ETV Bharat / state

করোনায় বেসামাল মালদা, হোম কোয়ারান্টাইনদের জন্য টেলি মেডিসিন চালু - কোভিড ভ্য়াক্সিন

বস্তুতই করোনায় বিপর্যস্ত মালদা ৷ দ্বিতীয় দফায় এখনও পর্যন্ত জেলায় আক্রান্ত 7609 জন ৷ গত 15 দিনে মৃত্যু হয়েছে 59 জন জেলাবাসীর ৷ অর্থাৎ ছোট্ট এই জেলায় প্রতিদিন গড়ে চারটি করে মৃত্যুর ঘটনা ঘটছে ৷ মেডিকেল কলেজ সূত্রে খবর, সোমবার রাতে এখানকার ভাইরোলজি ল্যাবে আরটিপিসিআর পদ্ধতিতে 694 জনের লালারস পরীক্ষা করা হয়েছিল ৷ তার মধ্যে 323 জনের লালায় পজিটিভ রিপোর্ট মিলেছে ৷

করোনায় বেসামাল মালদা
করোনায় বেসামাল মালদা
author img

By

Published : Apr 27, 2021, 10:58 PM IST

মালদা, 27 এপ্রিল : দ্বিতীয় দফার করোনা ঢেউয়ে বেসামাল মালদা ৷ প্রতিদিনই বাড়ছে সংক্রমণ ৷ বাড়ছে মৃত্যুও ৷ পরিস্থিতি নাগালের বাইরে যাতে না চলে যায়, তার জন্য সতর্ক রয়েছে জেলা স্বাস্থ্য দফতর ও মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ৷ বাড়িতে নিভৃতবাসে থাকা আক্রান্তদের জন্য চালু করা হয়েছে টেলিমেডিসিন ব্যবস্থা ৷ আজ সেকথা জানিয়েছেন মালদা মেডিকেলের অধ্যক্ষ ৷

বস্তুতই করোনায় বিপর্যস্ত মালদা ৷ দ্বিতীয় দফায় এখনও পর্যন্ত জেলায় আক্রান্ত 7609 জন ৷ গত 15 দিনে মৃত্যু হয়েছে 59 জন জেলাবাসীর ৷ অর্থাৎ ছোট্ট এই জেলায় প্রতিদিন গড়ে চারটি করে মৃত্যুর ঘটনা ঘটছে ৷ মেডিকেল কলেজ সূত্রে খবর, সোমবার রাতে এখানকার ভাইরোলজি ল্যাবে আরটিপিসিআর পদ্ধতিতে 694 জনের লালারস পরীক্ষা করা হয়েছিল ৷ তার মধ্যে 323 জনের লালায় পজিটিভ রিপোর্ট মিলেছে ৷ অর্থাৎ সোমবার 46 শতাংশ লালারসের নমুনা পজিটিভ ৷ তবে শুধু গতকালই নয়, গত 15 দিন ধরে প্রতিদিনই 40 শতাংশের বেশি নমুনার রিপোর্ট পজিটিভ পাওয়া যাচ্ছে ৷ আজ দুপুর পর্যন্ত মেডিকেলের কোভিড ইউনিটে ভর্তি রয়েছেন 105 জন সংক্রামিত ৷ তার মধ্যে 50 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ 12 জন সিসিইউয়ে চিকিৎসাধীন ৷ তবে মেডিকেলে এখনও পর্যন্ত অক্সিজেন কিংবা অন্য কিছুর কোনও সমস্যা দেখা দেয়নি ৷

করোনায় বেসামাল মালদা

আজ মালদা মেডিকেলের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, “করোনার দ্বিতীয় ঢেউয়ে মালদা জেলায় সংক্রমিতের সংখ্যা একটু বেশি ৷ মেডিকেলে প্রতিদিন গড়ে প্রায় 1400 লালারসের নমুনা পরীক্ষা করা হচ্ছে ৷ প্রায় 40 শতাংশ নমুনার পজিটিভ রিপোর্ট আসছে ৷ তবে মেডিকেলের কোভিড ইউনিটে সুস্থতার হার খুব ভালো ৷ প্রতিদিন 14-15 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন ৷ যাঁরা বাড়িতেই নিভৃতবাসে থাকছেন, তাঁদের সুবিধের জন্য আমরা আজ থেকে টেলি মেডিসিন ব্যবস্থা চালু করেছি ৷ তার জন্য 10 জন বিশেষজ্ঞ চিকিৎসকের টিম তৈরি করা হয়েছে ৷ সংক্রামিতরা 14 ঘণ্টাই এই পরিষেবার সুযোগ নিতে পারবেন ৷ তবে করোনা মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে ৷ সমস্ত নিয়মবিধি মেনে চলতে হবে ৷”

আরও পড়ুন : বেলুড়ে ডিউটি সেরে এসে বালতি নিয়ে জলের লাইনে দাঁড়ান নার্সরা

আজ মেডিকেল কর্তৃপক্ষ 10 জন চিকিৎসকের নাম ও ফোন নম্বরও সংবাদ মাধ্যমকে জানিয়ে দিয়েছেন ৷ ওই চিকিৎসকরা হলেন বিক্রমকুমার সাহা (9433230888), অভিজিৎ সাহা (9883026884), পীযূষকান্তি মণ্ডল (9433116968), আবদুল্লা মহম্মদ হান্নান (9474174717), শাশ্বত ঘোষ (8335886590), অনিমেষ মণ্ডল (9748922997), নাইমুল হক (9614571677) , অজয় আগরওয়ালা (9475377707), দীপঙ্কর কাজি (9831264485) ও ভাস্কর মুখোপাধ্যায় (9830340997) ৷

মালদা, 27 এপ্রিল : দ্বিতীয় দফার করোনা ঢেউয়ে বেসামাল মালদা ৷ প্রতিদিনই বাড়ছে সংক্রমণ ৷ বাড়ছে মৃত্যুও ৷ পরিস্থিতি নাগালের বাইরে যাতে না চলে যায়, তার জন্য সতর্ক রয়েছে জেলা স্বাস্থ্য দফতর ও মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ৷ বাড়িতে নিভৃতবাসে থাকা আক্রান্তদের জন্য চালু করা হয়েছে টেলিমেডিসিন ব্যবস্থা ৷ আজ সেকথা জানিয়েছেন মালদা মেডিকেলের অধ্যক্ষ ৷

বস্তুতই করোনায় বিপর্যস্ত মালদা ৷ দ্বিতীয় দফায় এখনও পর্যন্ত জেলায় আক্রান্ত 7609 জন ৷ গত 15 দিনে মৃত্যু হয়েছে 59 জন জেলাবাসীর ৷ অর্থাৎ ছোট্ট এই জেলায় প্রতিদিন গড়ে চারটি করে মৃত্যুর ঘটনা ঘটছে ৷ মেডিকেল কলেজ সূত্রে খবর, সোমবার রাতে এখানকার ভাইরোলজি ল্যাবে আরটিপিসিআর পদ্ধতিতে 694 জনের লালারস পরীক্ষা করা হয়েছিল ৷ তার মধ্যে 323 জনের লালায় পজিটিভ রিপোর্ট মিলেছে ৷ অর্থাৎ সোমবার 46 শতাংশ লালারসের নমুনা পজিটিভ ৷ তবে শুধু গতকালই নয়, গত 15 দিন ধরে প্রতিদিনই 40 শতাংশের বেশি নমুনার রিপোর্ট পজিটিভ পাওয়া যাচ্ছে ৷ আজ দুপুর পর্যন্ত মেডিকেলের কোভিড ইউনিটে ভর্তি রয়েছেন 105 জন সংক্রামিত ৷ তার মধ্যে 50 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ 12 জন সিসিইউয়ে চিকিৎসাধীন ৷ তবে মেডিকেলে এখনও পর্যন্ত অক্সিজেন কিংবা অন্য কিছুর কোনও সমস্যা দেখা দেয়নি ৷

করোনায় বেসামাল মালদা

আজ মালদা মেডিকেলের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, “করোনার দ্বিতীয় ঢেউয়ে মালদা জেলায় সংক্রমিতের সংখ্যা একটু বেশি ৷ মেডিকেলে প্রতিদিন গড়ে প্রায় 1400 লালারসের নমুনা পরীক্ষা করা হচ্ছে ৷ প্রায় 40 শতাংশ নমুনার পজিটিভ রিপোর্ট আসছে ৷ তবে মেডিকেলের কোভিড ইউনিটে সুস্থতার হার খুব ভালো ৷ প্রতিদিন 14-15 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন ৷ যাঁরা বাড়িতেই নিভৃতবাসে থাকছেন, তাঁদের সুবিধের জন্য আমরা আজ থেকে টেলি মেডিসিন ব্যবস্থা চালু করেছি ৷ তার জন্য 10 জন বিশেষজ্ঞ চিকিৎসকের টিম তৈরি করা হয়েছে ৷ সংক্রামিতরা 14 ঘণ্টাই এই পরিষেবার সুযোগ নিতে পারবেন ৷ তবে করোনা মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে ৷ সমস্ত নিয়মবিধি মেনে চলতে হবে ৷”

আরও পড়ুন : বেলুড়ে ডিউটি সেরে এসে বালতি নিয়ে জলের লাইনে দাঁড়ান নার্সরা

আজ মেডিকেল কর্তৃপক্ষ 10 জন চিকিৎসকের নাম ও ফোন নম্বরও সংবাদ মাধ্যমকে জানিয়ে দিয়েছেন ৷ ওই চিকিৎসকরা হলেন বিক্রমকুমার সাহা (9433230888), অভিজিৎ সাহা (9883026884), পীযূষকান্তি মণ্ডল (9433116968), আবদুল্লা মহম্মদ হান্নান (9474174717), শাশ্বত ঘোষ (8335886590), অনিমেষ মণ্ডল (9748922997), নাইমুল হক (9614571677) , অজয় আগরওয়ালা (9475377707), দীপঙ্কর কাজি (9831264485) ও ভাস্কর মুখোপাধ্যায় (9830340997) ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.