ETV Bharat / state

Cinema Hall Open : সরকারি নির্দেশে খুলল মালদার রূপকথা, কিন্তু দর্শক বিমুখ - Rupkatha

রূপকথায় প্রতিদিন চারটি শো হয় । সকাল সাড়ে দশটা, দুপুর দেড়টা, বিকেল সাড়ে চারটা ও রাত সাড়ে সাতটায় । রাতের কার্ফুর জন্য এখন নাইট শো চালু করার প্রশ্ন নেই । কিন্তু সকালের শোয়েও একজন দর্শকেরও দেখা মেলেনি । ফলে সেই শো বন্ধ রাখা হয়।

s
s
author img

By

Published : Jul 31, 2021, 7:50 PM IST

মালদা, 31 জুলাই : রাজ্য সরকারের নির্দেশে শনিবার থেকে গোটা রাজ্যে ফের খুলল সিনেমা হল । কোভিড বিধি মেনে প্রেক্ষাগৃহগুলি খোলার নির্দেশ দেওয়া হয়েছে । কলকাতা কিংবা শিলিগুড়ির মতো বড় শহরগুলিতে শনিবার থেকে সিনেমা হলগুলিতে কেমন ভিড় হচ্ছে জানা নেই, তবে মালদার মতো মফ্‌ফসল শহরগুলিতে প্রথম দিন দর্শকের দেখা নেই । প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের বক্তব্য, প্রচারের অভাবে প্রথম দিন দর্শক পাওয়া যায়নি । একই বক্তব্য প্রেক্ষাগৃহ কর্মীদেরও ।

করোনাকালে বিধিনিষেধ রয়েছে রাজ্যে । ধাপে ধাপে বিধিনিষেধ শিথিল হচ্ছে । কিন্তু এতদিন রাজ্যে প্রেক্ষাগৃহ চালু করার নির্দেশ দেওয়া হয়নি । শেষ পর্যন্ত সিনেমা এবং অডিটোরিয়াম চালু করার নির্দেশ দেওয়া হয়েছে । তবে কোভিড বিধি মেনেই চালু করতে হবে হল । প্রেক্ষাগৃহকে পুরোপুরি স্যানিটাইজ করতে হবে যেমন, তেমনই দর্শকদের মেনে চলতে হবে করোনা সংক্রান্ত নির্দেশিকা । সেই সব মেনেই আজ খোলা হয় মালদা শহরের রূপকথা সিনেমা। হাঁফ ছেড়ে বাঁচলেন প্রেক্ষাগৃহের 14 জন কর্মী ।

রূপকথায় প্রতিদিন চারটি শো হয় । সকাল সাড়ে দশটা, দুপুর দেড়টা, বিকেল সাড়ে চারটা ও রাত সাড়ে সাতটায় । রাতের কার্ফুর জন্য এখন নাইট শো চালু করার প্রশ্ন নেই । কিন্তু সকালের শোয়েও একজন দর্শকেরও দেখা মেলেনি । ফলে সেই শো বন্ধ রাখা হয়।

প্রেক্ষাগৃহের এক কর্মী অনাথ রায় বলেন, “মর্নিং শোয়ে একজন দর্শকও আসেনি । পরের দুটি শোয়ে হয়তো দর্শক হবে ৷ এতদিন হল বন্ধ ছিল। নিজের সামান্য পেনশন আর ছেলের উপার্জনে দিন কেটেছে। তবে বিপন্ন সময়ে মালিক পক্ষ সাহায্য করেছে। কোভিড বিধি মেনেই সিনেমা হল চালু করেছি । কিন্তু 50 শতাংশ তো দূর, চার আনা দর্শকও হচ্ছে না । তবু আমাদের মুখের দিকে তাকিয়ে মালিক হল চালাচ্ছেন ।”

বিধিনিষেধ ডিঙিয়ে সিনেমা হল খুললেও দর্শক নেই মালদায় ৷

আরেক কর্মী শেখ হোসেন আলি বলেন, “আমরা গতকালই গোটা হল সাফাই করেছি । গোটা হল স্যানিটাইজ করা হয়েছে । হলে ঢোকার সময় প্রত্যেক দর্শকের হাতে স্যানিটাইজার দেওয়া হবে । থার্মাল গান দিয়ে সবার শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। পাশাপাশি সিটে দু’জনকে বসতে দেওয়া হবে না । সকালের শো থেকে হল খোলা হয়েছে । এখনও দর্শক আসেনি । হয়তো সবাই হল খোলার বিষয়টি জানেন না । প্রচার হলে দর্শক হবে বলেই আশা করছি ।”

আরও পড়ুন: করোনা টিকাকরণ কেন্দ্রে রূপান্তরিত হতে চলেছে প্রিয়া সিনেমা হল

রূপকথা সিনেমার অন্যতম অংশীদার রানা চৌধুরী ওরফে শুভেন্দু চৌধুরী বলেন, “বন্ধ থাকলেও আমরা নিয়মিত হল পরিস্কার-পরিচ্ছন্ন করতাম । মেশিনগুলিও সচল রেখেছিলাম । সরকারি নির্দেশ মেনে 50 শতাংশ দর্শকের জন্যই আজ হল খোলা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, প্রচারের অভাবে একজন দর্শকেরও দেখা না মেলায় প্রথম শো স্থগিত করা হয়েছে । আশা করছি, প্রচার হলেই দর্শক ফ্লিম দেখতে আসবেন । এর সঙ্গে অনেক মানুষ জড়িত ৷ ফিল্ম স্টাররাও যুক্ত। বড় ছবি রিলিজ হলে দর্শক পেতে সমস্যা হবে না বলেই মনে হয় । কোভিড বিধি মেনে হল খুলেছি । অনলাইনেও টিকিটের ব্যবস্থা রয়েছে ।”

মালদা, 31 জুলাই : রাজ্য সরকারের নির্দেশে শনিবার থেকে গোটা রাজ্যে ফের খুলল সিনেমা হল । কোভিড বিধি মেনে প্রেক্ষাগৃহগুলি খোলার নির্দেশ দেওয়া হয়েছে । কলকাতা কিংবা শিলিগুড়ির মতো বড় শহরগুলিতে শনিবার থেকে সিনেমা হলগুলিতে কেমন ভিড় হচ্ছে জানা নেই, তবে মালদার মতো মফ্‌ফসল শহরগুলিতে প্রথম দিন দর্শকের দেখা নেই । প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের বক্তব্য, প্রচারের অভাবে প্রথম দিন দর্শক পাওয়া যায়নি । একই বক্তব্য প্রেক্ষাগৃহ কর্মীদেরও ।

করোনাকালে বিধিনিষেধ রয়েছে রাজ্যে । ধাপে ধাপে বিধিনিষেধ শিথিল হচ্ছে । কিন্তু এতদিন রাজ্যে প্রেক্ষাগৃহ চালু করার নির্দেশ দেওয়া হয়নি । শেষ পর্যন্ত সিনেমা এবং অডিটোরিয়াম চালু করার নির্দেশ দেওয়া হয়েছে । তবে কোভিড বিধি মেনেই চালু করতে হবে হল । প্রেক্ষাগৃহকে পুরোপুরি স্যানিটাইজ করতে হবে যেমন, তেমনই দর্শকদের মেনে চলতে হবে করোনা সংক্রান্ত নির্দেশিকা । সেই সব মেনেই আজ খোলা হয় মালদা শহরের রূপকথা সিনেমা। হাঁফ ছেড়ে বাঁচলেন প্রেক্ষাগৃহের 14 জন কর্মী ।

রূপকথায় প্রতিদিন চারটি শো হয় । সকাল সাড়ে দশটা, দুপুর দেড়টা, বিকেল সাড়ে চারটা ও রাত সাড়ে সাতটায় । রাতের কার্ফুর জন্য এখন নাইট শো চালু করার প্রশ্ন নেই । কিন্তু সকালের শোয়েও একজন দর্শকেরও দেখা মেলেনি । ফলে সেই শো বন্ধ রাখা হয়।

প্রেক্ষাগৃহের এক কর্মী অনাথ রায় বলেন, “মর্নিং শোয়ে একজন দর্শকও আসেনি । পরের দুটি শোয়ে হয়তো দর্শক হবে ৷ এতদিন হল বন্ধ ছিল। নিজের সামান্য পেনশন আর ছেলের উপার্জনে দিন কেটেছে। তবে বিপন্ন সময়ে মালিক পক্ষ সাহায্য করেছে। কোভিড বিধি মেনেই সিনেমা হল চালু করেছি । কিন্তু 50 শতাংশ তো দূর, চার আনা দর্শকও হচ্ছে না । তবু আমাদের মুখের দিকে তাকিয়ে মালিক হল চালাচ্ছেন ।”

বিধিনিষেধ ডিঙিয়ে সিনেমা হল খুললেও দর্শক নেই মালদায় ৷

আরেক কর্মী শেখ হোসেন আলি বলেন, “আমরা গতকালই গোটা হল সাফাই করেছি । গোটা হল স্যানিটাইজ করা হয়েছে । হলে ঢোকার সময় প্রত্যেক দর্শকের হাতে স্যানিটাইজার দেওয়া হবে । থার্মাল গান দিয়ে সবার শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। পাশাপাশি সিটে দু’জনকে বসতে দেওয়া হবে না । সকালের শো থেকে হল খোলা হয়েছে । এখনও দর্শক আসেনি । হয়তো সবাই হল খোলার বিষয়টি জানেন না । প্রচার হলে দর্শক হবে বলেই আশা করছি ।”

আরও পড়ুন: করোনা টিকাকরণ কেন্দ্রে রূপান্তরিত হতে চলেছে প্রিয়া সিনেমা হল

রূপকথা সিনেমার অন্যতম অংশীদার রানা চৌধুরী ওরফে শুভেন্দু চৌধুরী বলেন, “বন্ধ থাকলেও আমরা নিয়মিত হল পরিস্কার-পরিচ্ছন্ন করতাম । মেশিনগুলিও সচল রেখেছিলাম । সরকারি নির্দেশ মেনে 50 শতাংশ দর্শকের জন্যই আজ হল খোলা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, প্রচারের অভাবে একজন দর্শকেরও দেখা না মেলায় প্রথম শো স্থগিত করা হয়েছে । আশা করছি, প্রচার হলেই দর্শক ফ্লিম দেখতে আসবেন । এর সঙ্গে অনেক মানুষ জড়িত ৷ ফিল্ম স্টাররাও যুক্ত। বড় ছবি রিলিজ হলে দর্শক পেতে সমস্যা হবে না বলেই মনে হয় । কোভিড বিধি মেনে হল খুলেছি । অনলাইনেও টিকিটের ব্যবস্থা রয়েছে ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.