ETV Bharat / state

Malda District Administration: শস্যবীমার আওতায় এনে চাষের হার বাড়াতে উদ্যোগ মালদা জেলা প্রশাসনের - malda cultivation

শস্যবীমা নিয়ে জেলার চাষিদের সচেতন করতে ট্যাবলো উদ্বোধন করলেন মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া ৷ প্রতিটি ব্লকে ঘুরে ঘুরে এই ট্যাবলোর মাধ্যমে শস্য সম্পর্কে চাষিদের সচেতন করবে মালদা জেলা প্রশাসন(Malda District Administration)৷

malda cultivation
মালদা জেলা কৃষি বিভাগ
author img

By

Published : Jul 27, 2022, 8:00 PM IST

মালদা, 27 জুলাই: ভরা শ্রাবণেও দেখা নেই বর্ষার । আবহাওয়া অফিস বলছে, এখনও পর্যন্ত চলতি মরশুমে জেলায় 62 শতাংশ কম বৃষ্টি হয়েছে । এই পরিস্থিতিতে কৃষিজীবিদের বীমা শস্য যোজনার আবেদন করিয়ে চাষে অগ্রগতি আনতে মরিয়া মালদা জেলা প্রশাসন(Malda district administration initiative to increase cultivation rate by bringing it under crop insurance)। বুধবার দুপুরে এই লক্ষ্যে জেলা প্রশাসনিক ভবন থেকে ট্যাবলোর উদ্বোধন করেন জেলাশাসক নীতিন সিংহানিয়া ।

কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি মরশুমে জেলায় বৃষ্টিপাত হয়েছে 215 মিলিমিটার । যেখানে অন্যান্য বছর বৃষ্টিপাতের পরিমাণ থাকে প্রায় 600 মিলিমিটার । অন্যান্য বছরের তুলনায় এবছর শুধুমাত্র জুলাই মাসে বৃষ্টির ঘাটতির পরিমাণ 74.7 শতাংশ । এই পরিস্থিতিতে বেশি সংখ্যক কৃষিজীবিদের বীমা যোজনার আওতায় এনে চাষের পরিমাণ বৃদ্ধি করতে চেষ্টা চালাচ্ছে প্রশাসন । সরকার নির্ধারিত এলাকায় যে সকল চাষি নির্ধারিত ফসল চাষ করেছেন তাঁরা এই বীমার আওতায় আসবেন । ধান ও ভুট্টা চাষের ক্ষেত্রে আবেদনে সময়সীমা 31 অগস্ট ও 31 জুলাই । এবছর মালদা জেলায় 1 লক্ষ 52 হাজার হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্য মাত্রা স্থির করা হয় । এখনও পর্যন্ত 30 হাজার 500 হেক্টর জমিতে চাষ হয়েছে ।

শস্যবীমার আওতায় এনে চাষের হার বাড়াতে উদ্যোগে মালদা জেলা প্রশাসন

আরও পড়ুন : মালদায় উৎপাদিত রেশম দিয়ে জেলাতেই তৈরি হবে জামাকাপড়-শাড়ি

এই বিষয়ে জেলাশাসক নীতিন সিংহানিয়া জানান, বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পের আওতায় আবেদন জমা নেওয়া শুরু হয়েছে । কৃষিজীবিদের এই বীমা নিয়ে সচেতন করতেই ট্যাবলোর উদ্বোধন করা হল । প্রতিটি ব্লকে ব্লকে ট্যাবলোর মাধ্যমে এই প্রচার চালানো হবে । গত বছর বীমা যোজনায় 2 লক্ষ 60 হাজারের বেশি আবেদন জমা পড়েছিল । এবছর 3 লক্ষের বেশি শস্য বীমা যোজনার আবেদন জমা পড়ার সম্ভাবনা রয়েছে । এই যোজনার পুরো প্রিমিয়ামই বহন করবে রাজ্য সরকার ।

মালদা, 27 জুলাই: ভরা শ্রাবণেও দেখা নেই বর্ষার । আবহাওয়া অফিস বলছে, এখনও পর্যন্ত চলতি মরশুমে জেলায় 62 শতাংশ কম বৃষ্টি হয়েছে । এই পরিস্থিতিতে কৃষিজীবিদের বীমা শস্য যোজনার আবেদন করিয়ে চাষে অগ্রগতি আনতে মরিয়া মালদা জেলা প্রশাসন(Malda district administration initiative to increase cultivation rate by bringing it under crop insurance)। বুধবার দুপুরে এই লক্ষ্যে জেলা প্রশাসনিক ভবন থেকে ট্যাবলোর উদ্বোধন করেন জেলাশাসক নীতিন সিংহানিয়া ।

কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি মরশুমে জেলায় বৃষ্টিপাত হয়েছে 215 মিলিমিটার । যেখানে অন্যান্য বছর বৃষ্টিপাতের পরিমাণ থাকে প্রায় 600 মিলিমিটার । অন্যান্য বছরের তুলনায় এবছর শুধুমাত্র জুলাই মাসে বৃষ্টির ঘাটতির পরিমাণ 74.7 শতাংশ । এই পরিস্থিতিতে বেশি সংখ্যক কৃষিজীবিদের বীমা যোজনার আওতায় এনে চাষের পরিমাণ বৃদ্ধি করতে চেষ্টা চালাচ্ছে প্রশাসন । সরকার নির্ধারিত এলাকায় যে সকল চাষি নির্ধারিত ফসল চাষ করেছেন তাঁরা এই বীমার আওতায় আসবেন । ধান ও ভুট্টা চাষের ক্ষেত্রে আবেদনে সময়সীমা 31 অগস্ট ও 31 জুলাই । এবছর মালদা জেলায় 1 লক্ষ 52 হাজার হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্য মাত্রা স্থির করা হয় । এখনও পর্যন্ত 30 হাজার 500 হেক্টর জমিতে চাষ হয়েছে ।

শস্যবীমার আওতায় এনে চাষের হার বাড়াতে উদ্যোগে মালদা জেলা প্রশাসন

আরও পড়ুন : মালদায় উৎপাদিত রেশম দিয়ে জেলাতেই তৈরি হবে জামাকাপড়-শাড়ি

এই বিষয়ে জেলাশাসক নীতিন সিংহানিয়া জানান, বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পের আওতায় আবেদন জমা নেওয়া শুরু হয়েছে । কৃষিজীবিদের এই বীমা নিয়ে সচেতন করতেই ট্যাবলোর উদ্বোধন করা হল । প্রতিটি ব্লকে ব্লকে ট্যাবলোর মাধ্যমে এই প্রচার চালানো হবে । গত বছর বীমা যোজনায় 2 লক্ষ 60 হাজারের বেশি আবেদন জমা পড়েছিল । এবছর 3 লক্ষের বেশি শস্য বীমা যোজনার আবেদন জমা পড়ার সম্ভাবনা রয়েছে । এই যোজনার পুরো প্রিমিয়ামই বহন করবে রাজ্য সরকার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.