মালদা, 16 অগাস্ট : পেশায় লাইব্রেরিয়ান । স্বপ্ন দেখেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভারতীয় মুদ্রার একটি সংগ্রহশালা তৈরি করার । প্রায় 30 বছর আগে মেলেছিলেন নিজের স্বপ্ন উড়ানের ডানা । এর মধ্যেই সংগ্রহ করে ফেলেছেন আকবর, মহম্মদ বিন তুঘলকের আমলের মুদ্রা থেকে শুরু করে হাল আমলের বিভিন্ন স্মারক মুদ্রা । এমন মুদ্রার সংখ্যা নেহাতই কম নয় । প্রায় আড়াই হাজার । তাঁর সংগ্রহে রয়েছে বিদেশি মুদ্রাও । কিন্তু বিদেশি নয়, দেশীয় মুদ্রার বিবর্তনের ইতিহাস রচনার করাই তাঁর স্বপ্ন । সেই লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন সুবীরকুমার সাহা ।
সুবীরবাবুর বাড়ি মালদা শহরের গ্রিন পার্ক এলাকায় । তিনি পুরাতন মালদায় বাণী ভবন টাউন লাইব্রেরির গ্রন্থাগারিক । তাঁর প্রচেষ্টায় ওই গ্রন্থাগার মডেল লাইব্রেরির তালিকাভুক্ত হয়েছে । তাঁর একাধিক নেশা । তার মধ্যে রয়েছে কলম ও দেশলাইয়ের কভার সংগ্রহের মত বিষয়ও । কিন্তু মুদ্রা সংগ্রহ তাঁর নেশা নয়, তাঁর স্বপ্ন । নিজে অর্থনীতির ছাত্র । ছোটো থেকেই স্বপ্ন দেখেছিলেন, নিজে মুদ্রার একটি সংগ্রহশালা তৈরি করবেন । বয়স বাড়ার সঙ্গে তাঁর চিন্তাভাবনার পরিবর্তন ঘটেছে । এখন তাঁর মাথায় ভারতীয় মুদ্রার বিবর্তনের ইতিহাস রচনা জায়গা করে নিয়েছে । কবে তিনি নিজের অভীষ্ট লক্ষ্যে পৌঁছোতে পারবেন তা জানেন না । তাই এখনও তাঁর মুদ্রা সংগ্রহের দৌড় অব্যাহত । যখন যেখানে কোনও মুদ্রার সন্ধান পেয়েছেন, দৌড়ে গিয়েছেন । কিছু মুদ্রা সংগ্রহ করেছেন নিলামের আসর থেকে । আবার অনেক মুদ্রা সংগ্রহে তাঁকে ইন্টারনেটের সাহায্য নিতে হয়েছে । তবে এখনও ভারতীয় প্রাচীন স্বর্ণমুদ্রা তিনি সংগ্রহ করতে পারেননি । সেই আক্ষেপ এখনও তিনি বয়ে নিয়ে বেড়াচ্ছেন ।
সুবীরবাবু বলেন, "আমি অর্থনীতির ছাত্র । সেকারণেই হয়তো ছোটো থেকে টাকা-পয়সা সংগ্রহের দিকে ঝোঁক ছিল । সেই নেশা থেকে মুদ্রা সংগ্রহ শুরু করি । সেটাও প্রায় 30 বছর হয়ে গেল । ভারতীয় ইতিহাসের বিভিন্ন যুগের মুদ্রা সংগ্রহ করতে পেরেছি । ব্রিটিশ আমল থেকে এখনও পর্যন্ত এদেশে যত মুদ্রার প্রচলন হয়েছে, তার অনেকটাই আমার কাছে রয়েছে । কিছু স্মারক মুদ্রাও জোগাড় করেছি । তার মধ্যে 1000, 500, 200, 150, 125, 75, 60 প্রভৃতি অর্থমূল্যের মুদ্রা রয়েছে । এসব মুদ্রা নির্দিষ্ট মূল্যের থেকে অনেক বেশি দাম দিয়ে কিনতে হয়েছে । মোঘল আমলের প্রায় সমস্ত মুদ্রা সংগ্রহ করতে পেরেছি । রয়েছে এদেশের অর্থনীতির অন্যতম ব্যক্তিত্ব, বিন তুঘলকের মুদ্রাও । সুলতানি, দাস বংশের মুদ্রাও আমার সংগ্রহে রয়েছে । আমি চাই, আমার সংগ্রহ ভবিষ্যতে মুদ্রা নিয়ে যাঁরা গবেষণা করবেন, তাঁদের কাজে লাগুক । তার জন্য একটি মিউজিয়াম তৈরি করার ইচ্ছে রয়েছে । তবে আমার একার সামর্থে সেই মিউজিয়াম নির্মাণ করা সম্ভব নয় । দেখা যাক, কতটা সাহায্য পাই । "
তিনি আরও বলেন, "এখনও পর্যন্ত আমার সংগ্রহ কোনও প্রদর্শনীতে নিয়ে যাইনি । আসলে তার সাহস পাই না । কারণ, কোনও মুদ্রা হারিয়ে গেলে সেটা ফের সংগ্রহ করা কার্যত অসম্ভব । তবে লাইব্রেরির কিছু অনুষ্ঠানে এই সংগ্রহের নমুনা নিয়ে গিয়েছিলাম । নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত থাকলে আমি নিজের সংগ্রহ প্রদর্শনীতে নিয়ে যেতে পারি । কারণ, এই সংগ্রহ ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরাই আমার লক্ষ্য । এসব দেখে যদি কেউ ভারতীয় মুদ্রার বিবর্তন নিয়ে গবেষণা করতে আগ্রহী হন ৷ সেটাই আমার কাছে বড় পাওনা । তবে এখনও পর্যন্ত আমি প্রাচীন ভারতীয় স্বর্ণমুদ্রা সংগ্রহ করতে পারিনি । এনিয়ে কিছুটা আক্ষেপ রয়েছে । আরও একটি মুদ্রা আমার সংগ্রহে এখনও নেই । ভারতীয় ইতিহাসের বিভিন্ন উল্লেখযোগ্য বিষয় নিয়ে যেসব স্মারক মুদ্রা তৈরি করা হয়েছে, তার মধ্যে 15 টাকার একটি মুদ্রাও রয়েছে । সেটা আমি এখনও সংগ্রহ করে উঠতে পারিনি । এই দুই মুদ্রার খোঁজে রয়েছি । তবে আশা করছি, খুব তাড়াতাড়ি প্রাচীন ভারতীয় স্বর্ণমুদ্রা আমার হাতে চলে আসবে । "
লকডাউন চলাকালীন বন্ধ রয়েছে লাইব্রেরি । সময় কাটানোয় খানিকটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে সুবীরবাবুর । এই সময় তিনি খোঁজ নিয়ে চলেছেন প্রাচীন ভারতীয় মুদ্রার । একইসঙ্গে অচল পয়সা দিয়ে তৈরি করে চলেছেন নানা ধরনের মডেল । ভবিষ্যতে নিজের স্বপ্নের মুদ্রা মিউজিয়ামে এসব মডেল দিয়েই সাজানোর ইচ্ছে রয়েছে তাঁর । তাঁর স্বপ্নের উড়ান কবে শেষ হবে জানা নেই । তবে তিনি লক্ষ্যে পৌঁছলে আখেরে সমৃদ্ধ হবে ভারতীয় ইতিহাসের একটি অধ্যায় ।