ETV Bharat / state

Malda Road Accident : গায়ে হলুদ পর্ব শেষ, হল না বিয়ে, দুর্ঘটনায় মৃত্যু যুবকের - 4 person died including a pregnant women

মালদায় মর্মান্তিক পথ দুর্ঘটনা (malda road accident)। পথ দুর্ঘটনায় মৃত্যু হবু বর-সহ আরও 3 জনের । মৃতদের মধ্য়ে এক জন অন্তঃসত্বা মহিলা ছিলেন ।

malda road accident
গায়ে হলুদ পর্ব শেষ,দুর্ঘটনায় মৃত্যু যুবকের
author img

By

Published : Feb 7, 2022, 11:18 AM IST

মালদা, 7 ফেব্রুয়ারি: সোমবার রাতেই ছিল বিয়ের লগ্ন । নিয়ম মেনে রবিবার গায়ে হলুদ পৌঁছে গিয়েছিল কন্যা পক্ষের বাড়িতে । কিন্তু বিয়ে আর হল না । মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হবু বর-সহ 4 জনের (4 person dead in a road accident) । রবিবার রাতে পুরাতন মালদার মুচিয়া গ্রামপঞ্চায়েতের মহামায়া মন্দির সংলগ্ন মালদা-নালাগোলা রাজ্য সড়কে ঘটে দুর্ঘটনাটি (malda road accident)। মৃতরা হলেন, দেবাশিস মণ্ডল (২৪), অনীক দাস (২৩) নেহা দাস (২২) ও সুব্রত শেঠ (২৫)। নেহা দাস মৃত অনীকের স্ত্রী । তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

আরও পড়ুন: Road Accident in Canning-Baruipur Road : বারুইপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু 2 মহিলার, গ্রেফতার 2

সূত্রের খবর, সোমবার সুব্রতর বিয়ের কথা ছিল । গতকাল তাঁর গায়ে হলুদ অনুষ্ঠান হয় । সেই অনুষ্ঠানের পর তাঁরা চারজন কোনও কারণে মালদা শহরে এসেছিলেন । বাড়ি ফেরার পথে মালদা-নালাগোলা রাজ্য সড়কের কাছে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে ধাক্কা মেরে উল্টে যায় । ঘটনাস্থলেই মৃত্যু হয় সুব্রত-সহ আরও দুই জনের ( 4 person died including a pregnant women) । দেবাশিস মণ্ডলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী প্রসেনজিৎ সিংহ । তিনি বলেন, "রবিবার রাতে আমি গাড়ি নিয়ে মালদার দিকে আসছিলাম। রাস্তায় দেখলাম, ওই গাড়িটি পড়ে রয়েছে। ওখানকার লোকজন আমার গাড়ি থামায় । দেবাশিস ওরফে চন্দন আমার পাড়ারই ছেলে । চন্দন বাইরে ছিটকে পড়েছিল । গাড়িতে তিনজন আটকে ছিল । ওকে আমার গাড়িতে তুলে মেডিক্যালে চলে আসি । কিন্তু গাড়িতেই সে মারা যায় । "

ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ । তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুর্ঘটনাগ্রস্ত গাড়িচালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন । গাড়ি থেকে মাদকের বোতলও উদ্ধার করেছে পুলিশ ।

মালদা, 7 ফেব্রুয়ারি: সোমবার রাতেই ছিল বিয়ের লগ্ন । নিয়ম মেনে রবিবার গায়ে হলুদ পৌঁছে গিয়েছিল কন্যা পক্ষের বাড়িতে । কিন্তু বিয়ে আর হল না । মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হবু বর-সহ 4 জনের (4 person dead in a road accident) । রবিবার রাতে পুরাতন মালদার মুচিয়া গ্রামপঞ্চায়েতের মহামায়া মন্দির সংলগ্ন মালদা-নালাগোলা রাজ্য সড়কে ঘটে দুর্ঘটনাটি (malda road accident)। মৃতরা হলেন, দেবাশিস মণ্ডল (২৪), অনীক দাস (২৩) নেহা দাস (২২) ও সুব্রত শেঠ (২৫)। নেহা দাস মৃত অনীকের স্ত্রী । তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

আরও পড়ুন: Road Accident in Canning-Baruipur Road : বারুইপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু 2 মহিলার, গ্রেফতার 2

সূত্রের খবর, সোমবার সুব্রতর বিয়ের কথা ছিল । গতকাল তাঁর গায়ে হলুদ অনুষ্ঠান হয় । সেই অনুষ্ঠানের পর তাঁরা চারজন কোনও কারণে মালদা শহরে এসেছিলেন । বাড়ি ফেরার পথে মালদা-নালাগোলা রাজ্য সড়কের কাছে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে ধাক্কা মেরে উল্টে যায় । ঘটনাস্থলেই মৃত্যু হয় সুব্রত-সহ আরও দুই জনের ( 4 person died including a pregnant women) । দেবাশিস মণ্ডলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী প্রসেনজিৎ সিংহ । তিনি বলেন, "রবিবার রাতে আমি গাড়ি নিয়ে মালদার দিকে আসছিলাম। রাস্তায় দেখলাম, ওই গাড়িটি পড়ে রয়েছে। ওখানকার লোকজন আমার গাড়ি থামায় । দেবাশিস ওরফে চন্দন আমার পাড়ারই ছেলে । চন্দন বাইরে ছিটকে পড়েছিল । গাড়িতে তিনজন আটকে ছিল । ওকে আমার গাড়িতে তুলে মেডিক্যালে চলে আসি । কিন্তু গাড়িতেই সে মারা যায় । "

ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ । তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুর্ঘটনাগ্রস্ত গাড়িচালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন । গাড়ি থেকে মাদকের বোতলও উদ্ধার করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.