ETV Bharat / state

17টি কোচকে আইসোলেশনে পরিণত করা হচ্ছে মালদা রেল ডিভিশনে - মালদা রেলওয়ে ডিভিশ

কোরোনো মোকাবিলায় এবার এগিয়ে এল মালদা রেলওয়ে ডিভিশন ৷ মালদা ডিভিশনের লোকো শেডে 17 টি কোচকে আইসোলেশন ওয়ার্ডে পরিণত করা হচ্ছে ৷ কোচের দরজা-জানালা সিল করে দেওয়া হচ্ছে ৷ কোরোনা আক্রান্ত সন্দেহে ব্যক্তিদের যাতায়াতের জন্যও এই কোচগুলি ব্যবহার করা হতে পারে বলে রেল সূত্রে জানানো হয়েছে।

Malda railway make isolation on 17 coach
17 টি কোচকে আইসোলেশনে পরিণত করল মালদা রেলওয়ে ডিভিশন
author img

By

Published : Apr 6, 2020, 1:18 PM IST

Updated : Apr 6, 2020, 5:37 PM IST

মালদা, 6 এপ্রিল : কোরোনো মোকাবিলায় এগিয়ে এল মালদা রেলওয়ে ডিভিশন ৷ মালদা ডিভিশনের লোকো শেডে 17 টি কোচকে আইসোলেশন ওয়ার্ডে পরিণত করার কাজ চলছে ৷ স্বাস্থ্য দপ্তর ও রেলওয়ে বোর্ডের নির্দেশ অনুযায়ী এই কোচগুলি ব্যবহার করা হবে ৷ প্রয়োজনে কোরোনা আক্রান্ত সন্দেহে ব্যক্তিদের যাতায়াতের জন্যও এই কোচগুলি ব্যবহার করা হতে পারে বলে রেল সূত্রে জানানো হয়েছে৷

দিনের পর দিন বেড়েই চলেছে দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ একই ছবি ধরা পড়ছে পশ্চিমবঙ্গেও ৷ কোরোনা মোকাবিলায় একাধিক জায়গায় গড়ে তোলা হয়েছে কোয়ারানটাইন সেন্টার ৷ জেলার বেশ কিছু স্কুলেও কোয়ারানটাইনের ব্যবস্থা করা হয়েছে ৷ এবার কোরোনা মোকাবিলায় এগিয়ে এল মালদা রেলওয়ে ডিভিশন ৷ মালদা রেলওয়ে ডিভিশনের লোকো শেডে 17 টি কোচের দরজা-জানালা সিল করে দেওয়া হচ্ছে ৷

মালদা রেলওয়ে ডিভিশনের ম্যানেজার যতীন্দ্র কুমার বলেন, “আপাতত 17 টি কোচকে আইসোলেশনে পরিণত করা হচ্ছে ৷ প্রতিটি কোচে প্রায় 7 টি এবং দুটি প্যারামেডিক্য়াল স্টাফের জন্য বেড থাকছে ৷ স্বাস্থ্য দপ্তর ও রেলওয়ে বোর্ডের নির্দেশে কোচগুলি আপাৎকালীন পরিষেবায় ব্যবহার করা হবে ৷ প্রয়োজনে কোরোনা আক্রান্ত সন্দেহে ব্যক্তিদের যাতায়াতের কাজেও এই কোচগুলি ব্যবহার করা যেতে পারে ৷”

মালদা, 6 এপ্রিল : কোরোনো মোকাবিলায় এগিয়ে এল মালদা রেলওয়ে ডিভিশন ৷ মালদা ডিভিশনের লোকো শেডে 17 টি কোচকে আইসোলেশন ওয়ার্ডে পরিণত করার কাজ চলছে ৷ স্বাস্থ্য দপ্তর ও রেলওয়ে বোর্ডের নির্দেশ অনুযায়ী এই কোচগুলি ব্যবহার করা হবে ৷ প্রয়োজনে কোরোনা আক্রান্ত সন্দেহে ব্যক্তিদের যাতায়াতের জন্যও এই কোচগুলি ব্যবহার করা হতে পারে বলে রেল সূত্রে জানানো হয়েছে৷

দিনের পর দিন বেড়েই চলেছে দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ একই ছবি ধরা পড়ছে পশ্চিমবঙ্গেও ৷ কোরোনা মোকাবিলায় একাধিক জায়গায় গড়ে তোলা হয়েছে কোয়ারানটাইন সেন্টার ৷ জেলার বেশ কিছু স্কুলেও কোয়ারানটাইনের ব্যবস্থা করা হয়েছে ৷ এবার কোরোনা মোকাবিলায় এগিয়ে এল মালদা রেলওয়ে ডিভিশন ৷ মালদা রেলওয়ে ডিভিশনের লোকো শেডে 17 টি কোচের দরজা-জানালা সিল করে দেওয়া হচ্ছে ৷

মালদা রেলওয়ে ডিভিশনের ম্যানেজার যতীন্দ্র কুমার বলেন, “আপাতত 17 টি কোচকে আইসোলেশনে পরিণত করা হচ্ছে ৷ প্রতিটি কোচে প্রায় 7 টি এবং দুটি প্যারামেডিক্য়াল স্টাফের জন্য বেড থাকছে ৷ স্বাস্থ্য দপ্তর ও রেলওয়ে বোর্ডের নির্দেশে কোচগুলি আপাৎকালীন পরিষেবায় ব্যবহার করা হবে ৷ প্রয়োজনে কোরোনা আক্রান্ত সন্দেহে ব্যক্তিদের যাতায়াতের কাজেও এই কোচগুলি ব্যবহার করা যেতে পারে ৷”

Last Updated : Apr 6, 2020, 5:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.