটছে ৷ ওই যুবকের মাথায় ফেট্টি বাঁধা ৷ মুখ ঠিকমতো দেখা যাচ্ছে না ৷ তবে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ওই ভিডিয়ো৷ সেই ভিডিয়ো দেখে নড়েচড়ে বসে পুলিশও৷ রাতেই ঘড়িয়ালিচক এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করে কালিয়াচক থানার পুলিশ ৷ কালিয়াচক থানার IC আশিস দাস জানিয়েছেন, ওই ব্যক্তির নাম আক্রাম শেখ ৷ বয়স 42৷ তার বাড়িতে থাকা একটি ব্যাগ থেকে পুলিশ ওই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে ৷ পিস্তলটি নেহাতই খেলনা পিস্তল৷

পিস্তল হাতে ব্যক্তি (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ETV ভারত)


এপ্রসঙ্গে জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, "গতকাল কালিয়াচকে মহরমের মিছিলে এক ব্যক্তিকে পিস্তল উঁচিয়ে হাঁটতে দেখা যায়৷ তার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে৷ ওই ব্যক্তির নাম আক্রাম শেখ৷ তবে তার কাছ থেকে যে পিস্তলটি উদ্ধার করা হয়েছে, সেটি খেলনা পিস্তল৷" পুলিশ পিস্তলটিকে খেলনা বলে দাবি করলেও এলাকার লোকজনের প্রশ্ন, যদি সেটি সত্যিই খেলনা পিস্তল হয়, তবে এখনও ওই ব্যক্তিকে থানা থেকে ছাড়া হয়নি কেন? কেনই বা খেলনা পিস্তলটিকে সংবাদমাধ্যমের সামনে আনা হচ্ছে না? যদিও এসব প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি ৷

Intro:মালদা, ১১ সেপ্টেম্বর : গতকাল মহরমের মিছিলে কালিয়াচকে এক যুবককে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে এক ব্যক্তিকে হাঁটতে দেখা গেছে৷ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷ এরপরেই নড়েচড়ে বসে পুলিশ৷ গতকাল রাতেই আটক করা হয় ওই যুবককে৷ এখনও পর্যন্ত তাকে ছাড়া না হলেও পুলিশের দাবি, ওই ব্যক্তিকে যে পিস্তল উঁচিয়ে মহরমের মিছিলে হাঁটতে দেখা গিয়েছিল, সেটি নেহাতই খেলনা পিস্তল৷ যদিও সত্যিই সেই পিস্তলটি খেলনা কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের মনে৷Body:মুসলিম অধ্যুষিত মালদা জেলায় প্রতি বছরই মহরমে যথেষ্ট ধুম দেখা যায়৷ এবারও তার ব্যতিক্রম হয়নি৷ জেলার বিভিন্ন প্রান্তে মহরমের সশস্ত্র মিছিল বেরিয়েছে গতকাল৷ তবে কোনও জায়গাতেই আগ্নেয়াস্ত্র দেখতে পাওয়া যায়নি৷ ব্যতিক্রম শুধু কালিয়াচক৷ গতকাল রাতে একটি সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিয়োতে দেখা যায়, কালিয়াচক হাইস্কুলের সামনে তাজিয়া নিয়ে বেরোনো মিছিলে এক ব্যক্তি পিস্তল উঁচিয়ে হাঁটছে৷ ওই ব্যক্তির মাথায় ফেট্টি বাঁধা৷ মুখ ঠিকমতো দেখা যাচ্ছে না৷ তবে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ওই ভিডিয়ো৷ সেই ভিডিয়ো দেখে নড়েচড়ে বসে পুলিশও৷ রাতেই কালিয়াচক থানার ঘড়িয়ালিচক এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করে কালিয়াচক থানার পুলিশ৷ কালিয়াচক থানার আইসি আশিস দাস জানিয়েছেন, ওই ব্যক্তির নাম আক্রাম শেখ৷ বয়স ৪২৷ তার বাড়িতে থাকা একটি ব্যাগ থেকে পুলিশ ওই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে৷ পিস্তলটি নেহাতই খেলনা পিস্তল৷Conclusion:এপ্রসঙ্গে জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, "গতকাল কালিয়াচকে মহরমের মিছিলে এক ব্যক্তিকে পিস্তল উঁচিয়ে হাঁটতে দেখা যায়৷ তার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে৷ ওই ব্যক্তির নাম আক্রাম শেখ৷ তবে তার কাছ থেকে যে পিস্তলটি উদ্ধার করা হয়েছে, সেটি খেলনা পিস্তল৷" পুলিশ পিস্তলটিকে খেলনা বলে দাবি করলেও এলাকাবাসীর প্রশ্ন, যদি সেটি সত্যিই খেলনা পিস্তল হয়, তবে এখনও ওই ব্যক্তিকে থানা থেকে ছাড়া হয়নি কেন? কেনই বা খেলনা পিস্তলটিকে সংবাদমাধ্যমের সামনে নিয়ে আসা হচ্ছে না? যদিও এসব প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি৷
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.