ETV Bharat / state

Malda : শিক্ষক নির্যাতনে মূল অভিযুক্ত তৃণমূল নেতার গ্রেফতারির দাবিতে মালদায় আদিবাসীদের অবরোধ - Malda

গত রবিবার ঘটনাটি ঘটে ৷ এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তবে মূল অভিযুক্ত ওই তৃণমূল নেতা এখনও অধরা ৷ পুলিশ 72 ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দিয়েছে বিক্ষোভকারীদের ৷

malda adibasi agitation on demand of arrest accused tmc leader
Malda : শিক্ষক নির্যাতনে মূল অভিযুক্ত তৃণমূল নেতার গ্রেফতারির দাবিতে মালদায় আদিবাসীদের অবরোধ
author img

By

Published : Oct 22, 2021, 8:53 PM IST

মালদা, 22 অক্টোবর : শিক্ষক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতারের দাবিতে আজ মালদা শহর কার্যত অচল করে দেন আদিবাসীরা । শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড় অবরোধ করে রাখেন হাজার দুয়েক আদিবাসী । শুধু পুরুষ নয়, অবরোধে অংশ নেন অনেক মহিলাও ।

আদিবাসীদের এই কর্মসূচিকে কেন্দ্র করে আজ সকাল থেকেই ব্যবস্থা নিয়েছিল পুলিশ । নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল রথবাড়ি মোড় এবং অভিযুক্ত তৃণমূল নেতার পাড়া । এক ঘণ্টার বেশি সময় ধরে আদিবাসীদের 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি চলে ।

আরও পড়ুন : Malda : শিক্ষক নিগ্রহে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ

উল্লেখ্য, ঘটনাটি ঘটে ইংরেজবাজার পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লি এলাকায় । গত রবিবার ওই এলাকায় এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন হবিবপুর ব্লকের মানিকোড়া হাইস্কুলের শিক্ষক সুদীপ টুডু (31) । বাড়ি গাজোলের মালডাঙা গ্রামের বিবেকানন্দ পল্লিতে । তাঁর বাবা লক্ষ্মণ টুডু ব্যাংক অফিসার । চারচাকার গাড়ি নিয়েই সেদিন আত্মীয়ের বাড়িতে এসেছিলেন সুদীপবাবু । গাড়ি রাখা ছিল 12 নম্বর জাতীয় সড়কের ধারে ।

শিক্ষক নির্যাতনে মূল অভিযুক্ত তৃণমূল নেতার গ্রেফতারির দাবিতে মালদায় আদিবাসীদের অবরোধ

অভিযোগ, বিকেলে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার সময় মালঞ্চপল্লি সাবওয়ে গেটের কাছে সুদীপবাবুকে আটকান ইংরেজবাজার পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও বর্তমানে ওয়ার্ড কো-অর্ডিনেটর পরিতোষ চৌধুরী । সেদিন তাঁর বাড়ি থেকে একটি সাইকেল চুরি গিয়েছিল । তিনি চোরের পিছনে তাড়া করেছিলেন । সুদীপবাবুকে দেখেই পরিতোষবাবু নাকি চোর বলে চিৎকার শুরু করেন ।

আরও পড়ুন : TMC Leader Murder: তৃণমূলের অঞ্চল সভাপতি খুনে চেন্নাইয়ে গ্রেফতার শার্প শুটার

জানা গিয়েছে যে সুদীপবাবু তাঁকে বোঝানোর চেষ্টা করেন, তিনি চোর নন, একজন শিক্ষক । কিন্তু সেসব কথা কানে তোলেননি ওই তৃণমূল নেতা । তিনি সুদীপবাবুকে মারতে মারতে নিজের বাড়িতে টেনে নিয়ে যান । সেখানে তাঁর সঙ্গে তাঁর সাঙ্গপাঙ্গও সুদীপবাবুকে রাস্তায় ফেলে পেটায় বলে অভিযোগ ।

শিক্ষকের অভিযোগ, সেই সময় পরিতোষবাবু বাড়ির পোষা কুকুর তাঁর উপর লেলিয়ে দেন । সেই কুকুরও তাঁকে কামড়ে, আঁচড়ে ক্ষতবিক্ষত করে । দীর্ঘক্ষণ নির্যাতন চালানোর পর সুদীপবাবুকে মালদা মেডিক্যালে ভর্তি করা হয় । এই ঘটনায় ইংরেজবাজার থানায় পরিতোষ-সহ 10 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন সুদীপবাবুর বাবা । এই ঘটনায় পুলিশ বিশ্বজিৎ হালদার ও জীতেন মণ্ডল নামে দু’জনকে গ্রেফতার করেছে । কিন্তু এখনও অধরা পরিতোষবাবু ।

আরও পড়ুন : Vishva Hindu Parishad : বাংলাদেশে হিংসার প্রতিবাদে মালদায় বিশ্ব হিন্দু পরিষদের মিছিল

এই ঘটনার প্রতিবাদে গর্জে ওঠে শিক্ষক সমাজ । প্রতিবাদে সরব হয় আদিবাসী সমাজও । আজ আদিবাসীদের সাতটি সংগঠন যৌথভাবে পরিতোষ চৌধুরীর গ্রেফতারির দাবিতে মালদা শহরে বিক্ষোভ মিছিল করে । এই কর্মসূচিতে নাকি মালদা জেলার সঙ্গে দুই দিনাজপুরের আদিবাসীদেরও অংশ নেওয়ার কথা ছিল । অভিযোগ, পুলিশ বিভিন্ন জায়গায় আদিবাসীদের গাড়ি আটকে দেয় । তবু আজ মালদা শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করেন হাজার দুয়েক আদিবাসী পুরুষ ও মহিলা ।

আদিবাসী সেঙ্গেল অভিযান সংগঠনের মালদা জোনের সভাপতি মোহন হাঁসদা বলেন, “এই মধ্যযুগীয় বর্বরতার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাতে আজ বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি । সুদীপ টুডু একজন আদিবাসী এবং শিক্ষক । তাঁর উপর যেভাবে নির্যাতন চালানো হয়েছে, তা যেন আদিবাসী সমাজের উপরেই আঘাত । তাঁর কলার ধরে মারধরের পাশাপাশি তাঁর উপর বাড়ির পোষা কুকুর লেলিয়ে দেওয়া হয়েছে । সেই কাজ করেছেন প্রাক্তন কাউন্সিলর পরিতোষ চৌধুরী । সুদীপবাবুকে খুন করার উদ্দেশ্য ছিল তাঁর । ব্রিটিশ আমলে ভাগলপুরে আমরা এধরনের নির্যাতন দেখেছি । কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর এমনটা কোথাও হয়নি । আদিবাসী সমাজের উপর এই নির্যাতন আমরা মেনে নিচ্ছি না । তাই আজ আমরা মালদা শহর জুড়ে ধিক্কার মিছিল করার সিদ্ধান্ত নিয়েছি ।”

আরও পড়ুন : Snake Bite : গৃহস্থ বাড়ি থেকে সাপ ধরতে গিয়ে ছোবলে মৃত সর্পপ্রেমী

আরেক আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগনা মহলের উত্তরবঙ্গের সভাপতি বাপি সোরেন বলেন, “এই ঘটনায় মূল অভিযুক্ত পরিতোষ চৌধুরী এখনও ধরা পড়েননি । তাঁর গ্রেফতারির দাবিতে আজ আমরা মালদা শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নিই । কিন্তু এই মিছিলে অংশ নিতে আসা আদিবাসীদের বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হচ্ছে । শুধু মালদা নয়, উত্তরবঙ্গের প্রতিটি জেলায় আমাদের গাড়ি আটকে দেওয়া হয়েছে । যে ঘটনা ঘটেছে তার সঙ্গে জাত বা ধর্মের কোনও বিষয় নেই । এটা সামাজিক অবক্ষয় । দুষ্কৃতী সবসময়ই দুষ্কৃতী । দুষ্কৃতীরা যাতে শাস্তি পায়, তার জন্যই আমাদের এই কর্মসূচি । আমরা সমাজের মানুষকে জানিয়েছি, যেখানে পুলিশ তাঁদের আটকে দিচ্ছে, তাঁরা সেখানেই যেন পথ অবরোধ করেন । আমাদের প্ররোচনা দিলে আমরা আইন ভাঙতে বাধ্য হব ।”

একই বক্তব্য হর সমাজ সংগঠনের সুমিত টুডুর । তিনি বলেন, “একজন শিক্ষকের উপর প্রাক্তন কাউন্সিলর পরিতোষ চৌধুরী যেভাবে নির্যাতন চালিয়েছেন, আমরা তার ধিক্কার জানাই । আজ প্রতিবাদ মিছিলে যোগ দিতে মালদা সহ সব জেলা থেকে লোক আসছে। আমরা শান্তিপূর্ণ মিছিল করব । আমরা প্রশাসনকে জানাতে চাই, এখানে যেন রায়গঞ্জের মতো ঘটনা না ঘটে । আমরা এখানে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চাই । আমরা কিছু চাই না । শুধু যে বা যারা এই জঘন্য কাজ করেছে, তাদের কঠোর শাস্তি চাই । আমরা প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে কোনও হামলা চালাব না ।”

আরও পড়ুন : Malda Money Recover : ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার নগদ 15 লক্ষ, 24 টি চোরাই স্মার্টফোন

আজ রথবাড়ি মোড়ে পুলিশের তরফে আদিবাসীদের মিছিল যাওয়ার জন্য রবীন্দ্র অ্যাভিনিউ ফাঁকা করে দেওয়া হয়েছিল । রথবাড়ি মোড়ে উপস্থিত পুলিশকর্তারা আদিবাসীদের সেই পথ ধরে মিছিল নিয়ে যাওয়ার আবেদন জানান । আদিবাসীদের তাঁরা জানান, এই ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে । সেই মামলায় তফশিলি জাতি ও উপজাতি ধারাও যুক্ত করা হয়েছে । মূল অভিযুক্ত দ্রুত ধরা পড়বে । কিন্তু তাঁদের সেই আবেদনে সাড়া না দিয়ে রথবাড়ি মোড় অবরোধ করে রাখেন আদিবাসীরা ।

শেষ পর্যন্ত বেলা আড়াইটে নাগাদ অতিরিক্ত পুলিশ সুপার আশ্বাস দেন, 72 ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হবে । তারপরেই অবরোধ তুলে নেওয়া হয় । এদিন আদিবাসী সংগঠনগুলির একটি প্রতিনিধি দল নিজেদের দাবিতে পুলিশ সুপারকে স্মারকলিপিও জমা দেয় ।

আরও পড়ুন : Malda Gang Rape : ছাত্রীকে গণধর্ষণে অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে জাতীয় সড়ক অবরোধ মালদায়

মালদা, 22 অক্টোবর : শিক্ষক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতারের দাবিতে আজ মালদা শহর কার্যত অচল করে দেন আদিবাসীরা । শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড় অবরোধ করে রাখেন হাজার দুয়েক আদিবাসী । শুধু পুরুষ নয়, অবরোধে অংশ নেন অনেক মহিলাও ।

আদিবাসীদের এই কর্মসূচিকে কেন্দ্র করে আজ সকাল থেকেই ব্যবস্থা নিয়েছিল পুলিশ । নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল রথবাড়ি মোড় এবং অভিযুক্ত তৃণমূল নেতার পাড়া । এক ঘণ্টার বেশি সময় ধরে আদিবাসীদের 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি চলে ।

আরও পড়ুন : Malda : শিক্ষক নিগ্রহে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ

উল্লেখ্য, ঘটনাটি ঘটে ইংরেজবাজার পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লি এলাকায় । গত রবিবার ওই এলাকায় এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন হবিবপুর ব্লকের মানিকোড়া হাইস্কুলের শিক্ষক সুদীপ টুডু (31) । বাড়ি গাজোলের মালডাঙা গ্রামের বিবেকানন্দ পল্লিতে । তাঁর বাবা লক্ষ্মণ টুডু ব্যাংক অফিসার । চারচাকার গাড়ি নিয়েই সেদিন আত্মীয়ের বাড়িতে এসেছিলেন সুদীপবাবু । গাড়ি রাখা ছিল 12 নম্বর জাতীয় সড়কের ধারে ।

শিক্ষক নির্যাতনে মূল অভিযুক্ত তৃণমূল নেতার গ্রেফতারির দাবিতে মালদায় আদিবাসীদের অবরোধ

অভিযোগ, বিকেলে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার সময় মালঞ্চপল্লি সাবওয়ে গেটের কাছে সুদীপবাবুকে আটকান ইংরেজবাজার পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও বর্তমানে ওয়ার্ড কো-অর্ডিনেটর পরিতোষ চৌধুরী । সেদিন তাঁর বাড়ি থেকে একটি সাইকেল চুরি গিয়েছিল । তিনি চোরের পিছনে তাড়া করেছিলেন । সুদীপবাবুকে দেখেই পরিতোষবাবু নাকি চোর বলে চিৎকার শুরু করেন ।

আরও পড়ুন : TMC Leader Murder: তৃণমূলের অঞ্চল সভাপতি খুনে চেন্নাইয়ে গ্রেফতার শার্প শুটার

জানা গিয়েছে যে সুদীপবাবু তাঁকে বোঝানোর চেষ্টা করেন, তিনি চোর নন, একজন শিক্ষক । কিন্তু সেসব কথা কানে তোলেননি ওই তৃণমূল নেতা । তিনি সুদীপবাবুকে মারতে মারতে নিজের বাড়িতে টেনে নিয়ে যান । সেখানে তাঁর সঙ্গে তাঁর সাঙ্গপাঙ্গও সুদীপবাবুকে রাস্তায় ফেলে পেটায় বলে অভিযোগ ।

শিক্ষকের অভিযোগ, সেই সময় পরিতোষবাবু বাড়ির পোষা কুকুর তাঁর উপর লেলিয়ে দেন । সেই কুকুরও তাঁকে কামড়ে, আঁচড়ে ক্ষতবিক্ষত করে । দীর্ঘক্ষণ নির্যাতন চালানোর পর সুদীপবাবুকে মালদা মেডিক্যালে ভর্তি করা হয় । এই ঘটনায় ইংরেজবাজার থানায় পরিতোষ-সহ 10 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন সুদীপবাবুর বাবা । এই ঘটনায় পুলিশ বিশ্বজিৎ হালদার ও জীতেন মণ্ডল নামে দু’জনকে গ্রেফতার করেছে । কিন্তু এখনও অধরা পরিতোষবাবু ।

আরও পড়ুন : Vishva Hindu Parishad : বাংলাদেশে হিংসার প্রতিবাদে মালদায় বিশ্ব হিন্দু পরিষদের মিছিল

এই ঘটনার প্রতিবাদে গর্জে ওঠে শিক্ষক সমাজ । প্রতিবাদে সরব হয় আদিবাসী সমাজও । আজ আদিবাসীদের সাতটি সংগঠন যৌথভাবে পরিতোষ চৌধুরীর গ্রেফতারির দাবিতে মালদা শহরে বিক্ষোভ মিছিল করে । এই কর্মসূচিতে নাকি মালদা জেলার সঙ্গে দুই দিনাজপুরের আদিবাসীদেরও অংশ নেওয়ার কথা ছিল । অভিযোগ, পুলিশ বিভিন্ন জায়গায় আদিবাসীদের গাড়ি আটকে দেয় । তবু আজ মালদা শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করেন হাজার দুয়েক আদিবাসী পুরুষ ও মহিলা ।

আদিবাসী সেঙ্গেল অভিযান সংগঠনের মালদা জোনের সভাপতি মোহন হাঁসদা বলেন, “এই মধ্যযুগীয় বর্বরতার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাতে আজ বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি । সুদীপ টুডু একজন আদিবাসী এবং শিক্ষক । তাঁর উপর যেভাবে নির্যাতন চালানো হয়েছে, তা যেন আদিবাসী সমাজের উপরেই আঘাত । তাঁর কলার ধরে মারধরের পাশাপাশি তাঁর উপর বাড়ির পোষা কুকুর লেলিয়ে দেওয়া হয়েছে । সেই কাজ করেছেন প্রাক্তন কাউন্সিলর পরিতোষ চৌধুরী । সুদীপবাবুকে খুন করার উদ্দেশ্য ছিল তাঁর । ব্রিটিশ আমলে ভাগলপুরে আমরা এধরনের নির্যাতন দেখেছি । কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর এমনটা কোথাও হয়নি । আদিবাসী সমাজের উপর এই নির্যাতন আমরা মেনে নিচ্ছি না । তাই আজ আমরা মালদা শহর জুড়ে ধিক্কার মিছিল করার সিদ্ধান্ত নিয়েছি ।”

আরও পড়ুন : Snake Bite : গৃহস্থ বাড়ি থেকে সাপ ধরতে গিয়ে ছোবলে মৃত সর্পপ্রেমী

আরেক আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগনা মহলের উত্তরবঙ্গের সভাপতি বাপি সোরেন বলেন, “এই ঘটনায় মূল অভিযুক্ত পরিতোষ চৌধুরী এখনও ধরা পড়েননি । তাঁর গ্রেফতারির দাবিতে আজ আমরা মালদা শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নিই । কিন্তু এই মিছিলে অংশ নিতে আসা আদিবাসীদের বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হচ্ছে । শুধু মালদা নয়, উত্তরবঙ্গের প্রতিটি জেলায় আমাদের গাড়ি আটকে দেওয়া হয়েছে । যে ঘটনা ঘটেছে তার সঙ্গে জাত বা ধর্মের কোনও বিষয় নেই । এটা সামাজিক অবক্ষয় । দুষ্কৃতী সবসময়ই দুষ্কৃতী । দুষ্কৃতীরা যাতে শাস্তি পায়, তার জন্যই আমাদের এই কর্মসূচি । আমরা সমাজের মানুষকে জানিয়েছি, যেখানে পুলিশ তাঁদের আটকে দিচ্ছে, তাঁরা সেখানেই যেন পথ অবরোধ করেন । আমাদের প্ররোচনা দিলে আমরা আইন ভাঙতে বাধ্য হব ।”

একই বক্তব্য হর সমাজ সংগঠনের সুমিত টুডুর । তিনি বলেন, “একজন শিক্ষকের উপর প্রাক্তন কাউন্সিলর পরিতোষ চৌধুরী যেভাবে নির্যাতন চালিয়েছেন, আমরা তার ধিক্কার জানাই । আজ প্রতিবাদ মিছিলে যোগ দিতে মালদা সহ সব জেলা থেকে লোক আসছে। আমরা শান্তিপূর্ণ মিছিল করব । আমরা প্রশাসনকে জানাতে চাই, এখানে যেন রায়গঞ্জের মতো ঘটনা না ঘটে । আমরা এখানে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চাই । আমরা কিছু চাই না । শুধু যে বা যারা এই জঘন্য কাজ করেছে, তাদের কঠোর শাস্তি চাই । আমরা প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে কোনও হামলা চালাব না ।”

আরও পড়ুন : Malda Money Recover : ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার নগদ 15 লক্ষ, 24 টি চোরাই স্মার্টফোন

আজ রথবাড়ি মোড়ে পুলিশের তরফে আদিবাসীদের মিছিল যাওয়ার জন্য রবীন্দ্র অ্যাভিনিউ ফাঁকা করে দেওয়া হয়েছিল । রথবাড়ি মোড়ে উপস্থিত পুলিশকর্তারা আদিবাসীদের সেই পথ ধরে মিছিল নিয়ে যাওয়ার আবেদন জানান । আদিবাসীদের তাঁরা জানান, এই ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে । সেই মামলায় তফশিলি জাতি ও উপজাতি ধারাও যুক্ত করা হয়েছে । মূল অভিযুক্ত দ্রুত ধরা পড়বে । কিন্তু তাঁদের সেই আবেদনে সাড়া না দিয়ে রথবাড়ি মোড় অবরোধ করে রাখেন আদিবাসীরা ।

শেষ পর্যন্ত বেলা আড়াইটে নাগাদ অতিরিক্ত পুলিশ সুপার আশ্বাস দেন, 72 ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হবে । তারপরেই অবরোধ তুলে নেওয়া হয় । এদিন আদিবাসী সংগঠনগুলির একটি প্রতিনিধি দল নিজেদের দাবিতে পুলিশ সুপারকে স্মারকলিপিও জমা দেয় ।

আরও পড়ুন : Malda Gang Rape : ছাত্রীকে গণধর্ষণে অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে জাতীয় সড়ক অবরোধ মালদায়

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.