মালদা, 23 জুলাই: রেশমশিল্পকে জিআই ট্যাগভুক্ত করতে উদ্যোগী মালদা জেলা প্রশাসন ৷ দফতর সূত্রে জানা গিয়েছে, খুব দ্রুত কালিয়াচকে 10টি অত্যাধুনিক মাল্টি অ্যান্ড রিলিং মেশিন (রেশম সুতো তৈরির যন্ত্র) বসানো হচ্ছে। এর জন্য বরাদ্দ হয়েছে চার কোটি 80 লাখ টাকা (Malda DM Take Steps to Improve Silk Cultivation)।
আগামী 26 জুলাই রেশম শিল্পের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনার জন্য মালদা ও মুর্শিদাবাদের জেলাশাসকের সঙ্গে বৈঠক করবেন দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা। ওই বৈঠকের দিকেই আপাতত তাকিয়ে রয়েছেন জেলার রেশমচাষি, সুতো প্রস্তুতকারক থেকে শুরু করে ব্যবসায়ীরা।
আরও পড়ুন: কেন্দ্রের পর এবার জেলার রেশম শিল্পে নজর রাজ্য সরকারের
রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনায় জেলা রেশম শিল্প দফতরের উদ্যোগে গত 14 জুলাই থেকে মালদা শহরের পেডি সিল্ক রিলিং ইন্সটিটিউটে শুরু হয়েছে এক মাসের রেশম সুতো তৈরির প্রশিক্ষণ। চলবে 13 অগস্ট পর্যন্ত। প্রথম পর্যায়ে কালিয়াচকের 20 জন মহিলাকে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবে এবছর 10টি ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। জেলার বিভিন্ন ব্লকের মহিলারা সেই প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন। এদিন প্রশিক্ষণ শিবির পরিদর্শন করেন জেলাশাসক-সহ দফতরের আধিকারিকরা।
জেলাশাসক নীতিন সিংহানিয়া বলেন, "এখানে স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের রেশম সুতো তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সারা বছরে মোট 10টি পর্যায়ে এই প্রশিক্ষণ দেওয়া হবে। জেলার রেশম শিল্পের অগ্রগতির জন্য আগামী 26 জুলাই একটি বিশেষ বৈঠক আয়োজিত হবে। মালদা জেলায় রেশমের চারটি প্রজাতির প্রতিটিই খুব ভালো উৎপন্ন হয়। আমরা রেশম উৎপাদনের পরিমাণ আরও বাড়াতে চাই। ইতিমধ্যে আমরা জেলার রেশম শিল্পকে জিআই ট্যাগের আওতায় আনতে আবেদন জানিয়েছি।"
আরও পড়ুন: মালদায় রেশম শিল্প পরিদর্শনে এবার আইএএস অফিসাররা
জেলার এক রেশম রিলার প্রফুল্লকুমার মণ্ডল জানান, মালদা জেলায় 10টি অত্যাধুনিক মেশিন বসানোর পরিকল্পনা চলছে। ওই মেশিন বসানো হলে রিলাররা ভীষণ উপকৃত হবেন। কারণ, ওই মেশিনে তৈরি সুতোর মান চিনের সুতোর থেকে ভালো হবে। দামও অনেকটা বেশি পাওয়া যাবে। বর্তমানে রেশমের দাম অনেকটা বেড়েছে। এই জেলায় রাজ্যের 80 শতাংশ রেশম উৎপন্ন হয়। করোনাকালে প্রতি কুইন্টাল রেশমগুটির দাম ছিল মাত্র 11 হাজার টাকা। এখন সেই দাম বেড়ে দাঁড়িয়েছে 22 থেকে 24 হাজার টাকা। এখন প্রতি কিলো সুতোর দাম 4 হাজার 300 থেকে 6 হাজার টাকা। মাল্টি অ্যান্ড রিলিং মেশিনের সুতোর দাম আরও বেশি হবে।"