ETV Bharat / state

চলছে পুলিশি ধরপাকড়, হেনস্থার অভিযোগ তুলে বাজার বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ীদের - হেনস্থার অভিযোগ তুলে বাজার বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ীদের

মালদা শহরের সবজির পাইকারি বাজার বসে ইংরেজবাজারের বাজার সমিতি চত্বরে ৷ এই বাজারে ব্যবসায়ীদের দু'টি সংগঠন রয়েছে ৷ ব্যবসায়ীদের অভিযোগ, লকডাউনের সময় রাস্তায় বেরতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েছেন তাঁরা। রোজ হেনস্থা হতে হচ্ছে । আর এর জেরেই আগামীদিনে বাজার বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 6, 2020, 12:28 PM IST

মালদা, 6 এপ্রিল : সবজি বিক্রি করতে গিয়ে পুলিশি ধরপাকড়ের সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা । তাঁদের অভিযোগ, যখনই বাজারে আসছেন, পুলিশি জেরার মুখে পড়ছেন তাঁরা । রোজকার এই জিজ্ঞাসাবাদ কোথাও যেন হেনস্থা হয়ে দাঁড়িয়েছে । তাই এবার এই পরিস্থিতির সমাধান চেয়ে ও যথাযথ পরিচয়পত্রের দাবিতে বাজার বন্ধের হুঁশিয়ারি দিল মালদার দুই পাইকারি ব্যবসায়ী সংগঠন ।

আজ 13 দিনে পড়ল লকডাউন ৷ কোরোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের এই সিদ্ধান্তে সাধারণ মানুষের যে অনেক সমস্যা হচ্ছে তা বলাই বাহুল্য ৷ সমস্যায় পড়েছেন মালদা শহরের বাসিন্দারাও ৷ অন্যান্য সমস্যা থাকলেও এখনও পর্যন্ত শহরবাসী খাদ্যসামগ্রী বা সবজি নিয়ে তেমন কোনও সমস্যায় পড়েননি । কারণ প্রতিদিন সকালেই প্রশাসনের বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়সীমায় বসছে সবজি বাজার ৷ তবে, সামাজিক দূরত্ব না মেনেই বাজারে ভিড় হচ্ছে প্রতিদিন । এতদিন তাই কোনও প্রতিবাদ প্রতিরোধ চোখে পড়েনি । তবে, ছবিটা দ্রুতই বদলে যেতে পারে । কারণ লকডাউনে সবজি বেচতে বেরিয়ে পুলিশি ধরপাকড়ের মুখে পড়ছেন ব্যবসায়ীরা। তাই পাইকারি বাজার বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন ব্যবসায়ীরা ৷ নিজেদের সমস্যা নিয়ে তাঁরা জেলা শাসকের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্তও নিয়েছেন ৷

মালদা শহরের সবজির পাইকারি বাজার বসে ইংরেজবাজার নিয়ন্ত্রিত বাজার সমিতি চত্বরে ৷ এই বাজারে ব্যবসায়ীদের দু'টি সংগঠন রয়েছে ৷ একটি সংগঠন স্থায়ী ব্যবসায়ীদের ৷ ওই ব্যবসায়ীরা মূলত আলু, পেঁয়াজ, আদা ও রসুনের ব্যবসা করে ৷ দ্বিতীয় সংগঠনটি ওই বাজারের খুচরো ব্যবসায়ীদের ৷ মূলত কাঁচা সবজির ব্যবসা । চাষিরাও নিজেদের উৎপাদিত সবজি এখানে নিয়ে আসেন ৷ প্রতিদিন রাত দু'টো থেকেই বাজারে সবজি নিয়ে ব্যবসায়ী ও চাষিদের আনাগোনা শুরু হয়ে যায় ৷ বাজার চলে সকাল 10 টা পর্যন্ত ৷ ব্যবসায়ীদের অভিযোগ, বাজার শেষ করে বাড়ি ফেরার পথে পুলিশের হেনস্থার শিকার হতে হচ্ছে ৷ তাঁদের অনেককে মারধরও করেছে পুলিশ ৷ এভাবে ব্যবসা চালানো সম্ভব হচ্ছে না ৷ তাই সমস্যা মেটাতে জেলা শাসকের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তিনি এই সমস্যার সমাধান না করতে পারলে বাধ্য হয়ে বাজার বন্ধ করে দিতে হবে ৷

ইংরেজবাজার নিয়ন্ত্রিত বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সম্পাদক তরুণ ঘোষ বলেন, "এত সমস্যার মধ্যেও মালদাবাসীর যাতে কোনও সমস্যা না হয় তার জন্য আমরা বাজার চালু রেখেছি ৷ এখনও পর্যন্ত শহর ও শহরতলি এলাকায় কাঁচা সবজির কোনও আকাল দেখা দেয়নি ৷ বর্তমান পরিস্থিতিতে সবজির দামও আমরা বাড়তে দিইনি ৷ কিন্তু সমস্যা হচ্ছে, বাজারে আসার সময় কোনও ঝামেলা না হলেও বাজার শেষ করে বাড়ি ফেরার সময় তা পোহাতে হচ্ছে ৷ সকাল 10টায় বাজার শেষ করার পর দোকান বন্ধ করতে আরও ঘণ্টা দুয়েক সময় লেগে যায় ৷ তারপরই কর্মীরা ঘরে ফিরতে পারেন ৷ এই কর্মীদের প্রায় সবাই পুরাতন মালদা কিংবা ইংরেজবাজার ব্লকের বাসিন্দা ৷ বাড়ি ফেরার সময় পুলিশ তাঁদের হেনস্থা করে ৷ ইতিমধ্যে কয়েকজন কর্মীকে পুলিশ মারধরও করেছে ৷ কারণ, তাঁদের কাছে কোনও পরিচয়পত্র নেই ৷ তাই আমরা এনিয়ে জেলা শাসকের দ্বারস্থ হচ্ছি ৷ তাঁর কাছে আমাদের আবেদন, লকডাউনে আমাদের জন্য প্রশাসনিকভাবে পরিচয়পত্রের ব্যবস্থা করা হোক ৷ তা না হলে কিন্তু আমরা ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হব ৷ এতে মানুষের সমস্যা আরও বাড়বে ৷"

মালদা, 6 এপ্রিল : সবজি বিক্রি করতে গিয়ে পুলিশি ধরপাকড়ের সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা । তাঁদের অভিযোগ, যখনই বাজারে আসছেন, পুলিশি জেরার মুখে পড়ছেন তাঁরা । রোজকার এই জিজ্ঞাসাবাদ কোথাও যেন হেনস্থা হয়ে দাঁড়িয়েছে । তাই এবার এই পরিস্থিতির সমাধান চেয়ে ও যথাযথ পরিচয়পত্রের দাবিতে বাজার বন্ধের হুঁশিয়ারি দিল মালদার দুই পাইকারি ব্যবসায়ী সংগঠন ।

আজ 13 দিনে পড়ল লকডাউন ৷ কোরোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের এই সিদ্ধান্তে সাধারণ মানুষের যে অনেক সমস্যা হচ্ছে তা বলাই বাহুল্য ৷ সমস্যায় পড়েছেন মালদা শহরের বাসিন্দারাও ৷ অন্যান্য সমস্যা থাকলেও এখনও পর্যন্ত শহরবাসী খাদ্যসামগ্রী বা সবজি নিয়ে তেমন কোনও সমস্যায় পড়েননি । কারণ প্রতিদিন সকালেই প্রশাসনের বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়সীমায় বসছে সবজি বাজার ৷ তবে, সামাজিক দূরত্ব না মেনেই বাজারে ভিড় হচ্ছে প্রতিদিন । এতদিন তাই কোনও প্রতিবাদ প্রতিরোধ চোখে পড়েনি । তবে, ছবিটা দ্রুতই বদলে যেতে পারে । কারণ লকডাউনে সবজি বেচতে বেরিয়ে পুলিশি ধরপাকড়ের মুখে পড়ছেন ব্যবসায়ীরা। তাই পাইকারি বাজার বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন ব্যবসায়ীরা ৷ নিজেদের সমস্যা নিয়ে তাঁরা জেলা শাসকের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্তও নিয়েছেন ৷

মালদা শহরের সবজির পাইকারি বাজার বসে ইংরেজবাজার নিয়ন্ত্রিত বাজার সমিতি চত্বরে ৷ এই বাজারে ব্যবসায়ীদের দু'টি সংগঠন রয়েছে ৷ একটি সংগঠন স্থায়ী ব্যবসায়ীদের ৷ ওই ব্যবসায়ীরা মূলত আলু, পেঁয়াজ, আদা ও রসুনের ব্যবসা করে ৷ দ্বিতীয় সংগঠনটি ওই বাজারের খুচরো ব্যবসায়ীদের ৷ মূলত কাঁচা সবজির ব্যবসা । চাষিরাও নিজেদের উৎপাদিত সবজি এখানে নিয়ে আসেন ৷ প্রতিদিন রাত দু'টো থেকেই বাজারে সবজি নিয়ে ব্যবসায়ী ও চাষিদের আনাগোনা শুরু হয়ে যায় ৷ বাজার চলে সকাল 10 টা পর্যন্ত ৷ ব্যবসায়ীদের অভিযোগ, বাজার শেষ করে বাড়ি ফেরার পথে পুলিশের হেনস্থার শিকার হতে হচ্ছে ৷ তাঁদের অনেককে মারধরও করেছে পুলিশ ৷ এভাবে ব্যবসা চালানো সম্ভব হচ্ছে না ৷ তাই সমস্যা মেটাতে জেলা শাসকের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তিনি এই সমস্যার সমাধান না করতে পারলে বাধ্য হয়ে বাজার বন্ধ করে দিতে হবে ৷

ইংরেজবাজার নিয়ন্ত্রিত বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সম্পাদক তরুণ ঘোষ বলেন, "এত সমস্যার মধ্যেও মালদাবাসীর যাতে কোনও সমস্যা না হয় তার জন্য আমরা বাজার চালু রেখেছি ৷ এখনও পর্যন্ত শহর ও শহরতলি এলাকায় কাঁচা সবজির কোনও আকাল দেখা দেয়নি ৷ বর্তমান পরিস্থিতিতে সবজির দামও আমরা বাড়তে দিইনি ৷ কিন্তু সমস্যা হচ্ছে, বাজারে আসার সময় কোনও ঝামেলা না হলেও বাজার শেষ করে বাড়ি ফেরার সময় তা পোহাতে হচ্ছে ৷ সকাল 10টায় বাজার শেষ করার পর দোকান বন্ধ করতে আরও ঘণ্টা দুয়েক সময় লেগে যায় ৷ তারপরই কর্মীরা ঘরে ফিরতে পারেন ৷ এই কর্মীদের প্রায় সবাই পুরাতন মালদা কিংবা ইংরেজবাজার ব্লকের বাসিন্দা ৷ বাড়ি ফেরার সময় পুলিশ তাঁদের হেনস্থা করে ৷ ইতিমধ্যে কয়েকজন কর্মীকে পুলিশ মারধরও করেছে ৷ কারণ, তাঁদের কাছে কোনও পরিচয়পত্র নেই ৷ তাই আমরা এনিয়ে জেলা শাসকের দ্বারস্থ হচ্ছি ৷ তাঁর কাছে আমাদের আবেদন, লকডাউনে আমাদের জন্য প্রশাসনিকভাবে পরিচয়পত্রের ব্যবস্থা করা হোক ৷ তা না হলে কিন্তু আমরা ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হব ৷ এতে মানুষের সমস্যা আরও বাড়বে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.