ETV Bharat / state

Malda Municipality: মিলেছে মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত, পৌরসভার এলাকা বৃদ্ধি নিয়ে তৎপরতা মালদায় - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

চলতি মাসেই মালদায় প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই বৈঠকেই মালদা পৌরসভার এলাকা বৃদ্ধি নিয়ে প্রস্তাব নিয়ে দিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী তথা পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী ৷

Etv Bharat
মালদা পৌরসভার এলাকা বৃদ্ধি নিয়ে বৈঠক
author img

By

Published : May 12, 2023, 6:37 AM IST

Updated : May 12, 2023, 9:06 AM IST

মালদা, 11 মে: মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে পৌরসভার এলাকা বৃদ্ধির প্রস্তাব দিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী ৷ সেই প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ এরপর বৃহস্পতিবার ইংরেজবাজার পৌরসভার আয়তন বৃদ্ধি নিয়ে বৈঠক হল ৷

এদিন দুপুরে জেলা প্রশাসনিকভবনের আরটিসি হলে একটি বৈঠকের আয়োজন করা হয় । বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক নিতীন সিংঘানিয়া, অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী, ইংরেজবাজার ব্লকের বিডিও সৌগত চৌধুরী, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী-সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা । বৈঠকে কোন কোন এলাকা পৌরসভার অধীনে আনা যায় তা চিহ্নিত করা হয় । এই সমস্ত এলাকার সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে একটি টাস্কফোর্সও গঠন করা হয়েছে । এই টাস্ক ফোর্সের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ।

এই প্রসঙ্গেই ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, "স্বাভাবিক জনঘনত্বের তুলনায় ইংরেজবাজার পৌরসভায় প্রায় 15 গুণ জনঘনত্ব হয়েছে ৷ সেই কারণে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে পৌরসভা এলাকা বৃদ্ধি করার প্রস্তাব দেওয়া হয়েছিল । তিনি সেই প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছিলেন । তাঁর অনুমতিতেই পৌরসভার এলাকা বৃদ্ধি নিয়ে আজ বৈঠক করা হয়েছে ।"

আরও পড়ুন: কালিয়াগঞ্জ থেকে কালিয়াচক, মুখ্যমন্ত্রীর তোপের মুখে পুলিশ-প্রশাসন

কোন কোন এলাকা পৌরসভার আওতায় আনা যায় সেসব বিষয়েও প্রাথমিক পর্যায়ের বৈঠক হয়েছে । প্রাথমিকভাবে আমরা যদুপুর 1 ও 2 নম্বর ব্লকের বেশ কিছু এলাকা, কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের কিছু এলাকা ও সাহাপুর এলাকাকে শনাক্ত করা হয়েছে । সেই এলাকাগুলো পৌরসভার আওতায় আনা যায় কিনা তা দেখা হচ্ছে।

ওই এলাকাগুলির সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে জেলাশাসক 7 সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করেছেন । সেই টাস্কফোর্স এলাকা পরিদর্শন করে রিপোর্ট পেশ করবে । সেই রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে । পাশাপাশি এদিনের বৈঠকে পৌরসভার জল প্রকল্প নিয়েও কথা হয়েছে ৷ বেশ কিছু এলাকায় পানীয় জল সরবরাহের ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে ৷ সেই সমস্ত এলাকায় নতুন করে ভবনাচিন্তা করার প্রয়োজন রয়েছে ৷

মালদা, 11 মে: মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে পৌরসভার এলাকা বৃদ্ধির প্রস্তাব দিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী ৷ সেই প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ এরপর বৃহস্পতিবার ইংরেজবাজার পৌরসভার আয়তন বৃদ্ধি নিয়ে বৈঠক হল ৷

এদিন দুপুরে জেলা প্রশাসনিকভবনের আরটিসি হলে একটি বৈঠকের আয়োজন করা হয় । বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক নিতীন সিংঘানিয়া, অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী, ইংরেজবাজার ব্লকের বিডিও সৌগত চৌধুরী, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী-সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা । বৈঠকে কোন কোন এলাকা পৌরসভার অধীনে আনা যায় তা চিহ্নিত করা হয় । এই সমস্ত এলাকার সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে একটি টাস্কফোর্সও গঠন করা হয়েছে । এই টাস্ক ফোর্সের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ।

এই প্রসঙ্গেই ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, "স্বাভাবিক জনঘনত্বের তুলনায় ইংরেজবাজার পৌরসভায় প্রায় 15 গুণ জনঘনত্ব হয়েছে ৷ সেই কারণে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে পৌরসভা এলাকা বৃদ্ধি করার প্রস্তাব দেওয়া হয়েছিল । তিনি সেই প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছিলেন । তাঁর অনুমতিতেই পৌরসভার এলাকা বৃদ্ধি নিয়ে আজ বৈঠক করা হয়েছে ।"

আরও পড়ুন: কালিয়াগঞ্জ থেকে কালিয়াচক, মুখ্যমন্ত্রীর তোপের মুখে পুলিশ-প্রশাসন

কোন কোন এলাকা পৌরসভার আওতায় আনা যায় সেসব বিষয়েও প্রাথমিক পর্যায়ের বৈঠক হয়েছে । প্রাথমিকভাবে আমরা যদুপুর 1 ও 2 নম্বর ব্লকের বেশ কিছু এলাকা, কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের কিছু এলাকা ও সাহাপুর এলাকাকে শনাক্ত করা হয়েছে । সেই এলাকাগুলো পৌরসভার আওতায় আনা যায় কিনা তা দেখা হচ্ছে।

ওই এলাকাগুলির সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে জেলাশাসক 7 সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করেছেন । সেই টাস্কফোর্স এলাকা পরিদর্শন করে রিপোর্ট পেশ করবে । সেই রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে । পাশাপাশি এদিনের বৈঠকে পৌরসভার জল প্রকল্প নিয়েও কথা হয়েছে ৷ বেশ কিছু এলাকায় পানীয় জল সরবরাহের ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে ৷ সেই সমস্ত এলাকায় নতুন করে ভবনাচিন্তা করার প্রয়োজন রয়েছে ৷

Last Updated : May 12, 2023, 9:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.