ETV Bharat / state

Malda Heavy Rain: ঘণ্টাখানেকের ভারী বৃষ্টিতে জল থইথই মালদা মেডিক্যাল - ভারী বৃষ্টিতে জল থইথই মালদা মেডিক্যাল

বৃষ্টিতে জলমগ্ন মালদা মেডিক্যালের মেল মেডিক্যাল ওয়ার্ড, বারান্দা, করিডর, এমনকী অপারেশন থিয়েটারের একাংশেও (Malda Medical Has Accumulated Water)। পরিস্থিতি খতিয়ে দেখতে হাসপাতালে গেলেন মেডিক্যালের সহকারী অধ্যক্ষ ও হাসপাতাল সুপার পুরঞ্জয় সাহা ।

Malda Heavy Rain
ঘণ্টাখানেকের ভারী বৃষ্টিতে জল থইথই মালদা মেডিক্যাল
author img

By

Published : Aug 3, 2022, 9:37 PM IST

মালদা, 3 অগস্ট: এক পশলা ভারী বৃষ্টি । ফের জল থইথই মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (Malda Medical Has Accumulated Water)। শুধু হাসপাতাল চত্বরেই নয়, জল ঢুকে পড়েছে মেল মেডিক্যাল ওয়ার্ড, বারান্দা, করিডর, এমনকী অপারেশন থিয়েটারের একাংশেও । ওয়ার্ডের মধ্যে জল ঢুকে পড়ায় রোগীদের মধ্যে আতঙ্কও ছড়ায় । যদিও বৃষ্টি থামার পর ওয়ার্ড থেকে ধীরে ধীরে জল নামতে শুরু করে । পরিস্থিতি খতিয়ে দেখতে হাসপাতালে আসেন মেডিক্যালের সহকারী অধ্যক্ষ ও হাসপাতাল সুপার পুরঞ্জয় সাহা ।

হাসপাতালে আসা এক রোগীর আত্মীয়া তারা বিবি বলেন, "ঘণ্টাখানেকের বৃষ্টিতেই হাসপাতালের ভিতরে ও বাইরে জল জমে গিয়েছে । জলের উপর দিয়ে আমাদের যাতায়াত করতে হচ্ছে । হাসপাতালে বিভিন্ন ধরনের জীবাণু থাকে । সেসব জলে মিশে গিয়েছে । আমরা ভয়ে রয়েছি ।"

ঘণ্টাখানেকের ভারী বৃষ্টিতে জল থইথই মালদা মেডিক্যাল

আরও পড়ুন: স্বাধীনতার 75 বছরেও রাস্তা কাঁচাই, মালদা-বালুরঘাট সড়কে অবরোধ গ্রামবাসীদের

একই বক্তব্য আরেক রোগীর আত্মীয় আইনাল হকেরও । কেন এভাবে হাসপাতালে বারবার জল জমে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি । এদিকে পরিস্থিতি পরিদর্শনের পর এমএসভিপি বলেন, "বৃষ্টিতে হাসপাতালের ভিতর ও বাইরে সামান্য জল জমেছে । আমরা দ্রুত জল নিষ্কাশনের চেষ্টা করছি । ইতিমধ্যে তার জন্য স্টাফ পাঠিয়ে দিয়েছি । আশা করছি, আধঘণ্টার মধ্যে জমা জল বের করে দেওয়া যাবে । তবে এর জন্য চিকিৎসা পরিষেবায় কোনও প্রভাব পড়েনি ।"

মালদা, 3 অগস্ট: এক পশলা ভারী বৃষ্টি । ফের জল থইথই মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (Malda Medical Has Accumulated Water)। শুধু হাসপাতাল চত্বরেই নয়, জল ঢুকে পড়েছে মেল মেডিক্যাল ওয়ার্ড, বারান্দা, করিডর, এমনকী অপারেশন থিয়েটারের একাংশেও । ওয়ার্ডের মধ্যে জল ঢুকে পড়ায় রোগীদের মধ্যে আতঙ্কও ছড়ায় । যদিও বৃষ্টি থামার পর ওয়ার্ড থেকে ধীরে ধীরে জল নামতে শুরু করে । পরিস্থিতি খতিয়ে দেখতে হাসপাতালে আসেন মেডিক্যালের সহকারী অধ্যক্ষ ও হাসপাতাল সুপার পুরঞ্জয় সাহা ।

হাসপাতালে আসা এক রোগীর আত্মীয়া তারা বিবি বলেন, "ঘণ্টাখানেকের বৃষ্টিতেই হাসপাতালের ভিতরে ও বাইরে জল জমে গিয়েছে । জলের উপর দিয়ে আমাদের যাতায়াত করতে হচ্ছে । হাসপাতালে বিভিন্ন ধরনের জীবাণু থাকে । সেসব জলে মিশে গিয়েছে । আমরা ভয়ে রয়েছি ।"

ঘণ্টাখানেকের ভারী বৃষ্টিতে জল থইথই মালদা মেডিক্যাল

আরও পড়ুন: স্বাধীনতার 75 বছরেও রাস্তা কাঁচাই, মালদা-বালুরঘাট সড়কে অবরোধ গ্রামবাসীদের

একই বক্তব্য আরেক রোগীর আত্মীয় আইনাল হকেরও । কেন এভাবে হাসপাতালে বারবার জল জমে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি । এদিকে পরিস্থিতি পরিদর্শনের পর এমএসভিপি বলেন, "বৃষ্টিতে হাসপাতালের ভিতর ও বাইরে সামান্য জল জমেছে । আমরা দ্রুত জল নিষ্কাশনের চেষ্টা করছি । ইতিমধ্যে তার জন্য স্টাফ পাঠিয়ে দিয়েছি । আশা করছি, আধঘণ্টার মধ্যে জমা জল বের করে দেওয়া যাবে । তবে এর জন্য চিকিৎসা পরিষেবায় কোনও প্রভাব পড়েনি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.