ETV Bharat / state

Durga Puja : বিধি মেনে দুর্গাপুজোয় ভক্তদের প্রবেশাধিকার দিল মালদা রামকৃষ্ণ মিশন - রামকৃষ্ণ মিশন

আগামী সোমবার থেকেই মালদা রামকৃষ্ণ মিশনে শুরু হচ্ছে দুর্গাপুজো । মহাষষ্ঠী থেকে মিশনে পুজো শুরু হয়ে যায় । এখন মিশনে শেষ মুহূর্তের ব্যস্ততা ।

malda-ramkrishna-mission-will-give-permission-for-devotees-to-participate-their-durga-puja
Durga Puja : বিধি মেনে দুর্গাপুজোয় ভক্তদের প্রবেশাধিকার দিল মালদা রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ
author img

By

Published : Oct 7, 2021, 7:34 PM IST

মালদা, 7 অক্টোবর : করোনায় গতবার শুধু মন্দির নয়, মন্দির চত্বরেই জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা । অনলাইনে পুজো দেখে সন্তুষ্ট হতে হয়েছিল ভক্তদের । এবার করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে । তাই কিছু বিধিনিষেধ জারি করে দুর্গাপুজোয় ভক্তদের আশ্রমে প্রবেশাধিকার দিচ্ছে মালদা রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ । আজ ইটিভি ভারতকে সেকথা জানিয়েছেন মঠাধ্যক্ষ স্বামী ত্যাগরূপানন্দজি মহারাজ ।

আগামী সোমবার থেকেই মালদা রামকৃষ্ণ মিশনে শুরু হচ্ছে দুর্গাপুজো । মহাষষ্ঠী থেকে মিশনে পুজো শুরু হয়ে যায় । এখন মিশনে শেষ মুহূর্তের ব্যস্ততা । গত বছর থেকে বুলবুলচণ্ডীর এক মৃৎশিল্পী মিশনের মাতৃমূর্তি তৈরি করছেন । সেখান থেকেই মহাপঞ্চমীতে প্রতিমা আশ্রমের মন্দিরে নিয়ে আসা হবে । এই মুহূর্তে মন্দির চত্বরে চলছে প্যান্ডেল ও আলোকসজ্জার কাজ । নিজে দাঁড়িয়ে থেকে সেসব তদারকি করছেন মঠাধ্যক্ষ ।

আরও পড়ুন : Durga Puja Special : ইন্দো-বাংলা সীমান্তে জমিদারবাড়িতে একইসঙ্গে পুজো হয় সোনা ও মাটির দুর্গার

ইটিভি ভারতকে স্বামী ত্যাগরূপানন্দজি মহারাজ বলেন, “এবার পুজোয় হাইকোর্টও কিছু বিধিনিষেধ বেঁধে দিয়েছে । সব মিলিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবারও আমরা নাটমন্দিরে ভক্তদের প্রবেশ করতে দেব না । তবে যেহেতু করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে, তাই মন্দিরের সামনে প্যান্ডেলের নীচে নির্দিষ্ট বিধি মেনে ভক্তরা উপস্থিত থাকতে পারবেন । সেখানে তাঁদের জন্য আলো-পাখার ব্যবস্থাও করছি ।’’

Durga Puja : বিধি মেনে দুর্গাপুজোয় ভক্তদের প্রবেশাধিকার দিল মালদা রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ

কুমারী পুজো প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এখনও পর্যন্ত আমরা কুমারী পুজোর কথা ভেবেছি । তবে ওই পুজো মাত্র 45 মিনিটের । ছোট পুজো । তার প্রস্তুতিও নিচ্ছি ।’’ আর দুর্গাপুজোকে তিনি কলিকালের রাজসূয় যজ্ঞ বলে বর্ণনা করেছেন । তিনি বলেন, ‘‘ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত বিশদ পুজো হয়ে থাকে । দশমীতে হয় সংক্ষিপ্ত পুজো । এই পুজোয় লোকবল, অর্থ, দক্ষ মানুষজন লাগে । আমরা তার ব্যবস্থা করছি । পুজোয় সংক্ষিপ্ত আকারে খিচুড়ি ভোগেরও ব্যবস্থা করা হচ্ছে । তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে ।’’

আরও পড়ুন : Malda Handloom : মিলের শাড়ির দাপটে ঘোর অন্ধকারে পুরাতন মালদার তাঁতশিল্প

একই সঙ্গে তিনি বলেন, ‘‘করোনাকালে কীভাবে মানুষের আসা যাওয়া নিয়ন্ত্রণ করা হবে, তা নিয়ে আমরা বৈঠকও করেছি । এবারও অনলাইনে পুজো দেখার ব্যবস্থা থাকবে । তবে আমরা দেখেছি, অনলাইনে পুজোর ছোটখাটো বিষয়গুলি কেউ সেভাবে দেখে না । তাই একটানা অনলাইনে পুজো দেখার ব্যবস্থা এবার করছি না । সন্ধিপুজো, কুমারী পুজো, সন্ধ্যারতি, ভোগের সময়গুলি অনলাইনে দেখানো হবে ।’’

তাঁর কথায়, ‘‘তবে এবার ভক্তরা মন্দিরে এসে মায়ের পুজো দেখতে পারবেন । এবারের পুজোয় সবার উদ্দেশ্যে আমার বার্তা, আমরা সবাই একটা সত্য লুকিয়ে রেখেছি । সেটা হল উত্তরবঙ্গে বেশ কিছু শিশুর মৃত্যু হয়েছে । এদেশের কিছু সংবাদমাধ্যম জানাচ্ছে, করোনায় দেশে যত মৃত্যু হয়েছে, তা সংবাদমাধ্যমে উঠে আসেনি । আমেরিকায় এখনও পর্যন্ত সাত লাখের বেশি মানুষ করোনায় মারা গিয়েছেন । সংবাদমাধ্যম জানাচ্ছে, ভারতেও এই সংখ্যক কিংবা তার থেকেও বেশি মানুষ করোনায় মারা গিয়েছেন । তাই আমাদের সন্তুষ্টির জায়গা এখনও আসেনি । এদেশে 18 বছরের কমবয়সীরা এখনও ভ্যাকসিন পায়নি । তাই পুজোয় সবাই সতর্ক থাকুন ।”

আরও পড়ুন : Ganesh puja : গণেশ কোলে দেবী দুর্গা রূপী মমতা, কটাক্ষ বিজেপির

উল্লেখ্য, করোনার দাপটে গতবার মালদা রামকৃষ্ণ মিশনের দুর্গাপুজোয় কুমারী পুজো স্থগিত হয়ে গিয়েছিল । যাকে কুমারী নির্বাচিত করা হয়েছিল, সেই খুদেও করোনায় আক্রান্ত হয়েছিল । সংক্রমিত হয়েছিলেন আশ্রমের ন’জন । তাঁদের মধ্যে কয়েকজন সন্ন্যাসীও ছিলেন । তাই এবার বাড়তি সতর্কতা নিয়েছে মিশন কর্তৃপক্ষ । এখনও পর্যন্ত এবারের কুমারীর নামও প্রকাশ করা হয়নি । পুজোর দিনই সেই নাম প্রকাশ করা হবে বলে মিশন সূত্রে জানা গিয়েছে ।

মালদা, 7 অক্টোবর : করোনায় গতবার শুধু মন্দির নয়, মন্দির চত্বরেই জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা । অনলাইনে পুজো দেখে সন্তুষ্ট হতে হয়েছিল ভক্তদের । এবার করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে । তাই কিছু বিধিনিষেধ জারি করে দুর্গাপুজোয় ভক্তদের আশ্রমে প্রবেশাধিকার দিচ্ছে মালদা রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ । আজ ইটিভি ভারতকে সেকথা জানিয়েছেন মঠাধ্যক্ষ স্বামী ত্যাগরূপানন্দজি মহারাজ ।

আগামী সোমবার থেকেই মালদা রামকৃষ্ণ মিশনে শুরু হচ্ছে দুর্গাপুজো । মহাষষ্ঠী থেকে মিশনে পুজো শুরু হয়ে যায় । এখন মিশনে শেষ মুহূর্তের ব্যস্ততা । গত বছর থেকে বুলবুলচণ্ডীর এক মৃৎশিল্পী মিশনের মাতৃমূর্তি তৈরি করছেন । সেখান থেকেই মহাপঞ্চমীতে প্রতিমা আশ্রমের মন্দিরে নিয়ে আসা হবে । এই মুহূর্তে মন্দির চত্বরে চলছে প্যান্ডেল ও আলোকসজ্জার কাজ । নিজে দাঁড়িয়ে থেকে সেসব তদারকি করছেন মঠাধ্যক্ষ ।

আরও পড়ুন : Durga Puja Special : ইন্দো-বাংলা সীমান্তে জমিদারবাড়িতে একইসঙ্গে পুজো হয় সোনা ও মাটির দুর্গার

ইটিভি ভারতকে স্বামী ত্যাগরূপানন্দজি মহারাজ বলেন, “এবার পুজোয় হাইকোর্টও কিছু বিধিনিষেধ বেঁধে দিয়েছে । সব মিলিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবারও আমরা নাটমন্দিরে ভক্তদের প্রবেশ করতে দেব না । তবে যেহেতু করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে, তাই মন্দিরের সামনে প্যান্ডেলের নীচে নির্দিষ্ট বিধি মেনে ভক্তরা উপস্থিত থাকতে পারবেন । সেখানে তাঁদের জন্য আলো-পাখার ব্যবস্থাও করছি ।’’

Durga Puja : বিধি মেনে দুর্গাপুজোয় ভক্তদের প্রবেশাধিকার দিল মালদা রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ

কুমারী পুজো প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এখনও পর্যন্ত আমরা কুমারী পুজোর কথা ভেবেছি । তবে ওই পুজো মাত্র 45 মিনিটের । ছোট পুজো । তার প্রস্তুতিও নিচ্ছি ।’’ আর দুর্গাপুজোকে তিনি কলিকালের রাজসূয় যজ্ঞ বলে বর্ণনা করেছেন । তিনি বলেন, ‘‘ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত বিশদ পুজো হয়ে থাকে । দশমীতে হয় সংক্ষিপ্ত পুজো । এই পুজোয় লোকবল, অর্থ, দক্ষ মানুষজন লাগে । আমরা তার ব্যবস্থা করছি । পুজোয় সংক্ষিপ্ত আকারে খিচুড়ি ভোগেরও ব্যবস্থা করা হচ্ছে । তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে ।’’

আরও পড়ুন : Malda Handloom : মিলের শাড়ির দাপটে ঘোর অন্ধকারে পুরাতন মালদার তাঁতশিল্প

একই সঙ্গে তিনি বলেন, ‘‘করোনাকালে কীভাবে মানুষের আসা যাওয়া নিয়ন্ত্রণ করা হবে, তা নিয়ে আমরা বৈঠকও করেছি । এবারও অনলাইনে পুজো দেখার ব্যবস্থা থাকবে । তবে আমরা দেখেছি, অনলাইনে পুজোর ছোটখাটো বিষয়গুলি কেউ সেভাবে দেখে না । তাই একটানা অনলাইনে পুজো দেখার ব্যবস্থা এবার করছি না । সন্ধিপুজো, কুমারী পুজো, সন্ধ্যারতি, ভোগের সময়গুলি অনলাইনে দেখানো হবে ।’’

তাঁর কথায়, ‘‘তবে এবার ভক্তরা মন্দিরে এসে মায়ের পুজো দেখতে পারবেন । এবারের পুজোয় সবার উদ্দেশ্যে আমার বার্তা, আমরা সবাই একটা সত্য লুকিয়ে রেখেছি । সেটা হল উত্তরবঙ্গে বেশ কিছু শিশুর মৃত্যু হয়েছে । এদেশের কিছু সংবাদমাধ্যম জানাচ্ছে, করোনায় দেশে যত মৃত্যু হয়েছে, তা সংবাদমাধ্যমে উঠে আসেনি । আমেরিকায় এখনও পর্যন্ত সাত লাখের বেশি মানুষ করোনায় মারা গিয়েছেন । সংবাদমাধ্যম জানাচ্ছে, ভারতেও এই সংখ্যক কিংবা তার থেকেও বেশি মানুষ করোনায় মারা গিয়েছেন । তাই আমাদের সন্তুষ্টির জায়গা এখনও আসেনি । এদেশে 18 বছরের কমবয়সীরা এখনও ভ্যাকসিন পায়নি । তাই পুজোয় সবাই সতর্ক থাকুন ।”

আরও পড়ুন : Ganesh puja : গণেশ কোলে দেবী দুর্গা রূপী মমতা, কটাক্ষ বিজেপির

উল্লেখ্য, করোনার দাপটে গতবার মালদা রামকৃষ্ণ মিশনের দুর্গাপুজোয় কুমারী পুজো স্থগিত হয়ে গিয়েছিল । যাকে কুমারী নির্বাচিত করা হয়েছিল, সেই খুদেও করোনায় আক্রান্ত হয়েছিল । সংক্রমিত হয়েছিলেন আশ্রমের ন’জন । তাঁদের মধ্যে কয়েকজন সন্ন্যাসীও ছিলেন । তাই এবার বাড়তি সতর্কতা নিয়েছে মিশন কর্তৃপক্ষ । এখনও পর্যন্ত এবারের কুমারীর নামও প্রকাশ করা হয়নি । পুজোর দিনই সেই নাম প্রকাশ করা হবে বলে মিশন সূত্রে জানা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.