মালদা, 27 জানুয়ারি: ক’দিন আগেই বিশ্বের দরবারে মালদার পতাকা উড়িয়েছিলেন কালিয়াচকের মেয়ে আলিশা ইকবার ৷ ইংল্যান্ডের বিশ্বখ্যাত ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ে (Warwick University) অ্যাপ্লায়েড থিয়েটার মাস্টার্স কোর্সে 78 শতাংশ নম্বর পেয়ে তিনি শীর্ষস্থান অধিকার করেন ৷ গত 17 জানুয়ারি ওই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে তাঁকে সংবর্ধনাও দেওয়া হয় ৷ মধ্যের ক’দিন আলিশাকেই নিয়েই বুঁদ হয়ে ছিল মালদা ৷ এবার জেলার শিক্ষামুকুটে আরও একটি পালক গুঁজে দিলেন মালদা শহরের ছেলে স্বর্ণায়ু বণিক ৷ তিনি ফ্রান্সের (France) বিখ্যাত ইউনিভার্সিটি অফ রেনেসে-তে গবেষণার সুযোগ পেয়েছেন (Malda Student going to research) ৷ দেশের চিকিৎসা ও কৃষিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আজই ফ্রান্সের উদ্দেশে রওনা দিচ্ছেন রসায়নবিদ্যার গবেষক স্বর্ণায়ু ৷
হায়দরাবাদের সিআইএসআর-আইআইসিটির (CISR-IIST) (কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ-এর অন্তর্গত ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি) গবেষক স্বর্ণায়ু শুক্রবার ইটিভি ভারতকে বলেন, “এই সাফল্যের জন্য আমি আমার পরিবার, শিক্ষক থেকে শুরু করে বন্ধুদেরও ধন্যবাদ জানাচ্ছি ৷ সবার সহযোগিতাতেই আজ আমি এতদূর পৌঁছোতে পেরেছি৷ মালদা জেলা স্কুল থেকে 2011 সালে মাধ্যমিক ও 2013 সালে উচ্চমাধ্যমিক পাশ করার পর আমি বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে ভর্তি হই ৷ সেখানে অর্গানিক কেমিস্ট্রিতে মাস্টার্স করার পর পিএইচডি করতে আমি হায়দরাবাদের সিআইএসআর-আইআইসিটিতে চলে যাই ৷ সেখানে আমি অর্গানিক কেমিস্ট্রির উপরেই কাজ করছি ৷’’
তিনি আরও বলেন, ‘‘আমার কাজের বিষয় হল অ্যাসিমেট্রিক অর্গানিক সিন্থেসিস ৷ মানুষের বিভিন্ন ওষুধ এবং একাধিক অ্যাগ্রো কেমিক্যাল রয়েছে যেখানে কায়রাল সেন্টার নামে একটি জিনিস রয়েছে ৷ অনেক কেমিক্যাল কম্পাউন্ড রয়েছে যেসব অ্যাসিমেট্রিক ৷ নতুন নতুন উপায়ে, কম খরচে এবং কম সময়ে আমরা সেসবই তৈরি করার চেষ্টা করি ৷ পরবর্তীতে এসব কম্পাউন্ড সরকার কিংবা কোনও কোম্পানি সহজেই ব্যবহার করতে পারে ৷’’
বিদেশে গবেষণা করার সুযোগ নিয়ে তিনি স্বর্ণায়ু বললেন, ‘‘ফ্রান্সে গবেষণা করার সুযোগ আমাকে করে দিয়েছেন মূলত আমার গাইড ড. বিভি সুব্বারেড্ডি ৷ সিআইএসআর-আইআইসিটির একজন চিফ সায়েন্টিস্ট তিনি ৷ তাঁর সহযোগিতায় আমি একটি রিসার্চ প্রপোজাল তৈরি করি৷ ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ওই প্রপোজাল পাঠাই ৷ তারা গোটা দেশ থেকে আমার মতো 25 জনকে চিহ্নিত করে ৷ তারাই আমাকে ফ্রান্সে ছ’মাস গবেষণা করার সুযোগ করে দিয়েছে ৷”
স্বর্ণায়ুর পরিবার জেলার শিক্ষাজগতে উপরের দিকেই রয়েছে ৷ তাঁর বাবা সন্দীপ বণিক বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে কর্মরত ৷ বর্তমানে বালুরঘাটে কর্মরত তিনি ৷ মা সুদীপ্তা বণিক গৃহবধূ হলেও এই জেলার সংস্কৃতি জগতে পরিচিত নাম ৷ এই মুহূর্তে স্বর্ণায়ুর গোটা পরিবার তাঁর বিদেশযাত্রা নিয়েই ব্যস্ত ৷ ইটিভি ভারতের তরফেও স্বর্ণায়ুর জন্য রইল শুভকামনা ৷
আরও পড়ুন: ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রথম মালদার মেয়ে আলিশা