ETV Bharat / state

Malda Mobile Tower Fraud : টাওয়ার বসানোর নামে 16 লক্ষ টাকার প্রতারণা, মালদায় ধৃত যুবক - man arrested for duping rs 16 lakh in name of mobile tower installation in malda

পূর্ব বর্ধমানের পর এবার মালদা ৷ টাওয়ার বসানোর নাম করে 16 লক্ষ টাকা জালিয়াতির অভিযোগ (Malda Fraud Case)৷ ঘটনায় গ্রেফতার সন্দেশখালির যুবক ৷

Malda Fraud Case
মালদায় ধৃত সন্দেশখালির যুবক
author img

By

Published : May 15, 2022, 7:55 AM IST

মালদা, 15 মে : মোবাইল টাওয়ার বসিয়ে প্রতি মাসে মোটা টাকা আয়ের লোভ দেখিয়ে 16 লক্ষ টাকার প্রতারণার অভিযোগে উত্তর 24 পরগনার সন্দেশখালি এলাকার এক যুবককে গ্রেফতার করল মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ (16 Lakhs Fraud In the Name of Installing Tower in Malda)। শনিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয় । ধৃত যুবকের নাম শুভঙ্কর মিস্ত্রি । বাড়ি সন্দেশখালি থানার সুখদোয়ানি এলাকায় ।

2020 সালের 28 ফেব্রুয়ারি কালিয়াচকের বাসিন্দা নজরুল ইসলাম সাইবার ক্রাইম থানায় প্রতারণার একটি অভিযোগ দায়ের করে জানান, তাঁর জমিতে একটি নামী কোম্পানির মোবাইলের টাওয়ার বসানো হবে । যার বিনিময়ে প্রতি মাসে তিনি মোটা টাকা উপার্জন করতে পারবেন । তবে মোবাইলের টাওয়ার বসানোর জন্য তাঁকে সিকিউরিটি মানি দিতে হবে । এই সিকিউরিটি মানির নামে ধাপে ধাপে তাঁর থেকে 16 লক্ষ টাকা হাতিয়েছে এক ব্যক্তি ।

আরও পড়ুন : Bardhaman Fraud Case : টাওয়ার বসানোর নামে 20 লক্ষ টাকা প্রতারণা, তদন্তে নেমে টাকা-সহ গ্রেফতার 1

এই অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে পুলিশ । মোবাইল রেকর্ড ও ব্যাঙ্ক ট্রানজাকশনের সূত্র ধরে নাম উঠে আসে উত্তর 24 পরগনার সন্দেশখালি এলাকার শুভঙ্কর মিস্ত্রির নাম । এরপর থেকেই তার উপর নজরদারি চালাতে থাকে পুলিশ । অবশেষে কলকাতার সার্ভে পার্ক এলাকা থেকে শুভঙ্করকে গ্রেফতার করা হয় ।

এই বিষয়ে মালদা সাইবার ক্রাইম থানার (Malda Cyber Crime Police Station) ওসি অজয় সিং জানান, মোবাইল টাওয়ার বসানোর জন্য সিকিউরিটি মানির নামে 16 লক্ষ টাকা প্রতারণার একটি অভিযোগ দায়ের হয় । সেই অভিযোগের ভিত্তিতে শুভঙ্কর মিস্ত্রি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে । সাতদিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে শনিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয় ।

আরও পড়ুন : Purulia Job Fraud : চাকরির দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার 4

মালদা, 15 মে : মোবাইল টাওয়ার বসিয়ে প্রতি মাসে মোটা টাকা আয়ের লোভ দেখিয়ে 16 লক্ষ টাকার প্রতারণার অভিযোগে উত্তর 24 পরগনার সন্দেশখালি এলাকার এক যুবককে গ্রেফতার করল মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ (16 Lakhs Fraud In the Name of Installing Tower in Malda)। শনিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয় । ধৃত যুবকের নাম শুভঙ্কর মিস্ত্রি । বাড়ি সন্দেশখালি থানার সুখদোয়ানি এলাকায় ।

2020 সালের 28 ফেব্রুয়ারি কালিয়াচকের বাসিন্দা নজরুল ইসলাম সাইবার ক্রাইম থানায় প্রতারণার একটি অভিযোগ দায়ের করে জানান, তাঁর জমিতে একটি নামী কোম্পানির মোবাইলের টাওয়ার বসানো হবে । যার বিনিময়ে প্রতি মাসে তিনি মোটা টাকা উপার্জন করতে পারবেন । তবে মোবাইলের টাওয়ার বসানোর জন্য তাঁকে সিকিউরিটি মানি দিতে হবে । এই সিকিউরিটি মানির নামে ধাপে ধাপে তাঁর থেকে 16 লক্ষ টাকা হাতিয়েছে এক ব্যক্তি ।

আরও পড়ুন : Bardhaman Fraud Case : টাওয়ার বসানোর নামে 20 লক্ষ টাকা প্রতারণা, তদন্তে নেমে টাকা-সহ গ্রেফতার 1

এই অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে পুলিশ । মোবাইল রেকর্ড ও ব্যাঙ্ক ট্রানজাকশনের সূত্র ধরে নাম উঠে আসে উত্তর 24 পরগনার সন্দেশখালি এলাকার শুভঙ্কর মিস্ত্রির নাম । এরপর থেকেই তার উপর নজরদারি চালাতে থাকে পুলিশ । অবশেষে কলকাতার সার্ভে পার্ক এলাকা থেকে শুভঙ্করকে গ্রেফতার করা হয় ।

এই বিষয়ে মালদা সাইবার ক্রাইম থানার (Malda Cyber Crime Police Station) ওসি অজয় সিং জানান, মোবাইল টাওয়ার বসানোর জন্য সিকিউরিটি মানির নামে 16 লক্ষ টাকা প্রতারণার একটি অভিযোগ দায়ের হয় । সেই অভিযোগের ভিত্তিতে শুভঙ্কর মিস্ত্রি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে । সাতদিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে শনিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয় ।

আরও পড়ুন : Purulia Job Fraud : চাকরির দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার 4

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.