মালদা, 6 এপ্রিল : কোরোনো মোকাবিলায় এগিয়ে এল মালদা রেলওয়ে ডিভিশন ৷ মালদা ডিভিশনের লোকো শেডে 17 টি কোচকে আইসোলেশন ওয়ার্ডে পরিণত করার কাজ চলছে ৷ স্বাস্থ্য দপ্তর ও রেলওয়ে বোর্ডের নির্দেশ অনুযায়ী এই কোচগুলি ব্যবহার করা হবে ৷ প্রয়োজনে কোরোনা আক্রান্ত সন্দেহে ব্যক্তিদের যাতায়াতের জন্যও এই কোচগুলি ব্যবহার করা হতে পারে বলে রেল সূত্রে জানানো হয়েছে৷
দিনের পর দিন বেড়েই চলেছে দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ একই ছবি ধরা পড়ছে পশ্চিমবঙ্গেও ৷ কোরোনা মোকাবিলায় একাধিক জায়গায় গড়ে তোলা হয়েছে কোয়ারানটাইন সেন্টার ৷ জেলার বেশ কিছু স্কুলেও কোয়ারানটাইনের ব্যবস্থা করা হয়েছে ৷ এবার কোরোনা মোকাবিলায় এগিয়ে এল মালদা রেলওয়ে ডিভিশন ৷ মালদা রেলওয়ে ডিভিশনের লোকো শেডে 17 টি কোচের দরজা-জানালা সিল করে দেওয়া হচ্ছে ৷
মালদা রেলওয়ে ডিভিশনের ম্যানেজার যতীন্দ্র কুমার বলেন, “আপাতত 17 টি কোচকে আইসোলেশনে পরিণত করা হচ্ছে ৷ প্রতিটি কোচে প্রায় 7 টি এবং দুটি প্যারামেডিক্য়াল স্টাফের জন্য বেড থাকছে ৷ স্বাস্থ্য দপ্তর ও রেলওয়ে বোর্ডের নির্দেশে কোচগুলি আপাৎকালীন পরিষেবায় ব্যবহার করা হবে ৷ প্রয়োজনে কোরোনা আক্রান্ত সন্দেহে ব্যক্তিদের যাতায়াতের কাজেও এই কোচগুলি ব্যবহার করা যেতে পারে ৷”