মালদা, 23 মে : বেআইনি অস্ত্র ব্যবসায় এবার কি তবে মেয়েরা ? খোদ মালদা শহরে বেআইনি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ-সহ এক যুবতি গ্রেফতার হওয়ার ঘটনায় এই প্রশ্ন উঠতে শুরু করেছে । বিষয়টি ভাবাচ্ছে জেলা পুলিশকেও । গোটা ঘটনা নিয়ে পুলিশি তদন্ত শুরু হয়েছে । তবে তদন্তের স্বার্থে এনিয়ে এখনই বিশদে কিছু বলতে রাজি হননি পুলিশকর্তারা ।
সূত্র মারফত খবর পেয়ে রবিবার ইংরেজবাজার থানার পুলিশ শহরের পিরোজপুর এলাকা থেকে একটি পাইপগান ও দুটি কার্তুজ-সহ এক যুবতিকে গ্রেফতার করে (Malda District Police arrested a Woman with Pipe Gun and Bullet)। ধৃতের নাম ইয়াসমিন খাতুন । বয়স 26 বছর । বাড়ি কালিয়াচক থানার ঘড়িয়ালচক গ্রামে । তাঁর কাছ থেকে একটি ন’ইঞ্চি লম্বা পাইপগান ও দুটি থ্রি নট থ্রি বুলেট পাওয়া গিয়েছে ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মোটা টাকার লোভ দেখিয়ে বেআইনি অস্ত্র ব্যবসায়ীরা ক্যারিয়ার হিসাবে এই যুবতিকে কাজে লাগিয়েছিল । কিন্তু কে বা কারা তাকে কাজে লাগিয়েছিল, কাকেই বা তিনি এই অস্ত্র দিতে যাচ্ছিলেন, তদন্তের স্বার্থে তা নিয়ে এখনও কিছু জানায়নি পুলিশ । ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, ওই যুবতির বিরুদ্ধে অস্ত্র আইনের 25 (1- এ) ধারায় মামলা রুজু করা হয়েছে । সোমবার তাকে জেলা আদালতে পেশ করা হয় ।
আরও পড়ুন : Arms Recovered At Kultali : পোলট্রি ব্যবসা ছেড়ে অস্ত্রের কারবার, কুলতলিতে গ্রেফতার 1