ETV Bharat / state

Youths Beaten Up: ফের চোর সন্দেহে গণপিটুনির অভিযোগ, এবার মালদা ও জলপাইগুড়িতে - গণপিটুনি

Locals Allegedly Beaten up Youths: পাকুয়াহাটকাণ্ডের ক্ষত এখনও টাটকা । তার মধ্যেই ফের গণপিটুনির অভিযোগ । মালদা ও জলপাইগুড়িতে চোর সন্দেহে গণপিটুনির অভিযোগ উঠল ৷ ধৃত যুবকদের বেধড়ক মার ক্ষিপ্ত জনতার ৷

Youths Beaten Up
যুবকদেরকে গণপিটুনি
author img

By

Published : Jul 27, 2023, 12:40 PM IST

Updated : Jul 27, 2023, 1:14 PM IST

ফের চোর সন্দেহে গণপিটুনির অভিযোগ

মালদা ও জলপাইগুড়ি, 27 জুলাই: পাকুয়াহাটের ঘটনার রেশ এখনও কাটেনি ৷ তারই মধ্যে আবারও গণপ্রহারের অভিযোগ উঠল ৷ এবার ঘটনাস্থল মালদা ও জলপাইগুড়ি ৷ দুটি জায়গায় চোর সন্দেহে যুবকদের বেধড়ক মারধরের অভিযোগ ৷ মালদায় গাড়ি চুরি করে পালাতে গিয়ে ধরা পড়ে যায় এক যুবক বলে অভিযোগ ৷ এরপরেই ক্ষিপ্ত জনতার রোষ আছড়ে পড়ে তাঁর উপর ৷ খবর পেয়ে পুলিশ তাঁকে প্রায় আধমরা অবস্থায় উদ্ধার করে নিয়ে যায় ৷ বর্তমানে তিনি মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷

একদিকে যখন পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের সোনাঝুরি গ্রামের এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ অন্যদিকে একই ঘটনা ঘটেছে জলপাইগুড়িতেও ৷ অভিযোগ, জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের কানাপাড়া এলাকায় চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ে যায় এক যুবক ৷ এরপর বেধড়ক মারধর করে তাঁকে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসীরা ৷ গুরুতর আহত অবস্থায় কোতয়ালি থানার পুলিশ ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায় ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে একটি পিক আপ ভ্যানের চালক পুরাতন মালদার নারায়ণপুরের একটি পেট্রল পাম্পে গাড়ি রেখে পাশেই ভাড়া আদায় করতে গিয়েছিলেন ৷ ঠিক সেই সময় এক যুবক পেট্রল পাম্প থেকে তাঁর পিক আপ ভ্যানটি নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ ৷ সূত্রের দাবি, সৌভাগ্যবশত ওই গাড়িটিতে জিপিএস অ্যাকটিভেট করা ছিল ৷ চালক পেট্রল পাম্পে এসে গাড়ি দেখতে না পেয়ে তাঁর মোবাইল ফোনে গাড়ির লোকেশন খুঁজতে শুরু করেন ৷ দেখেন, গাড়িটি সোনাঝুরি গ্রামের দিকে যাচ্ছে ৷ তিনি চিৎকার করে লোকজন ডাকেন ৷ সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয়ে যান বেশ কয়েকজন ৷ তাঁদের মধ্যে 3-4 জন বাইক নিয়ে পিক আপ ভ্যানটি যেদিকে গিয়েছে, সেদিকে ছোটেন ৷

আরও পড়ুন: দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের ভিডিয়ো নিয়ে সরব বিজেপি, তদন্তে মালদা পুলিশ

জানা গিয়েছে, এ দিকে যে যুবক গাড়িটি চুরি করে পালাচ্ছিলেন, সোনাঝুড়ি গ্রামের কাছে এসে সে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ৷ পিক আপ ভ্যানটি একটি গর্তে পড়ে যায় ৷ সেই দুর্ঘটনা নজরে আসতে গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে আসেন ৷ তাঁরা চালক ওই যুবককে গাড়ি থেকে বের করে আনেন ৷ তখনই ঘটনাস্থলে চলে আসেন গাড়ির আসল চালক সহ 3-4 জন ৷ তাঁরা গ্রামবাসীদের গোটা ঘটনা খুলে বলতেই ক্ষিপ্ত মানুষজনের রোষ আছড়ে পড়ে যুবকের উপর ৷ দড়ি দিয়ে তাকে বেঁধে রেখে গণপিটুনি দেওয়া হয় বলে অভিযোগ ৷ খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে চলে আসে মালদা থানার পুলিশ ৷ ক্ষিপ্ত জনতার হাত থেকে উদ্ধার করে পুলিশকর্মীরা ওই যুবককে মালদা মেডিক্যালে নিয়ে যান ৷ পুলিশি প্রহরায় সেখানেই চিকিৎসাধীন ওই যুবক ৷ পুলিশ ওই পিক আপ ভ্যানটিও থানায় নিয়ে গিয়েছে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই পিক আপ ভ্যানটির মালিক সুবোধ ঘোষ ৷ তিনি কালিয়াচক 3 নম্বর ব্লকের রাজনগর গ্রামের বাসিন্দা ৷ তিনি নিজের গাড়ি পুরাতন মালদার মাধাইপুরের এক ব্যক্তিকে লিজে দিয়েছেন ৷ যে যুবক গাড়িটি চুরি করে পালাচ্ছিলেন, তাঁর নাম সুব্রত বিশ্বাস ৷ বয়স 21 বছর ৷ বাড়ি পুরাতন মালদারই যাত্রাডাঙা গ্রাম পঞ্চায়েতের রানিরগড় গ্রামে ৷ এই ঘটনায় তদন্তে নেমে মালদা থানার পুলিশ গাড়ি চোরাই চক্রের আরও দুই সদস্যকে আটক করেছে ৷ তবে সুব্রত মেডিক্যালে চিকিৎসাধীন থাকায় এখনও পর্যন্ত কাউকে আদালতে পেশ করা হয়নি ৷

আরও পড়ুন: পাকুয়াহাটের ঘটনায় আলোচনার জন্য লোকসভার সেক্রেটারি জেনারেলকে চিঠি সাংসদ খগেনের

সোনাঝুরির এক বাসিন্দা মানিক সরকার বলছেন, "গতকাল রাতে ওই সময় আমি এই রাস্তা দিয়ে ফিরছিলাম ৷ শুনি, একটি পিক আপ ভ্যান নিয়ে ওই যুবকটি পালাচ্ছিল ৷ ওঁরা নাকি তিনজন ছিল ৷ মাছের পিক আপ ভ্যান চুরি করে পালানোর সময় ধরা পড়া যুবককে অল্পবিস্তর মারধর করা হয় ৷ পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যায় ৷ তবে এই এলাকায় মাঝেমধ্যেই মোটরবাইক-সহ অন্যান্য গাড়ি চুরি হয় ৷ পুলিশ এ নিয়ে যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিক ৷"

এ দিকে জলপাইগুড়ির ঘটনা নিয়ে কানাপাড়ার এক বাসিন্দা বিপ্লব রায় বলেন, "এই এলাকায় বহুদিন ধরে গরু চুরি হচ্ছে ৷ মানুষজন সবসময় আতঙ্কে থাকেন ৷ আমাদের পাশের গ্রামেও সিঁদ কেটে মোবাইল ফোন-সহ টাকাপয়সা চুরি হয়েছে ৷ ইদানিং এলাকায় বেড়ে গিয়েছে চোরের উপদ্রব ৷ গতকাল তিনজন চুরি করতে গ্রামে ঢোকে ৷ চুরি করার সময় একজন হাতেনাতে ধরা পড়ে যায় ৷ তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ তবে বাকি দু'জন পালিয়ে গিয়েছে ৷ আমরা চাই, পুলিশ এই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করুক ৷"

ফের চোর সন্দেহে গণপিটুনির অভিযোগ

মালদা ও জলপাইগুড়ি, 27 জুলাই: পাকুয়াহাটের ঘটনার রেশ এখনও কাটেনি ৷ তারই মধ্যে আবারও গণপ্রহারের অভিযোগ উঠল ৷ এবার ঘটনাস্থল মালদা ও জলপাইগুড়ি ৷ দুটি জায়গায় চোর সন্দেহে যুবকদের বেধড়ক মারধরের অভিযোগ ৷ মালদায় গাড়ি চুরি করে পালাতে গিয়ে ধরা পড়ে যায় এক যুবক বলে অভিযোগ ৷ এরপরেই ক্ষিপ্ত জনতার রোষ আছড়ে পড়ে তাঁর উপর ৷ খবর পেয়ে পুলিশ তাঁকে প্রায় আধমরা অবস্থায় উদ্ধার করে নিয়ে যায় ৷ বর্তমানে তিনি মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷

একদিকে যখন পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের সোনাঝুরি গ্রামের এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ অন্যদিকে একই ঘটনা ঘটেছে জলপাইগুড়িতেও ৷ অভিযোগ, জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের কানাপাড়া এলাকায় চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ে যায় এক যুবক ৷ এরপর বেধড়ক মারধর করে তাঁকে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসীরা ৷ গুরুতর আহত অবস্থায় কোতয়ালি থানার পুলিশ ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায় ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে একটি পিক আপ ভ্যানের চালক পুরাতন মালদার নারায়ণপুরের একটি পেট্রল পাম্পে গাড়ি রেখে পাশেই ভাড়া আদায় করতে গিয়েছিলেন ৷ ঠিক সেই সময় এক যুবক পেট্রল পাম্প থেকে তাঁর পিক আপ ভ্যানটি নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ ৷ সূত্রের দাবি, সৌভাগ্যবশত ওই গাড়িটিতে জিপিএস অ্যাকটিভেট করা ছিল ৷ চালক পেট্রল পাম্পে এসে গাড়ি দেখতে না পেয়ে তাঁর মোবাইল ফোনে গাড়ির লোকেশন খুঁজতে শুরু করেন ৷ দেখেন, গাড়িটি সোনাঝুরি গ্রামের দিকে যাচ্ছে ৷ তিনি চিৎকার করে লোকজন ডাকেন ৷ সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয়ে যান বেশ কয়েকজন ৷ তাঁদের মধ্যে 3-4 জন বাইক নিয়ে পিক আপ ভ্যানটি যেদিকে গিয়েছে, সেদিকে ছোটেন ৷

আরও পড়ুন: দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের ভিডিয়ো নিয়ে সরব বিজেপি, তদন্তে মালদা পুলিশ

জানা গিয়েছে, এ দিকে যে যুবক গাড়িটি চুরি করে পালাচ্ছিলেন, সোনাঝুড়ি গ্রামের কাছে এসে সে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ৷ পিক আপ ভ্যানটি একটি গর্তে পড়ে যায় ৷ সেই দুর্ঘটনা নজরে আসতে গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে আসেন ৷ তাঁরা চালক ওই যুবককে গাড়ি থেকে বের করে আনেন ৷ তখনই ঘটনাস্থলে চলে আসেন গাড়ির আসল চালক সহ 3-4 জন ৷ তাঁরা গ্রামবাসীদের গোটা ঘটনা খুলে বলতেই ক্ষিপ্ত মানুষজনের রোষ আছড়ে পড়ে যুবকের উপর ৷ দড়ি দিয়ে তাকে বেঁধে রেখে গণপিটুনি দেওয়া হয় বলে অভিযোগ ৷ খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে চলে আসে মালদা থানার পুলিশ ৷ ক্ষিপ্ত জনতার হাত থেকে উদ্ধার করে পুলিশকর্মীরা ওই যুবককে মালদা মেডিক্যালে নিয়ে যান ৷ পুলিশি প্রহরায় সেখানেই চিকিৎসাধীন ওই যুবক ৷ পুলিশ ওই পিক আপ ভ্যানটিও থানায় নিয়ে গিয়েছে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই পিক আপ ভ্যানটির মালিক সুবোধ ঘোষ ৷ তিনি কালিয়াচক 3 নম্বর ব্লকের রাজনগর গ্রামের বাসিন্দা ৷ তিনি নিজের গাড়ি পুরাতন মালদার মাধাইপুরের এক ব্যক্তিকে লিজে দিয়েছেন ৷ যে যুবক গাড়িটি চুরি করে পালাচ্ছিলেন, তাঁর নাম সুব্রত বিশ্বাস ৷ বয়স 21 বছর ৷ বাড়ি পুরাতন মালদারই যাত্রাডাঙা গ্রাম পঞ্চায়েতের রানিরগড় গ্রামে ৷ এই ঘটনায় তদন্তে নেমে মালদা থানার পুলিশ গাড়ি চোরাই চক্রের আরও দুই সদস্যকে আটক করেছে ৷ তবে সুব্রত মেডিক্যালে চিকিৎসাধীন থাকায় এখনও পর্যন্ত কাউকে আদালতে পেশ করা হয়নি ৷

আরও পড়ুন: পাকুয়াহাটের ঘটনায় আলোচনার জন্য লোকসভার সেক্রেটারি জেনারেলকে চিঠি সাংসদ খগেনের

সোনাঝুরির এক বাসিন্দা মানিক সরকার বলছেন, "গতকাল রাতে ওই সময় আমি এই রাস্তা দিয়ে ফিরছিলাম ৷ শুনি, একটি পিক আপ ভ্যান নিয়ে ওই যুবকটি পালাচ্ছিল ৷ ওঁরা নাকি তিনজন ছিল ৷ মাছের পিক আপ ভ্যান চুরি করে পালানোর সময় ধরা পড়া যুবককে অল্পবিস্তর মারধর করা হয় ৷ পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যায় ৷ তবে এই এলাকায় মাঝেমধ্যেই মোটরবাইক-সহ অন্যান্য গাড়ি চুরি হয় ৷ পুলিশ এ নিয়ে যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিক ৷"

এ দিকে জলপাইগুড়ির ঘটনা নিয়ে কানাপাড়ার এক বাসিন্দা বিপ্লব রায় বলেন, "এই এলাকায় বহুদিন ধরে গরু চুরি হচ্ছে ৷ মানুষজন সবসময় আতঙ্কে থাকেন ৷ আমাদের পাশের গ্রামেও সিঁদ কেটে মোবাইল ফোন-সহ টাকাপয়সা চুরি হয়েছে ৷ ইদানিং এলাকায় বেড়ে গিয়েছে চোরের উপদ্রব ৷ গতকাল তিনজন চুরি করতে গ্রামে ঢোকে ৷ চুরি করার সময় একজন হাতেনাতে ধরা পড়ে যায় ৷ তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ তবে বাকি দু'জন পালিয়ে গিয়েছে ৷ আমরা চাই, পুলিশ এই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করুক ৷"

Last Updated : Jul 27, 2023, 1:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.