ETV Bharat / state

Malda Crackers Godown Fire: বাজিতে আগুনকাণ্ডে প্রভাবশালী তত্ত্ব, নয়া বিতর্ক উসকে দিলেন মালদা ম্যাঙ্গো অ্যাসোসিয়েশনের সম্পাদক

মালদার পৌরবাজারে বাজি কারখানায় আগুনের ঘটনায় প্রভাবশালীদের হাত থাকার কথা বললেন শহরের অন্যতম ব্যবসায়ী তথা মালদা ম্যাঙ্গো অ্যাসোসিয়েশনের সম্পাদক উজ্জ্বল সাহা ৷ এই বিষয়ে কী বললেন তিনি ?

ETV Bharat
মালদায় বাজি কারখানায় আগুনের ছবি
author img

By

Published : Jun 1, 2023, 8:49 AM IST

মালদায় অগ্নিকাণ্ড নিয়ে কী বললেন ম্যাঙ্গো অ্যাসোসিয়েশনের সম্পাদক

মালদা, 30 মে: মালদা শহরের রথবাড়ি পৌরবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গিয়েছে দু'জন নিরীহ মানুষের ৷ এখনও সেখানে স্বাভাবিক হয়নি ব্যবসা ৷ এখনও বাজি দোকানিরা পুলিশের ভয়ে গা ঢাকা দিয়ে আছেন ৷ তারই মধ্যে নতুন করে বিতর্কের জন্ম দিলেন জেলার খ্যাতনামা ব্যবসায়ী তথা মালদা ম্যাঙ্গো অ্যাসোসিয়েশনের সম্পাদক উজ্জ্বল সাহা ৷ তিনি এই ঘটনায় প্রভাবশালী তত্ত্বও খাড়া করেছেন ৷ যদিও তাঁর মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিতে চাননি প্রশাসন কিংবা জেলার বণিকসভার কোনও কর্তা ৷

গত 23 মে সকাল পৌনে সাতটা নাগাদ কার্বাইডের জার বিস্ফোরণে নেতাজি পৌরবাজারের একাংশে ভয়াবহ আগুন লাগে ৷ সেখানে মজুত থাকা বাজিতে আগুন ধরে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে ৷ পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায় 14টি দোকান ঘর ৷ ক্ষতিগ্রস্ত হয় আরও কিছু দোকান ৷ আগুনে ঝলসে মৃত্যু হয় রাজু ঋষি ও গণেশ কর্মকার নামে দুই ভ্যানচালকের ৷ তাঁরা সেখানে শ্রমিকের কাজ করতেন ৷ দমকলের তিনটি ইঞ্জিন প্রায় 15 ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ৷ এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে যায় গোটা রাজ্যে ৷ নবান্নের নির্দেশে পাঁচ সদস্যের কমিটি গড়ে ঘটনার তদন্তের নির্দেশ দেন জেলাশাসক ৷ জানা যাচ্ছে, আগামিকাল তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়ার কথা ৷ ইতিমধ্যে নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে রাজ্যের ফরেনসিক দল ৷ যদিও ফরেনসিক রিপোর্ট কবে পাওয়া যাবে, তার কোনও আভাস এখনও পাওয়া যায়নি ৷

এই পরিস্থিতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন জেলার অন্যতম বড় ব্যবসায়ী উজ্জ্বল সাহা ৷ তিনি বলেন, "এই ঘটনার পিছনে প্রভাবশালীদের হাত রয়েছে ৷ গত অক্টোবর মাসে এক অদৃশ্য শক্তি মালদা কলেজ ময়দানে বাজি বাজারের আয়োজন করে ৷ সেখানে 90 জন বাজি ব্যবসায়ী স্টল দিয়েছিলেন ৷ কিন্তু ওই বাজারে কত বাজি এসেছিল, কত বাজি বিক্রি হয়েছিল, অ-বিক্রিত বাজি কোথায় মজুত করা হল, যেখানে অ-বিক্রিত বাজি রাখা হল, তার হোল্ডিং লাইসেন্স দেখা হয়েছিল কি না, এসব কেউ জানে না ৷ আমরা জানি, বাজি মেলা করতে হলে জায়গার মালিক, দূষণ নিয়ন্ত্রণ দফতর, দমকল, পুলিশ ও সাধারণ প্রশাসনের নো-অবজেকশন সার্টিফিকেট নেওয়া জরুরি ৷ এসব কি আদৌ নেওয়া হয়েছিল ?"

আরও পড়ুন : মালদার বাজারে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার এক, উঠছে একাধিক প্রশ্ন

তিনি আরও জানান, এই ঘটনায় অকারণে পৌরসভাকে দায়ী করা হচ্ছে ৷ এই ঘটনায় পুলিশ কিংবা সাধারণ প্রশাসন এবং পৌরসভার উপর অকারণে দোষ চাপিয়ে লাভ নেই ৷ যেসব অদৃশ্য শক্তি এবং প্রভাবশালী ব্যক্তি 90 জন ব্যবসায়ীকে সুবিধে দিতে বাজি মেলার আয়োজন করেছিলেন, তাঁদের বিষয়টিও তদন্তে খতিয়ে দেখা প্রয়োজন ৷ রাতে এই দুর্ঘটনা ঘটলে আরও বেশি ক্ষতি হতে পারত ৷ তবে ঘটনার তদন্তে জেলাশাসক একটি কমিটি গঠন করেছেন ৷ আমাদের দাবি, যে প্রভাবশালীরা বাজি মেলার আয়োজন করেছিলেন, এই ঘটনার তদন্তে তাঁদেরও নিয়ে আসা হোক ৷"

মালদায় অগ্নিকাণ্ড নিয়ে কী বললেন ম্যাঙ্গো অ্যাসোসিয়েশনের সম্পাদক

মালদা, 30 মে: মালদা শহরের রথবাড়ি পৌরবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গিয়েছে দু'জন নিরীহ মানুষের ৷ এখনও সেখানে স্বাভাবিক হয়নি ব্যবসা ৷ এখনও বাজি দোকানিরা পুলিশের ভয়ে গা ঢাকা দিয়ে আছেন ৷ তারই মধ্যে নতুন করে বিতর্কের জন্ম দিলেন জেলার খ্যাতনামা ব্যবসায়ী তথা মালদা ম্যাঙ্গো অ্যাসোসিয়েশনের সম্পাদক উজ্জ্বল সাহা ৷ তিনি এই ঘটনায় প্রভাবশালী তত্ত্বও খাড়া করেছেন ৷ যদিও তাঁর মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিতে চাননি প্রশাসন কিংবা জেলার বণিকসভার কোনও কর্তা ৷

গত 23 মে সকাল পৌনে সাতটা নাগাদ কার্বাইডের জার বিস্ফোরণে নেতাজি পৌরবাজারের একাংশে ভয়াবহ আগুন লাগে ৷ সেখানে মজুত থাকা বাজিতে আগুন ধরে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে ৷ পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায় 14টি দোকান ঘর ৷ ক্ষতিগ্রস্ত হয় আরও কিছু দোকান ৷ আগুনে ঝলসে মৃত্যু হয় রাজু ঋষি ও গণেশ কর্মকার নামে দুই ভ্যানচালকের ৷ তাঁরা সেখানে শ্রমিকের কাজ করতেন ৷ দমকলের তিনটি ইঞ্জিন প্রায় 15 ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ৷ এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে যায় গোটা রাজ্যে ৷ নবান্নের নির্দেশে পাঁচ সদস্যের কমিটি গড়ে ঘটনার তদন্তের নির্দেশ দেন জেলাশাসক ৷ জানা যাচ্ছে, আগামিকাল তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়ার কথা ৷ ইতিমধ্যে নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে রাজ্যের ফরেনসিক দল ৷ যদিও ফরেনসিক রিপোর্ট কবে পাওয়া যাবে, তার কোনও আভাস এখনও পাওয়া যায়নি ৷

এই পরিস্থিতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন জেলার অন্যতম বড় ব্যবসায়ী উজ্জ্বল সাহা ৷ তিনি বলেন, "এই ঘটনার পিছনে প্রভাবশালীদের হাত রয়েছে ৷ গত অক্টোবর মাসে এক অদৃশ্য শক্তি মালদা কলেজ ময়দানে বাজি বাজারের আয়োজন করে ৷ সেখানে 90 জন বাজি ব্যবসায়ী স্টল দিয়েছিলেন ৷ কিন্তু ওই বাজারে কত বাজি এসেছিল, কত বাজি বিক্রি হয়েছিল, অ-বিক্রিত বাজি কোথায় মজুত করা হল, যেখানে অ-বিক্রিত বাজি রাখা হল, তার হোল্ডিং লাইসেন্স দেখা হয়েছিল কি না, এসব কেউ জানে না ৷ আমরা জানি, বাজি মেলা করতে হলে জায়গার মালিক, দূষণ নিয়ন্ত্রণ দফতর, দমকল, পুলিশ ও সাধারণ প্রশাসনের নো-অবজেকশন সার্টিফিকেট নেওয়া জরুরি ৷ এসব কি আদৌ নেওয়া হয়েছিল ?"

আরও পড়ুন : মালদার বাজারে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার এক, উঠছে একাধিক প্রশ্ন

তিনি আরও জানান, এই ঘটনায় অকারণে পৌরসভাকে দায়ী করা হচ্ছে ৷ এই ঘটনায় পুলিশ কিংবা সাধারণ প্রশাসন এবং পৌরসভার উপর অকারণে দোষ চাপিয়ে লাভ নেই ৷ যেসব অদৃশ্য শক্তি এবং প্রভাবশালী ব্যক্তি 90 জন ব্যবসায়ীকে সুবিধে দিতে বাজি মেলার আয়োজন করেছিলেন, তাঁদের বিষয়টিও তদন্তে খতিয়ে দেখা প্রয়োজন ৷ রাতে এই দুর্ঘটনা ঘটলে আরও বেশি ক্ষতি হতে পারত ৷ তবে ঘটনার তদন্তে জেলাশাসক একটি কমিটি গঠন করেছেন ৷ আমাদের দাবি, যে প্রভাবশালীরা বাজি মেলার আয়োজন করেছিলেন, এই ঘটনার তদন্তে তাঁদেরও নিয়ে আসা হোক ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.