ETV Bharat / state

Bailey Bridge: উত্তরবঙ্গের রাসমেলা শুরুর আগে তড়িঘড়ি বেহাল ব্রিজ মেরামত প্রশাসনের - উত্তরবঙ্গে রাসমেলা শুরুরআগে ব্রিজমেরামতি প্রশাসনের

দেশে পরপর নদীতে দুর্ঘটনায় সতর্ক প্রশাসন (Bailey Bridge)৷ কোনওরকম দুর্ঘটনা এড়াতে মালদায় সর্ববৃহৎ রাসমেলা শুরুর আগে তড়িঘড়ি ব্রিজ সারাতে তৎপর জেলা প্রশাসন ৷

Etv Bharat
উত্তরবঙ্গের সবচেয়ে বড় রাসমেলা শুরুর আগে বেহাল বেইলি ব্রিজ মেরামতিতে মালদা প্রশাসন
author img

By

Published : Nov 3, 2022, 9:17 PM IST

মালদা, 3 নভেম্বর: মাল থেকে মাচ্ছু ৷ উৎসবের মরশুমে নদীতে প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ ৷ বিশেষ করে গত রবিবার সন্ধেয় গুজরাতের মোরবি শহরে মাচ্ছু নদীতে কেবল ব্রিজ ভেঙে 136 জনের মৃত্যুতে কেঁপে ওঠে সারা দেশ ৷ সেই কথা মাথায় রেখেই উত্তরবঙ্গের সবচেয়ে বড় গ্রামীণ রাসমেলা শুরুর আগেই মালদায় একটি জরাজীর্ণ লোহার বেইলি ব্রিজ মেরামতির কাজে হাত দিয়েছে প্রশাসন (Malda Administration Repairs Bailey Bridge) ৷

কালিয়াচক 2 ব্লকের চৌধুরীটোলায় গঙ্গার একটি খাঁড়িতে রয়েছে এই বেইলি ব্রিজ ৷ আগে ব্রিজটি পঞ্চানন্দপুরে গঙ্গা-পাগলার সঙ্গমে ছিল ৷ পরে গঙ্গার ভাঙনে ব্রিজটি পড়ে যায় ৷ তাই বছর 20 আগে সেখান থেকে ব্রিজটি নিয়ে আসা হয় চৌধুরীটোলায় ৷ এই ব্রিজের উপর দিয়ে দু'দিকের কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন ৷ চলে যানবাহনও ৷ কিন্তু সংস্কারের অভাবে বেশ কিছুদিন ধরে ব্রিজটি বিপজ্জনক হয়ে রয়েছে ৷ ব্রিজের উপর লোহার পাত নষ্ট হয়ে গিয়েছে ৷ তৈরি হয়েছে বড়সড় ফাঁক-ফোঁকর ৷

ব্রিজটি সংস্কারের জন্য অনেকদিন ধরেই প্রশাসনের সব মহলে আবেদন জানিয়ে আসছিলেন স্থানীয় মানুষজন ৷ কিন্তু কাজ হয়নি ৷ শেষ পর্যন্ত মাচ্ছু নদীর দুর্ঘটনার পর নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে প্রশাসন ৷ কারণ, 4 অক্টোবর শুক্রবার থেকেই চৌধুরীটোলা সংলগ্ন দামোদরটোলায় অনুষ্ঠিত হতে চলেছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় গ্রামীণ রাসমেলা ৷ ওই মেলায় প্রতিদিন লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে ৷ তাঁরা সেই ব্রিজের উপর দিয়েই যাতায়াত করবেন ৷ তাই মেলা শুরুর আগেই ব্রিজটি মেরামত করার জন্য বাঙ্গীটোলা গ্রাম পঞ্চায়েতের প্রধানকে নির্দেশ দিয়েছেন বিডিও ৷ বুধবার থেকেই সেই কাজ শুরু হয়ে গিয়েছে ৷

বেইলি ব্রিজ মেরামতি

আরও পড়ুন : প্রতিমা বিসর্জনে গিয়ে মাল নদীতে হড়পা বানে তলিয়ে গিয়ে মৃত 8

এই বিষয়ে বাঙ্গীটোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান তহিদুর রহমান বলেন, "গণি খান চৌধুরীর আমলে পঞ্চানন্দপুরে পাগলাঘাটে প্রায় এক কোটি টাকায় বেইলি ব্রিজটি তৈরি হয়েছিল ৷ গঙ্গার ভাঙনে ব্রিজটি পড়ে গেলে সমস্ত জিনিসপত্র নিয়ে এসে এখানে ব্রিজটিকে বসানো হয় ৷ 20-22 বছর ধরে ব্রিজটি চালু আছে ৷ কোনওদিনও সংস্কার হয়নি ৷ রাসমেলাকে কেন্দ্র করে এক বছর আগে ব্রিজের 52টি পাতের কয়েকটি পালটানো হয়েছিল ৷ তবে কিছুদিন ধরে ব্রিজটি অত্যন্ত বেহাল হয়ে পড়েছে ৷ এখানে একটি কংক্রিট ব্রিজ নির্মাণের জন্য বিভিন্ন জায়গায় লিখিত আবেদন করা হয়েছে ৷

শুনেছি, কংক্রিটের ব্রিজ নির্মাণের জন্য এখানকার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন তাঁর দফতরে একটি প্রস্তাব পাঠিয়েছেন ৷ কিন্তু শুক্রবার থেকেই দামোদরটোলা রাসমেলা শুরু হচ্ছে ৷ সেখানে লক্ষাধিক মানুষ আসবেন ৷ তাই আপাতত আমরা পঞ্চায়েতের তরফে অস্থায়ীভাবে ব্রিজটি মেরামত করছি ৷ এর জন্য প্রায় তিন লাখ টাকা বরাদ্দ করা হয়েছে ৷ জরুরি ভিত্তিতে সেই কাজ করা হচ্ছে ৷ কারণ, ব্রিজের যা অবস্থা, তাতে যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে ৷"

আরও পড়ুন : মোরবি ব্রিজ দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে, 35 সেকেন্ডেই সব শেষ

মালদা, 3 নভেম্বর: মাল থেকে মাচ্ছু ৷ উৎসবের মরশুমে নদীতে প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ ৷ বিশেষ করে গত রবিবার সন্ধেয় গুজরাতের মোরবি শহরে মাচ্ছু নদীতে কেবল ব্রিজ ভেঙে 136 জনের মৃত্যুতে কেঁপে ওঠে সারা দেশ ৷ সেই কথা মাথায় রেখেই উত্তরবঙ্গের সবচেয়ে বড় গ্রামীণ রাসমেলা শুরুর আগেই মালদায় একটি জরাজীর্ণ লোহার বেইলি ব্রিজ মেরামতির কাজে হাত দিয়েছে প্রশাসন (Malda Administration Repairs Bailey Bridge) ৷

কালিয়াচক 2 ব্লকের চৌধুরীটোলায় গঙ্গার একটি খাঁড়িতে রয়েছে এই বেইলি ব্রিজ ৷ আগে ব্রিজটি পঞ্চানন্দপুরে গঙ্গা-পাগলার সঙ্গমে ছিল ৷ পরে গঙ্গার ভাঙনে ব্রিজটি পড়ে যায় ৷ তাই বছর 20 আগে সেখান থেকে ব্রিজটি নিয়ে আসা হয় চৌধুরীটোলায় ৷ এই ব্রিজের উপর দিয়ে দু'দিকের কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন ৷ চলে যানবাহনও ৷ কিন্তু সংস্কারের অভাবে বেশ কিছুদিন ধরে ব্রিজটি বিপজ্জনক হয়ে রয়েছে ৷ ব্রিজের উপর লোহার পাত নষ্ট হয়ে গিয়েছে ৷ তৈরি হয়েছে বড়সড় ফাঁক-ফোঁকর ৷

ব্রিজটি সংস্কারের জন্য অনেকদিন ধরেই প্রশাসনের সব মহলে আবেদন জানিয়ে আসছিলেন স্থানীয় মানুষজন ৷ কিন্তু কাজ হয়নি ৷ শেষ পর্যন্ত মাচ্ছু নদীর দুর্ঘটনার পর নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে প্রশাসন ৷ কারণ, 4 অক্টোবর শুক্রবার থেকেই চৌধুরীটোলা সংলগ্ন দামোদরটোলায় অনুষ্ঠিত হতে চলেছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় গ্রামীণ রাসমেলা ৷ ওই মেলায় প্রতিদিন লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে ৷ তাঁরা সেই ব্রিজের উপর দিয়েই যাতায়াত করবেন ৷ তাই মেলা শুরুর আগেই ব্রিজটি মেরামত করার জন্য বাঙ্গীটোলা গ্রাম পঞ্চায়েতের প্রধানকে নির্দেশ দিয়েছেন বিডিও ৷ বুধবার থেকেই সেই কাজ শুরু হয়ে গিয়েছে ৷

বেইলি ব্রিজ মেরামতি

আরও পড়ুন : প্রতিমা বিসর্জনে গিয়ে মাল নদীতে হড়পা বানে তলিয়ে গিয়ে মৃত 8

এই বিষয়ে বাঙ্গীটোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান তহিদুর রহমান বলেন, "গণি খান চৌধুরীর আমলে পঞ্চানন্দপুরে পাগলাঘাটে প্রায় এক কোটি টাকায় বেইলি ব্রিজটি তৈরি হয়েছিল ৷ গঙ্গার ভাঙনে ব্রিজটি পড়ে গেলে সমস্ত জিনিসপত্র নিয়ে এসে এখানে ব্রিজটিকে বসানো হয় ৷ 20-22 বছর ধরে ব্রিজটি চালু আছে ৷ কোনওদিনও সংস্কার হয়নি ৷ রাসমেলাকে কেন্দ্র করে এক বছর আগে ব্রিজের 52টি পাতের কয়েকটি পালটানো হয়েছিল ৷ তবে কিছুদিন ধরে ব্রিজটি অত্যন্ত বেহাল হয়ে পড়েছে ৷ এখানে একটি কংক্রিট ব্রিজ নির্মাণের জন্য বিভিন্ন জায়গায় লিখিত আবেদন করা হয়েছে ৷

শুনেছি, কংক্রিটের ব্রিজ নির্মাণের জন্য এখানকার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন তাঁর দফতরে একটি প্রস্তাব পাঠিয়েছেন ৷ কিন্তু শুক্রবার থেকেই দামোদরটোলা রাসমেলা শুরু হচ্ছে ৷ সেখানে লক্ষাধিক মানুষ আসবেন ৷ তাই আপাতত আমরা পঞ্চায়েতের তরফে অস্থায়ীভাবে ব্রিজটি মেরামত করছি ৷ এর জন্য প্রায় তিন লাখ টাকা বরাদ্দ করা হয়েছে ৷ জরুরি ভিত্তিতে সেই কাজ করা হচ্ছে ৷ কারণ, ব্রিজের যা অবস্থা, তাতে যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে ৷"

আরও পড়ুন : মোরবি ব্রিজ দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে, 35 সেকেন্ডেই সব শেষ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.