মালদা, 21 মার্চ : নিজেদের সুরক্ষার দাবিতে কর্মবিরতিতে শামিল হলেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্নরা৷ নিজেদের দাবিতে আজ সন্ধে থেকে মালদা মেডিকেলের প্রশাসনিক ভবনের সামনে জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা৷ তাঁদের অভিযোগ, মেডিকেলে তাঁদেরই বেশি সময় রোগীদের প্রত্যক্ষ সংযোগে থাকতে হয়৷ কিন্তু এখনও পর্যন্ত কর্তৃপক্ষ তাঁদের সুরক্ষার দিকে কোনও নজরই দেয়নি৷ এমনকি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারেরও ব্যবস্থা করা হয়নি৷ যতক্ষণ পর্যন্ত তাঁদের জন্য এসবের ব্যবস্থা না করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাঁরা কাজ করবেন না বলেও জানান তাঁরা৷
কোরোনা মোকাবিলায় রাজ্যের সমস্ত হাসপাতালে কোয়ারেন্টাইন ওয়ার্ডের পাশাপাশি ফ্লু ওয়ার্ড গঠিত হয়েছে৷ কোরোনা আক্রান্ত সন্দেহজনক ব্যক্তিদের পাশাপাশি ভিনরাজ্য থেকে আসা মানুষজনেরও এখানে চিকিৎসা করা হচ্ছে৷ দিনরাত পরিষেবা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা৷ ব্যতিক্রম নয় মালদা মেডিকেলও৷ এই জরুরি পরিস্থিতির মধ্যেও মেডিকেলের ইন্টার্নদের মাস্ক কিংবা স্যানিটাইজার দেওয়া হয়নি৷ তাঁরা গোটা হাসপাতাল জুড়েই চিকিৎসা পরিষেবা দিচ্ছেন৷ এই পরিস্থিতিতে কোরোনা সংক্রমণের আশঙ্কা রয়েছে তাঁদেরও৷ তাই নিজেদের সুরক্ষার দাবিতে কর্মবিরতিতে শামিল হয়েছেন তাঁরা৷ গত পরশু রাতে একই দাবিতে বিক্ষোভ দেখিয়েছিলেন মেডিকেলের নার্সিং পড়ুয়ারা৷ নার্সদের পর ইনটার্নদের কর্মবিরতি মেডিকেল কর্তৃপক্ষের প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে৷
মালদা মেডিকেলের প্রশাসনিক ভবনের সামনে কর্মবিরতিতে শামিল হওয়া ইন্টার্ন শুভ্র মণ্ডল বলেন, “আমরা মালদা মেডিকেলে 97 জন ইন্টার্ন একত্রিত হয়ে এই কর্মবিরতিতে শামিল হয়েছি৷ আমাদের দাবি, আমাদের সুরক্ষা৷ আমরা রোগীদের পরিষেবা দিতে চাই৷ এতদিন ধরে আমরা মাস্ক ও স্যানিটাইজার ছাড়াই কাজ করে যাচ্ছি৷ কিন্তু এখন কোরোনা তৃতীয় ধাপের দিতে এগোচ্ছে৷ তা নিয়ে আমরা চিন্তিত৷ কর্তৃপক্ষের কাছে একাধিকবার মাস্ক ও স্যানিটাইজারের দাবি জানানো হয়েছে৷ কিন্তু কর্তৃপক্ষ আমাদের দীর্ঘদিন ধরে ঘোরাচ্ছে৷ আমাদের জানানো হচ্ছে না, মাস্ক কবে দেওয়া হবে৷ আমরা নিদেনপক্ষে মাস্ক ও স্যানিটাইজার ছাড়া কাজ করব না৷ আমাদের হ্যান্ড গ্লাভস পর্যন্ত দেওয়া হয়নি৷ রোগীদের সঙ্গে আমাদের ক্লোজ কনট্যাক্টে কাজ করতে হচ্ছে৷ কর্তৃপক্ষ আমাদের বলছে, তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মাস্কের জন্য আবেদন করেছে৷ কিন্তু কবে মাস্ক পাওয়া যাবে তার জবাব তাদের কাছে নেই৷ আমরা সবসময় কাজ করতে চাই৷ কাজ আমাদের ধর্ম৷ কিন্তু আমাদেরও পরিবার আছে৷ আমাদেরও সুরক্ষা দরকার৷ আমরা রোগীদের বলছি, তোমরা বাড়িতে থাকো, আমরা তোমাদের হয়ে কাজ করব৷ এই বিষয়টা কর্তৃপক্ষকেও বুঝতে হবে৷ আমরা নিজেরাই আক্রান্ত হলে পরিষেবা দেব কীভাবে? এখনও পর্যন্ত মেডিকেল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি৷”
এদিকে বিষয়টি নিয়ে ফোন করা হলে মালদা মেডিকেলের সহকারী অধ্যক্ষ ও হাসপাতাল সুপার অমিত দাঁ হতাশা প্রকাশ করেন৷ তিনি এনিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি৷ তবে মালদা মেডিকেলের চিকিৎসকদের একাংশ ইন্টার্নদের এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন৷ তাঁদের বক্তব্য, ইন্টার্নরাই হাসপাতালের মূল স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকেন৷ কিন্তু তাঁরা আতঙ্কে থাকলে স্বাভাবিকভাবেই রোগীরা যথাযথ পরিষেবা পাবে না৷ তাই ইন্টার্নদের সুরক্ষার বিষয়টি কর্তৃপক্ষের জরুরি ভিত্তিতে দেখা প্রয়োজন৷