ETV Bharat / state

কালিয়াচকে দলের ঐক্যের ছবিতে উচ্ছ্বসিত তৃণমূল জেলা নেতৃত্ব - kaliachak

"মানুষ এখন আমাদের সঙ্গে ৷ এবার BJP-র সঙ্গে আমাদের লড়াই ৷ সবাই শপথ নিয়ে কাজে নামলে আগামী বিধানসভা নির্বাচনে সুজাপুর আসনে আমরা যে জিততে চলেছি তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷" বললেন মৌসম নুর ৷

মালদা
মালদা
author img

By

Published : Oct 12, 2020, 10:20 PM IST

মালদা, 12 অক্টোবর : ইংরেজবাজারের জহুরাতলায় কেটে গিয়েছিল তাল ৷ বিধানসভাভিত্তিক প্রথম সভাতেই ঝোলা থেকে বেরিয়ে পড়েছিল বিড়াল ৷ প্রকাশ্য মঞ্চে নাম না করে দুই গোষ্ঠী একে অন্যের বিরুদ্ধে ছুড়ে দিয়েছিল মন্তব্য ৷ সেই ঘটনা থেকে শাসকদলের জেলা নেতৃত্ব যে অনেকটাই শিক্ষা নিয়েছে তা আজ বোঝা গিয়েছে কালিয়াচক হাইস্কুল মাঠে ৷ সেখানে আজ সুজাপুর বিধানসভা কেন্দ্রের দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে সভা করে তৃণমূল ৷ এই সভায় দলের তথাকথিত সব গোষ্ঠীর নেতৃত্বকেই দেখা গিয়েছে ৷ আজ সভামঞ্চ থেকে বিপক্ষ গোষ্ঠীর উদ্দেশ্যে কেউ কোনও মন্তব্যও করেননি ৷ যা দেখে উচ্ছ্বসিত জেলা তৃণমূল শীর্ষ নেতৃত্ব ৷

জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নুর, চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ছাড়াও আজ সভায় উপস্থিত ছিলেন অম্লান ভাদুড়ি, সাবিনা ইয়াসমিন, প্রসেনজিৎ দাস কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি সামিজুদ্দিন আহমেদ সহ জেলা ও ব্লক তৃণমূলের সমস্ত নেতানেত্রী ৷ সভায় ভিড়ও ছিল যথেষ্ট ৷ যা দেখে উচ্ছ্বসিত দলের জেলা কো-অর্ডিনেটর অম্লান ভাদুড়ি বলেন, "আমরা দেখতে পাচ্ছি সব বিভেদ ভুলে দলের কর্মী-সমর্থকরা আজ একজোট ৷ আমরা চাই, এই জোট যেন বিধানসভা নির্বাচন পর্যন্ত বজায় থাকে ৷ আমরা এখনও পর্যন্ত কখনও সুজাপুর কেন্দ্রে জয় পাইনি ৷ আজকের ছবি দেখে আমাদের মনে হচ্ছে, আগামী নির্বাচনে আমরা এবার এই কেন্দ্রে জয় পাব৷ কেন্দ্রের BJP সরকার সারা দেশে অশান্তির বাতাবরণ তৈরি করেছে ৷ খুন, ধর্ষণ চলছে দেশজুড়ে ৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে মানুষ শান্তিতে রয়েছে ৷ এই জেলাতেও সেই শান্তি ধরে রাখতে হবে ৷ BJP-কে রুখতেই হবে৷ এবার এই রাজ্যকে টার্গেট করেছে ওই অশুভ শক্তি ৷ তাদের রুখতেই হবে ৷ নইলে আগামীতে উত্তরপ্রদেশের মতো এখানেও অশান্তির আগুন জ্বলবে ৷"

কালিয়াচক ব্লক তৃণমূল সভাপতি সামিজুদ্দিন আহমেদ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞ দেখে এই ব্লকের কংগ্রেস নেতা-কর্মীরা একসময় তৃণমূলে যোগ দিয়েছিলেন৷ বিভিন্ন কারণে দলের প্রতি হতাশ হয়ে বসে যান তাঁরা৷ ব্লক সভাপতির দায়িত্ব পেয়ে আমি তাঁদের সঙ্গে কথা বলেছি৷ তাঁদের ফের ময়দানে নামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি ৷ দলের গোষ্ঠী কোন্দল রুখে দেওয়াই আমার প্রধান কাজ ৷ আজ এই সভায় এত মানুষের ভিড় দেখে বিরোধীদের ঘুম উড়ে গিয়েছে ৷ যেভাবে আজ মানুষ আজকের সভায় অংশ নিয়েছেন, তাতে আমরা নিশ্চিত, আগামী বিধানসভা ভোটে সুজাপুর আসনে আমরাই জিতব ৷”

বক্তব্য রাখতে গিয়ে মৌসম বলেন, "কাজ না করলে মানুষের মন পাওয়া যায় না৷ অথচ আমরা কাজ করেও এতদিন এখানে মানুষের মন পাইনি৷ অন্যান্য জায়গার মতো এখানেও উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আসলে এখানকার মানুষ আমাদের কিছু নেতার কাজকর্মে বীতশ্রদ্ধ ছিলেন ৷ তবে এখন সেই নেতারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন৷ তাই মানুষও এখন আমাদের সঙ্গে৷ এবার BJP-র সঙ্গে আমাদের লড়াই৷ সবাই শপথ নিয়ে কাজে নামলে আগামী বিধানসভা নির্বাচনে সুজাপুর আসনে আমরা যে জিততে চলেছি, তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷”

মালদা, 12 অক্টোবর : ইংরেজবাজারের জহুরাতলায় কেটে গিয়েছিল তাল ৷ বিধানসভাভিত্তিক প্রথম সভাতেই ঝোলা থেকে বেরিয়ে পড়েছিল বিড়াল ৷ প্রকাশ্য মঞ্চে নাম না করে দুই গোষ্ঠী একে অন্যের বিরুদ্ধে ছুড়ে দিয়েছিল মন্তব্য ৷ সেই ঘটনা থেকে শাসকদলের জেলা নেতৃত্ব যে অনেকটাই শিক্ষা নিয়েছে তা আজ বোঝা গিয়েছে কালিয়াচক হাইস্কুল মাঠে ৷ সেখানে আজ সুজাপুর বিধানসভা কেন্দ্রের দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে সভা করে তৃণমূল ৷ এই সভায় দলের তথাকথিত সব গোষ্ঠীর নেতৃত্বকেই দেখা গিয়েছে ৷ আজ সভামঞ্চ থেকে বিপক্ষ গোষ্ঠীর উদ্দেশ্যে কেউ কোনও মন্তব্যও করেননি ৷ যা দেখে উচ্ছ্বসিত জেলা তৃণমূল শীর্ষ নেতৃত্ব ৷

জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নুর, চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ছাড়াও আজ সভায় উপস্থিত ছিলেন অম্লান ভাদুড়ি, সাবিনা ইয়াসমিন, প্রসেনজিৎ দাস কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি সামিজুদ্দিন আহমেদ সহ জেলা ও ব্লক তৃণমূলের সমস্ত নেতানেত্রী ৷ সভায় ভিড়ও ছিল যথেষ্ট ৷ যা দেখে উচ্ছ্বসিত দলের জেলা কো-অর্ডিনেটর অম্লান ভাদুড়ি বলেন, "আমরা দেখতে পাচ্ছি সব বিভেদ ভুলে দলের কর্মী-সমর্থকরা আজ একজোট ৷ আমরা চাই, এই জোট যেন বিধানসভা নির্বাচন পর্যন্ত বজায় থাকে ৷ আমরা এখনও পর্যন্ত কখনও সুজাপুর কেন্দ্রে জয় পাইনি ৷ আজকের ছবি দেখে আমাদের মনে হচ্ছে, আগামী নির্বাচনে আমরা এবার এই কেন্দ্রে জয় পাব৷ কেন্দ্রের BJP সরকার সারা দেশে অশান্তির বাতাবরণ তৈরি করেছে ৷ খুন, ধর্ষণ চলছে দেশজুড়ে ৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে মানুষ শান্তিতে রয়েছে ৷ এই জেলাতেও সেই শান্তি ধরে রাখতে হবে ৷ BJP-কে রুখতেই হবে৷ এবার এই রাজ্যকে টার্গেট করেছে ওই অশুভ শক্তি ৷ তাদের রুখতেই হবে ৷ নইলে আগামীতে উত্তরপ্রদেশের মতো এখানেও অশান্তির আগুন জ্বলবে ৷"

কালিয়াচক ব্লক তৃণমূল সভাপতি সামিজুদ্দিন আহমেদ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞ দেখে এই ব্লকের কংগ্রেস নেতা-কর্মীরা একসময় তৃণমূলে যোগ দিয়েছিলেন৷ বিভিন্ন কারণে দলের প্রতি হতাশ হয়ে বসে যান তাঁরা৷ ব্লক সভাপতির দায়িত্ব পেয়ে আমি তাঁদের সঙ্গে কথা বলেছি৷ তাঁদের ফের ময়দানে নামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি ৷ দলের গোষ্ঠী কোন্দল রুখে দেওয়াই আমার প্রধান কাজ ৷ আজ এই সভায় এত মানুষের ভিড় দেখে বিরোধীদের ঘুম উড়ে গিয়েছে ৷ যেভাবে আজ মানুষ আজকের সভায় অংশ নিয়েছেন, তাতে আমরা নিশ্চিত, আগামী বিধানসভা ভোটে সুজাপুর আসনে আমরাই জিতব ৷”

বক্তব্য রাখতে গিয়ে মৌসম বলেন, "কাজ না করলে মানুষের মন পাওয়া যায় না৷ অথচ আমরা কাজ করেও এতদিন এখানে মানুষের মন পাইনি৷ অন্যান্য জায়গার মতো এখানেও উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আসলে এখানকার মানুষ আমাদের কিছু নেতার কাজকর্মে বীতশ্রদ্ধ ছিলেন ৷ তবে এখন সেই নেতারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন৷ তাই মানুষও এখন আমাদের সঙ্গে৷ এবার BJP-র সঙ্গে আমাদের লড়াই৷ সবাই শপথ নিয়ে কাজে নামলে আগামী বিধানসভা নির্বাচনে সুজাপুর আসনে আমরা যে জিততে চলেছি, তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.