মালদা, 23 অগস্ট: তৃণমূল নেতার (TMC Leader) নয়া কীর্তি! দেড় লাখ টাকা নিয়ে এলাকার এক তরুণীকে সিভিক ভলান্টিয়ার পদে নিয়োগ করিয়ে দেন ওই নেতা (Fake Civic Volunteer)। তরুণীকে মঙ্গলবার থেকেই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে নিরাপত্তার দায়িত্বে কাজ শুরুও করতে বলেন তিনি। ওই ব্যাংকের নিরাপত্তায় থাকা অন্যান্য সিভিককর্মীরা তরুণীকে চিনে ফেলেন। এরপর জিজ্ঞাসাবাদ শুরু করা হয় তরুণীকে। এরপর তাঁকে গ্রেফতার করা হয় ৷
ধৃত তরুণীর নাম মাঞ্জেরা খাতুন। বয়স 25 বছর। বাড়ি হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের দৌলতনগর পঞ্চায়েতের মোতিলাল গ্রামে। স্বামী লাল মহম্মদ, তিনি পেশায় পরিযায়ী শ্রমিক। বর্তমানে ভিনরাজ্যে রয়েছেন। পুলিশি জিজ্ঞাসাবাদে মাঞ্জেরা জানিয়েছেন, এলাকারই তৃণমূল নেতা মহিদুর রহমান ওরফে মতিবুল সিভিক ভলান্টিয়ারের চাকরি পাইয়ে দেবে বলে তাঁর কাছ থেকে দেড় লাখ টাকা নিয়েছিল। তার কথাতেই তিনি সিভিককর্মীর পোশাক তৈরি করিয়ে এদিন কাজে যোগ দিতে এসেছিলেন।
অন্যদিকে মাঞ্জেরার গ্রেফতারির খবর চাউর হতেই এলাকা ছেড়েছেন মতিবুল। এ নিয়ে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক যুব তৃণমূল সভাপতি মহম্মদ মনিরুল আলম বলেন, "এটা দালাল চক্রের কাজ। তৃণমূলের কেউ এর সঙ্গে জড়িত নয়। যদি ওই ব্যক্তি তৃণমূলের কেউ হয়, তবে তার বিরুদ্ধে দলগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনও তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেবে।"
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নামে প্যাড, চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে গ্রেফতার বিজেপি নেতা বাবা ও ছেলে
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গ্রেফতারিতে পঞ্চায়েত নির্বাচনের আগে এমনিতেই তীব্র সংকটে ঘাসফুল শিবির। তার মধ্যেই এই ঘটনা অস্বস্তি বাড়িয়েছে জেলা তৃণমূলে। এ নিয়ে শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। দলের হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের আহ্বায়ক দেবাশিস পাসোয়ান বলেন, "তৃণমূলের সবাই দুর্নীতিগ্রস্ত। গোটা রাজ্য জুড়ে তারা দুর্নীতি চালিয়ে যাচ্ছে। এবার সিভিক ভলান্টিয়ার নিয়োগেও ওদের দুর্নীতির প্রমাণ মিলল। এটা কোনও সরকার নয়, কোম্পানিতে পরিণত হয়েছে। আগামীতে মানুষ এদের যোগ্য জবাব দেবে।"