ETV Bharat / state

Malda Crackers Godown Fire: বাজিতে আগুনকাণ্ডে প্রভাবশালী তত্ত্ব, নয়া বিতর্ক উসকে দিলেন মালদা ম্যাঙ্গো অ্যাসোসিয়েশনের সম্পাদক - মালদায় বাজি কারখানায় আগুন

মালদার পৌরবাজারে বাজি কারখানায় আগুনের ঘটনায় প্রভাবশালীদের হাত থাকার কথা বললেন শহরের অন্যতম ব্যবসায়ী তথা মালদা ম্যাঙ্গো অ্যাসোসিয়েশনের সম্পাদক উজ্জ্বল সাহা ৷ এই বিষয়ে কী বললেন তিনি ?

ETV Bharat
মালদায় বাজি কারখানায় আগুনের ছবি
author img

By

Published : Jun 1, 2023, 8:49 AM IST

মালদায় অগ্নিকাণ্ড নিয়ে কী বললেন ম্যাঙ্গো অ্যাসোসিয়েশনের সম্পাদক

মালদা, 30 মে: মালদা শহরের রথবাড়ি পৌরবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গিয়েছে দু'জন নিরীহ মানুষের ৷ এখনও সেখানে স্বাভাবিক হয়নি ব্যবসা ৷ এখনও বাজি দোকানিরা পুলিশের ভয়ে গা ঢাকা দিয়ে আছেন ৷ তারই মধ্যে নতুন করে বিতর্কের জন্ম দিলেন জেলার খ্যাতনামা ব্যবসায়ী তথা মালদা ম্যাঙ্গো অ্যাসোসিয়েশনের সম্পাদক উজ্জ্বল সাহা ৷ তিনি এই ঘটনায় প্রভাবশালী তত্ত্বও খাড়া করেছেন ৷ যদিও তাঁর মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিতে চাননি প্রশাসন কিংবা জেলার বণিকসভার কোনও কর্তা ৷

গত 23 মে সকাল পৌনে সাতটা নাগাদ কার্বাইডের জার বিস্ফোরণে নেতাজি পৌরবাজারের একাংশে ভয়াবহ আগুন লাগে ৷ সেখানে মজুত থাকা বাজিতে আগুন ধরে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে ৷ পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায় 14টি দোকান ঘর ৷ ক্ষতিগ্রস্ত হয় আরও কিছু দোকান ৷ আগুনে ঝলসে মৃত্যু হয় রাজু ঋষি ও গণেশ কর্মকার নামে দুই ভ্যানচালকের ৷ তাঁরা সেখানে শ্রমিকের কাজ করতেন ৷ দমকলের তিনটি ইঞ্জিন প্রায় 15 ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ৷ এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে যায় গোটা রাজ্যে ৷ নবান্নের নির্দেশে পাঁচ সদস্যের কমিটি গড়ে ঘটনার তদন্তের নির্দেশ দেন জেলাশাসক ৷ জানা যাচ্ছে, আগামিকাল তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়ার কথা ৷ ইতিমধ্যে নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে রাজ্যের ফরেনসিক দল ৷ যদিও ফরেনসিক রিপোর্ট কবে পাওয়া যাবে, তার কোনও আভাস এখনও পাওয়া যায়নি ৷

এই পরিস্থিতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন জেলার অন্যতম বড় ব্যবসায়ী উজ্জ্বল সাহা ৷ তিনি বলেন, "এই ঘটনার পিছনে প্রভাবশালীদের হাত রয়েছে ৷ গত অক্টোবর মাসে এক অদৃশ্য শক্তি মালদা কলেজ ময়দানে বাজি বাজারের আয়োজন করে ৷ সেখানে 90 জন বাজি ব্যবসায়ী স্টল দিয়েছিলেন ৷ কিন্তু ওই বাজারে কত বাজি এসেছিল, কত বাজি বিক্রি হয়েছিল, অ-বিক্রিত বাজি কোথায় মজুত করা হল, যেখানে অ-বিক্রিত বাজি রাখা হল, তার হোল্ডিং লাইসেন্স দেখা হয়েছিল কি না, এসব কেউ জানে না ৷ আমরা জানি, বাজি মেলা করতে হলে জায়গার মালিক, দূষণ নিয়ন্ত্রণ দফতর, দমকল, পুলিশ ও সাধারণ প্রশাসনের নো-অবজেকশন সার্টিফিকেট নেওয়া জরুরি ৷ এসব কি আদৌ নেওয়া হয়েছিল ?"

আরও পড়ুন : মালদার বাজারে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার এক, উঠছে একাধিক প্রশ্ন

তিনি আরও জানান, এই ঘটনায় অকারণে পৌরসভাকে দায়ী করা হচ্ছে ৷ এই ঘটনায় পুলিশ কিংবা সাধারণ প্রশাসন এবং পৌরসভার উপর অকারণে দোষ চাপিয়ে লাভ নেই ৷ যেসব অদৃশ্য শক্তি এবং প্রভাবশালী ব্যক্তি 90 জন ব্যবসায়ীকে সুবিধে দিতে বাজি মেলার আয়োজন করেছিলেন, তাঁদের বিষয়টিও তদন্তে খতিয়ে দেখা প্রয়োজন ৷ রাতে এই দুর্ঘটনা ঘটলে আরও বেশি ক্ষতি হতে পারত ৷ তবে ঘটনার তদন্তে জেলাশাসক একটি কমিটি গঠন করেছেন ৷ আমাদের দাবি, যে প্রভাবশালীরা বাজি মেলার আয়োজন করেছিলেন, এই ঘটনার তদন্তে তাঁদেরও নিয়ে আসা হোক ৷"

মালদায় অগ্নিকাণ্ড নিয়ে কী বললেন ম্যাঙ্গো অ্যাসোসিয়েশনের সম্পাদক

মালদা, 30 মে: মালদা শহরের রথবাড়ি পৌরবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গিয়েছে দু'জন নিরীহ মানুষের ৷ এখনও সেখানে স্বাভাবিক হয়নি ব্যবসা ৷ এখনও বাজি দোকানিরা পুলিশের ভয়ে গা ঢাকা দিয়ে আছেন ৷ তারই মধ্যে নতুন করে বিতর্কের জন্ম দিলেন জেলার খ্যাতনামা ব্যবসায়ী তথা মালদা ম্যাঙ্গো অ্যাসোসিয়েশনের সম্পাদক উজ্জ্বল সাহা ৷ তিনি এই ঘটনায় প্রভাবশালী তত্ত্বও খাড়া করেছেন ৷ যদিও তাঁর মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিতে চাননি প্রশাসন কিংবা জেলার বণিকসভার কোনও কর্তা ৷

গত 23 মে সকাল পৌনে সাতটা নাগাদ কার্বাইডের জার বিস্ফোরণে নেতাজি পৌরবাজারের একাংশে ভয়াবহ আগুন লাগে ৷ সেখানে মজুত থাকা বাজিতে আগুন ধরে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে ৷ পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায় 14টি দোকান ঘর ৷ ক্ষতিগ্রস্ত হয় আরও কিছু দোকান ৷ আগুনে ঝলসে মৃত্যু হয় রাজু ঋষি ও গণেশ কর্মকার নামে দুই ভ্যানচালকের ৷ তাঁরা সেখানে শ্রমিকের কাজ করতেন ৷ দমকলের তিনটি ইঞ্জিন প্রায় 15 ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ৷ এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে যায় গোটা রাজ্যে ৷ নবান্নের নির্দেশে পাঁচ সদস্যের কমিটি গড়ে ঘটনার তদন্তের নির্দেশ দেন জেলাশাসক ৷ জানা যাচ্ছে, আগামিকাল তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়ার কথা ৷ ইতিমধ্যে নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে রাজ্যের ফরেনসিক দল ৷ যদিও ফরেনসিক রিপোর্ট কবে পাওয়া যাবে, তার কোনও আভাস এখনও পাওয়া যায়নি ৷

এই পরিস্থিতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন জেলার অন্যতম বড় ব্যবসায়ী উজ্জ্বল সাহা ৷ তিনি বলেন, "এই ঘটনার পিছনে প্রভাবশালীদের হাত রয়েছে ৷ গত অক্টোবর মাসে এক অদৃশ্য শক্তি মালদা কলেজ ময়দানে বাজি বাজারের আয়োজন করে ৷ সেখানে 90 জন বাজি ব্যবসায়ী স্টল দিয়েছিলেন ৷ কিন্তু ওই বাজারে কত বাজি এসেছিল, কত বাজি বিক্রি হয়েছিল, অ-বিক্রিত বাজি কোথায় মজুত করা হল, যেখানে অ-বিক্রিত বাজি রাখা হল, তার হোল্ডিং লাইসেন্স দেখা হয়েছিল কি না, এসব কেউ জানে না ৷ আমরা জানি, বাজি মেলা করতে হলে জায়গার মালিক, দূষণ নিয়ন্ত্রণ দফতর, দমকল, পুলিশ ও সাধারণ প্রশাসনের নো-অবজেকশন সার্টিফিকেট নেওয়া জরুরি ৷ এসব কি আদৌ নেওয়া হয়েছিল ?"

আরও পড়ুন : মালদার বাজারে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার এক, উঠছে একাধিক প্রশ্ন

তিনি আরও জানান, এই ঘটনায় অকারণে পৌরসভাকে দায়ী করা হচ্ছে ৷ এই ঘটনায় পুলিশ কিংবা সাধারণ প্রশাসন এবং পৌরসভার উপর অকারণে দোষ চাপিয়ে লাভ নেই ৷ যেসব অদৃশ্য শক্তি এবং প্রভাবশালী ব্যক্তি 90 জন ব্যবসায়ীকে সুবিধে দিতে বাজি মেলার আয়োজন করেছিলেন, তাঁদের বিষয়টিও তদন্তে খতিয়ে দেখা প্রয়োজন ৷ রাতে এই দুর্ঘটনা ঘটলে আরও বেশি ক্ষতি হতে পারত ৷ তবে ঘটনার তদন্তে জেলাশাসক একটি কমিটি গঠন করেছেন ৷ আমাদের দাবি, যে প্রভাবশালীরা বাজি মেলার আয়োজন করেছিলেন, এই ঘটনার তদন্তে তাঁদেরও নিয়ে আসা হোক ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.