ETV Bharat / state

Drama of Robbery: বকুনির ভয়ে নিজেকে ক্ষত করে ছিনতাইয়ের নাটক যুবতির - ছিনতাইয়ের নাটক যুবতির

নিজের দোষেই হারিয়ে ফেলেছিলেন সোনার হার ও নগদ টাকা । কিন্তু বকুনির হাত থেকে রক্ষা পেতে ছিনতাইয়ের ছক যুবতীর ।

Drama of Robbery
নিজেকে ক্ষত করে ছিনতাইয়ের নাটক যুবতির
author img

By

Published : May 28, 2023, 11:02 PM IST

মালদা, 28 মে: ভর সন্ধ্যায় শহরের জনবহুল এলাকায় থেকে ছিনতাইয়ের অভিযোগ তুলেছিলেন মালদা শহরের এক যুবতি। তদন্তে নেমে আসল কারণ জানতে পারল পুলিশ । শনিবার দুপুরের ঘটনায় এমন ছিনতাইয়ের ঘটনা সামনে আসায় তাজ্জব পরিবারের লোকেরাও ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভর দুপুরে ইংরেজবাজার পুরসভার 25 নম্বর ওয়ার্ডের অরবিন্দপার্ক এলাকার বাসিন্দা রিকিতা ঘোষ (18) । সে শনিবার ইংরেজবাজার থানায় ছিনতাইয়ের অভিযোগে জেনারেল ডায়ারি করেন। পুলিশি অভিযোগে তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় রথবাড়িতে বাজার করতে গিয়েছিলেন তিনি। রথবাড়ি আন্ডারপাস দিয়ে হেঁটে যাওয়ার সময় মোটরবাইকে করে দু’জন পিছন থেকে এসে তাঁর মুখে স্প্রে করে। অতর্কিত আক্রমণে ভয় পেয়ে গিয়েছিল সে। তারপরেই মোটর বাইকে থাকা অজ্ঞাত পরিচয়ের দু'জন তাঁর গলায় থাকা সোনার চেন ছিনিয়ে নিয়ে চম্পট দেয় ।যুবতীর অভিযোগ, এমনকি বাধা দিতে গেলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুষ্কৃতীরা। এরই মধ্যে অজ্ঞান হয়ে পড়েন তিনি।

অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছিল ইংরেজবাজার থানার পুলিশ। তারপরেই তাঁদের সামনে উঠে আসে আসল সত্য । তদন্তে পুলিশ জানতে পারে, ওই এলাকায় এমন কোনও ঘটনা ঘটেছে বলে স্থানীয় কোনও দোকানদার বা পথচলতি মানুষেরা দেখেননি বা জানেন না । এরপরেই রিকিতাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে পুলিশ আধিকারিকরা। অবশেষে ভেঙে পড়েন রিকিতা । জিজ্ঞাসাবাদে পুরো ঘটনা স্বীকার করেন তিনি।

জিজ্ঞাসাবাদে রিকিতা পুলিশকে জানান, গত 24 তারিখ বোনকে নিয়ে পুরাতন মালদার সাহাপুর এলাকায় গিয়েছিলেন তিনি। সেখানে একটি বিউটি পার্লারে তাঁর আড়াই ভরির সোনার চেন ও নগদ বারোশো টাকা খোয়া যায়। পরিবারের বকুনির ভয়ে বিষয়টি কাউকে জানাননি রিকিতা। পরিবারের হাত থেকে বাঁচতে ব্লেড দিয়ে নিজেই সে কাঁধের নিচের অংশে কেটে ছিনতাইয়ের অভিযোগ প্রমাণ করার চেষ্টা করেন।

আরও পড়ুন: ভুয়ো বিএসএফ কম্যান্ডান্ট সেজে যুবক ধৃত, উদ্ধার আগ্নেয়াস্ত্র

এই ঘটনায় জেলা পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ইংরেজবাজার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসল ঘটনা জানিয়ে মালদা থানায় অভিযোগ দায়ের করতে পরামর্শ দিয়েছেন পুলিশ আধিকারিকরা।

মালদা, 28 মে: ভর সন্ধ্যায় শহরের জনবহুল এলাকায় থেকে ছিনতাইয়ের অভিযোগ তুলেছিলেন মালদা শহরের এক যুবতি। তদন্তে নেমে আসল কারণ জানতে পারল পুলিশ । শনিবার দুপুরের ঘটনায় এমন ছিনতাইয়ের ঘটনা সামনে আসায় তাজ্জব পরিবারের লোকেরাও ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভর দুপুরে ইংরেজবাজার পুরসভার 25 নম্বর ওয়ার্ডের অরবিন্দপার্ক এলাকার বাসিন্দা রিকিতা ঘোষ (18) । সে শনিবার ইংরেজবাজার থানায় ছিনতাইয়ের অভিযোগে জেনারেল ডায়ারি করেন। পুলিশি অভিযোগে তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় রথবাড়িতে বাজার করতে গিয়েছিলেন তিনি। রথবাড়ি আন্ডারপাস দিয়ে হেঁটে যাওয়ার সময় মোটরবাইকে করে দু’জন পিছন থেকে এসে তাঁর মুখে স্প্রে করে। অতর্কিত আক্রমণে ভয় পেয়ে গিয়েছিল সে। তারপরেই মোটর বাইকে থাকা অজ্ঞাত পরিচয়ের দু'জন তাঁর গলায় থাকা সোনার চেন ছিনিয়ে নিয়ে চম্পট দেয় ।যুবতীর অভিযোগ, এমনকি বাধা দিতে গেলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুষ্কৃতীরা। এরই মধ্যে অজ্ঞান হয়ে পড়েন তিনি।

অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছিল ইংরেজবাজার থানার পুলিশ। তারপরেই তাঁদের সামনে উঠে আসে আসল সত্য । তদন্তে পুলিশ জানতে পারে, ওই এলাকায় এমন কোনও ঘটনা ঘটেছে বলে স্থানীয় কোনও দোকানদার বা পথচলতি মানুষেরা দেখেননি বা জানেন না । এরপরেই রিকিতাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে পুলিশ আধিকারিকরা। অবশেষে ভেঙে পড়েন রিকিতা । জিজ্ঞাসাবাদে পুরো ঘটনা স্বীকার করেন তিনি।

জিজ্ঞাসাবাদে রিকিতা পুলিশকে জানান, গত 24 তারিখ বোনকে নিয়ে পুরাতন মালদার সাহাপুর এলাকায় গিয়েছিলেন তিনি। সেখানে একটি বিউটি পার্লারে তাঁর আড়াই ভরির সোনার চেন ও নগদ বারোশো টাকা খোয়া যায়। পরিবারের বকুনির ভয়ে বিষয়টি কাউকে জানাননি রিকিতা। পরিবারের হাত থেকে বাঁচতে ব্লেড দিয়ে নিজেই সে কাঁধের নিচের অংশে কেটে ছিনতাইয়ের অভিযোগ প্রমাণ করার চেষ্টা করেন।

আরও পড়ুন: ভুয়ো বিএসএফ কম্যান্ডান্ট সেজে যুবক ধৃত, উদ্ধার আগ্নেয়াস্ত্র

এই ঘটনায় জেলা পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ইংরেজবাজার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসল ঘটনা জানিয়ে মালদা থানায় অভিযোগ দায়ের করতে পরামর্শ দিয়েছেন পুলিশ আধিকারিকরা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.