মালদা, 31 অক্টোবর: এটাই বোধহয় মানবিকতা ৷ মাস কয়েক আগেও যে এলাকায় শেয়ালের হামলায় একাধিক গ্রামবাসী আহত হয়েছিলেন, ঠিক সেই এলাকাতেই চৌবাচ্চায় পড়ে যাওয়া একটি শেয়ালকে উদ্ধার করলেন গ্রামবাসীরা(Locals Rescued a Fox From a Water Body)৷ সোমবার সকালে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরে ৷
হরিশ্চন্দ্রপুর আইটিআই কলেজের মাঠের একধারে একটি খোলা চৌবাচ্চা রয়েছে ৷ রবিবার রাতে তাতে একটি শেয়াল পড়ে যায় ৷ রাতেই গ্রামবাসীরা তা দেখতে পান ৷ কিন্তু অন্ধকারে উদ্ধার না-করতে পারায় সোমবার সকাল হতেই তাঁরা শেয়ালটিকে উদ্ধারের চেষ্টা শুরু করেন ৷ খবর দেওয়া হয় বন বিভাগেও ৷ তবে বনকর্মীরা আসার আগেই তাঁরা শেয়ালটিকে উদ্ধার করেন ৷ এই ঘটনার পর গ্রামবাসীরা ওই চৌবাচ্চাটকে ঢেকে দেওয়ার দাবি তুলেছেন ৷ তাঁদের বক্তব্য, আইটিআই মাঠে খেলার সময় যে কোনও সময় খোলা চৌবাচ্চায় পড়ে যেতে পারে বাচ্চারাও ৷ সেক্ষেত্রে বড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারে ৷
এই বিষয়ে স্থানীয় বাসিন্দা প্রদ্যোৎকুমার ঘোষ বলেন, "গতকাল রাতেই শুনতে পাই, আইটিআই মাঠের চৌবাচ্চায় একটা শেয়াল পড়ে গিয়েছে ৷ আজ সকালে ওই চৌবাচ্চায় জল ঢেলে আমরা শেয়ালটিকে উদ্ধারের চেষ্টা করি ৷"
উল্লেখ্য, কয়েকমাস আগে হরিশ্চন্দ্রপুরের একাধিক গ্রামে শেয়ালের হামলায় জখম হন অনেক মানুষ ৷ আতঙ্কে রাতে গ্রামবাসীরা একা বাড়ির বাইরে বেরোনো বন্ধ করে দিয়েছিলেন ৷ তাঁদের রোষে কয়েকটি শেয়ালের প্রাণও গিয়েছিল ৷ ঠিক সেই জায়গায় বিপন্ন একটি বন্যপ্রাণকে বাঁচাতে আজ গ্রামবাসীরা যে ভূমিকা নিয়েছেন, তাকে স্বাগত জানাচ্ছেন পরিবেশপ্রেমীরা ৷
আরও পড়ুন : হরিশ্চন্দ্রপুরে একপাল শিয়ালের হামলায় আহত 40 ; পিটিয়ে মারা হল দুই শ্বাপদকে