মালদা, 5 জুন : সরলা মুর্মুর পর এবার ডলিরানি মণ্ডল ৷ ভোটের আগে দল বদলে বিজেপিতে যাওয়া মালদা জেলা পরিষদের আরও এক সদস্য তৃণমূলে ফিরতে চেয়ে আবেদন জানালেন ৷ তিনি জানিয়েছেন, নিজের আবেদনপত্র তিনি এলাকার দলীয় বিধায়ক ও জেলা তৃণমূল সভানেত্রীর কাছে পাঠিয়ে দিয়েছেন ৷ যদিও বিষয়টি রাজ্য নেতৃত্বের উপরেই ছেড়ে দিচ্ছে তৃণমূলের জেলা নেতৃত্ব ৷
গত ত্রিস্তর নির্বাচনে মানিকচকের 23 নম্বর জেলা পরিষদ আসন থেকে জয়ী হয়েছিলেন ডলি ৷ বিধানসভা নির্বাচনের আগে গত 8 মার্চ তিনি কলকাতা গিয়ে বিজেপিতে যোগ দেন ৷ মূলত এলাকার নেতা ও জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডলের হাত ধরেই তাঁর গেরুয়া শিবিরে যোগদান ৷ নির্বাচনে মানিকচক আসনে ভরাডুবি হয় বিজেপির ৷ হেরে যান গৌরবাবু ৷ তারপরই ডলি পুরনো দলে ফিরতে চেয়ে আবেদন জানিয়েছেন ৷ তিনি বলেন, "বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলাম ৷ ভুল বুঝতে পেরেছি ৷ কিন্তু এই দলে থেকে মানুষের জন্য কাজ করতে পারছি না ৷ এই ভুলের জন্য আমি দিদির কাছে ক্ষমা চাইছি ৷ আমি মানুষের কাজ করতে চাই ৷ তিনি যেন আমাকে সুযোগ করে দেন ৷"
ভূতনির বাসিন্দা বিজেপির অন্যতম জেলা নেতা সন্তোষ মণ্ডল এপ্রসঙ্গে বলেন, "নির্বাচনের আগেই আমরা বলেছিলাম, সবাই দলে যোগ দিতে পারেন ৷ যাঁরা দলে যোগ দিয়েছিলেন তাঁদের আমরা স্বাগত জানিয়েছি ৷ এখন যদি কারও মনে হয় তিনি অন্য দলে যাবেন তিনি যেতেই পারেন ৷ বিজেপি অন্যের শক্তিতে কখনও চলেনি ৷ তাই এসবে দলের কোনও ক্ষতি হবে না ৷"
গোটা বিষয়টি দলের রাজ্য নেতৃত্বের উপরেই ছেড়ে দিচ্ছে জেলা তৃণমূল নেতৃত্ব ৷ জেলা তৃণমূলের সভানেত্রী মৌসম নুর জানিয়েছেন, সরলা মুর্মুর মতোই এক্ষেত্রেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য নেতৃত্ব ৷ তবে ব্যক্তিগতভাবে তিনি মনে করেন, যাঁরা নির্বাচনের আগে দল ছেড়ে অন্য দলে নাম লিখিয়েছিলেন, তাঁদের দলে ফেরানোর প্রয়োজন নেই ৷
আরও পড়ুন : Abhishek Banerjee : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্বে অভিষেক ?