ETV Bharat / state

Panchayat Elections 2023: ঐক্য ভেঙে উত্তরের দুই জেলার পঞ্চায়েত ভোটে সম্মুখসমরে সিপিএম ও আরএসপি - পঞ্চায়েত নির্বাচন

মালদা ও দক্ষিণ দিনাজপুরের ছ’টি জেলা পরিষদ আসনে মুখোমুখি লড়াই করছে সিপিএম ও আরএসপি ৷ আরএসপি বামফ্রন্টের বড় শরিক সিপিএমের বিরুদ্ধে তাদের গুরুত্ব না দেওয়ার অভিযোগ করেছে ৷ অন্যদিকে আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়ার কথা বলছে সিপিএম ৷

Panchayat Elections 2023
Panchayat Elections 2023
author img

By

Published : Jun 16, 2023, 4:28 PM IST

পঞ্চায়েত ভোটে সিপিএম ও আরএসপির সম্মুখসমর নিয়ে দুই দলের দুই নেতার বক্তব্য

মালদা, 16 জুন: 1977 সালের জানুয়ারি, দেশের রাজনৈতিক ময়দানে সদর্প পদচারণার উদ্দেশ্যে গঠিত হয়েছিল বামফ্রন্ট ৷ প্রথমে ছ’টি দলকে নিয়ে এই ফ্রন্ট তৈরি হয় ৷ পরবর্তীতে আরও কয়েকটি দল ফ্রন্টে মিশে যায় ৷ প্রথম থেকেই এই ফ্রন্টের ব্যাটন রয়েছে সিপিএমের হাতে ৷ কিন্তু এবারের পঞ্চায়েত নির্বাচনে সেই ঐক্য ভেঙে খানখান মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায় ৷ মনোনয়ন জমা পর্ব শেষে দেখা যাচ্ছে, দুই জেলার ছ’টি আসনে সম্মুখসমরে সিপিএম ও আরএসপি ৷

শুক্রবার আরএসপির মালদা জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডে ইটিভি ভারতকে বলেন, “জেলা বামফ্রন্টে যে ঐক্য নেই, তা বলব না ৷ তৃণমূল-বিজেপির বিরুদ্ধে নীতিগত লড়াইয়ে আমাদের অবশ্যই ঐক্য রয়েছে ৷ যদিও পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমাদের বড় শরিক যত বেশি সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করছে, এতে অন্যান্য শরিক দলগুলি গুরুত্বহীন হয়ে পড়ছে ৷’’

Panchayat Elections 2023
মালদা জেলায় আরএসপির দফতর

একই সঙ্গে তিনি জানিয়েছেন, 2013 সালের আগে মালদায় পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্টের জোট হত না ৷ 2013 সালে বামফ্রন্ট এক হয়ে মালদা জেলা পরিষদের চারটি আসনে লড়াই করে ৷ 2018-র পঞ্চায়েত নির্বাচনে আরএসপিকে দু’টি আসন কম দেওয়া হয় ৷ সেই কারণে এবার 2013 সালের ফর্মুলা মেনে বাম শরিকদের মধ্যে আসন বণ্টনের প্রস্তাব দেওয়া হয়েছিল ৷ অর্থাৎ তাঁদের চারটির সঙ্গে আরও একটি আসন দেওয়ার দাবি প্রস্তাব দেওয়া হয়েছিল ৷ যেহেতু এবার মালদা জেলা পরিষদের আসন সংখ্যা 38 থেকে বেড়ে 43 হয়েছে, তাই এই দাবি করা হয় ৷

আরও পড়ুন: তৃণমূল ছাড়ার ঢল, তিন জেলায় পুরোনো গড় পুনরুদ্ধারে মগ্ন কংগ্রেস

এর পর তিনি বলেন, ‘‘কিন্তু অদ্ভুতভাবে জেলা বামফ্রন্টের আহ্বায়ক বিষয়টি এড়িয়ে যেতে শুরু করেন ৷ তিনি বৈঠক ডাকতেও গরিমসি শুরু করেন ৷ অনেক বলার পর দু’একটি ভাসা ভাসা বৈঠক করেন ৷ তিনি বারবার বলতে শুরু করেন, কংগ্রেস কিছু বলছে না ৷ আমরা কংগ্রেসকে নিয়েই তাঁকে বৈঠক ডাকতে বলি ৷ যাতে সিপিএম-কংগ্রেস নয়, বাম-কংগ্রেস আসন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ৷ তিনি বৈঠক ডাকেননি ৷’’

এর পর তিনি আরও জানান, প্রথম থেকেই সিপিএম-কংগ্রেসের আসন রফা নিয়ে কথা হচ্ছে ৷ একেবারে শেষ মুহূর্তে সিপিএমের জেলা সম্পাদক তথা জেলা বামফ্রন্টের আহ্বায়ক আরএসপিকে ডেকে ভোটে লড়াই না করার প্রস্তাব দেন ৷ কারণ, কংগ্রেস নাকি আসন ছাড়ছে না ৷ তাই তাঁরা সিপিএমের বিরুদ্ধে সম্মুখসমরে নামার সিদ্ধান্ত নেন বলে সর্বানন্দ পাণ্ডে জানিয়েছেন ৷

Panchayat Elections 2023
মালদা জেলায় সিপিএমের দফতর

তাঁর কথায়, অন্য বাম শরিকদের বিষয়ে তাঁরা জানেন না ৷ কিন্তু বিজেপি-তৃণমূলকে হারাতেই তাঁরা ভোটে বাম ঐক্য চেয়েছিলেন ৷ কিন্তু সিপিএমের কাছে বাম শরিকদের থেকে কংগ্রেসের গুরুত্ব বেশি ৷ এর পর সিপিএমের দিকে তিনি বলেন, ‘‘আমরা তৃণমূল-বিজেপির বিরুদ্ধে লড়াই করব৷ একটা কথা বলতে পারি, বাম ঐক্য রক্ষার দায়িত্ব শুধু আরএসপির নয়, বড় শরিক সিপিএমেরও বড় দায়িত্ব ৷ তারা যদি এই দায়িত্ব পালন না করে, তবে সমস্যা রয়েছে ৷ শুধু আমাদের আত্মত্যাগ করতে হলে তো দলটাই তুলে দিতে হবে ৷”

আরও পড়ুন: একই আসনে শাসকদলের হয়ে মনোনয়ন জমা দিলেন স্বামী-স্ত্রী

সিপিএমের জেলা সম্পাদক তথা জেলা বামফ্রন্টের আহ্বায়ক অম্বর মিত্র বলেন, “আরএসপি জেলা পরিষদের কয়েকটি আসনে নিজেদের ইচ্ছেয় প্রার্থী দিয়েছে ৷ কিন্তু গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসনগুলির ক্ষেত্রে জেলার প্রতিটি ব্লকেই দু’দলের ব্লক নেতৃত্বের সঙ্গে আলোচনা হয়েছে ৷ অন্য শরিক দলগুলির সঙ্গেও বৈঠক হয়েছে ৷ তবু কোথাও কিছু ভুল বোঝাবুঝি থাকতে পারে ৷ এসব আগামী 20 জুন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের আগেই মিটিয়ে নেওয়ার জন্য আমাদের ব্লক নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে ৷’’

তিনি জানিয়েছেন, আগের নির্বাচনগুলিতে যে আসনে যে দল লড়াই করেছে, এবারও তারা সেই আসনে লড়াই করবে ৷ সেই নির্দিষ্ট ফর্মুলা মেনে জেলা পরিষদের আসন নিয়েও বারবার আলোচনা হয়েছে ৷ আরএসপিও ওই আলোচনায় ছিল ৷ তার পরও আরএসপি জেলা পরিষদে একাই লড়ছে ৷ তার পরও ভুল বোঝাবুঝি মেটাতে ফের আলোচনা হবে বলে তিনি জানান ৷

একই সঙ্গে তিনি বলেছেন, ‘‘তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আমরা আরও রাজনৈতিক দলকে সঙ্গী হিসাবে পেতে চাই ৷ এক্ষেত্রে কংগ্রেস দলও রয়েছে ৷ তাদের সঙ্গেও আমাদের একাধিকবার আলোচনা হয়েছে ৷ দু’দলই অনেক আসনে প্রার্থী দিয়েছে ৷ 20 জুনের আগে তাদের সঙ্গেও আলোচনা করে বিরোধ যতটা সম্ভব কমিয়ে আনা হবে ৷ এতে কংগ্রেস যে আমাদের বেশি আপন, সেটা ঠিক নয় ৷’’ তিনি মনে করিয়ে দিয়েছেন, ষোলোর বিধানসভা নির্বাচন থেকেই কংগ্রেসের সঙ্গে বামফ্রন্টের আসন রফা হচ্ছে ৷ তাতে ভালো ফলও মিলেছে ৷ তাঁদের একটাই লক্ষ্য, তৃণমূল ও বিজেপির গ্রাস থেকে রাজ্যকে মুক্ত করা ৷

আরও পড়ুন: রাস্তা ও সেতু না পেয়ে ভোট থেকে মুখ ফেরালেন গ্রামবাসীরা

উল্লেখ্য, মালদা জেলায় আরএসপি মানিকচক, চাঁচল, বামনগোলা ও গাজোলে একটি করে জেলা পরিষদ আসনে প্রার্থী দিয়েছে ৷ দক্ষিণ দিনাজপুরের হিলিতেও দু’টি জেলা পরিষদ আসনে প্রার্থী দিয়েছে কোদাল-বেলচা ৷ ফলে গৌড়বঙ্গের দুই জেলার ছ’টি জেলা পরিষদ আসনে এবার সম্মুখসমরে সিপিএম-আরএসপি ৷

পঞ্চায়েত ভোটে সিপিএম ও আরএসপির সম্মুখসমর নিয়ে দুই দলের দুই নেতার বক্তব্য

মালদা, 16 জুন: 1977 সালের জানুয়ারি, দেশের রাজনৈতিক ময়দানে সদর্প পদচারণার উদ্দেশ্যে গঠিত হয়েছিল বামফ্রন্ট ৷ প্রথমে ছ’টি দলকে নিয়ে এই ফ্রন্ট তৈরি হয় ৷ পরবর্তীতে আরও কয়েকটি দল ফ্রন্টে মিশে যায় ৷ প্রথম থেকেই এই ফ্রন্টের ব্যাটন রয়েছে সিপিএমের হাতে ৷ কিন্তু এবারের পঞ্চায়েত নির্বাচনে সেই ঐক্য ভেঙে খানখান মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায় ৷ মনোনয়ন জমা পর্ব শেষে দেখা যাচ্ছে, দুই জেলার ছ’টি আসনে সম্মুখসমরে সিপিএম ও আরএসপি ৷

শুক্রবার আরএসপির মালদা জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডে ইটিভি ভারতকে বলেন, “জেলা বামফ্রন্টে যে ঐক্য নেই, তা বলব না ৷ তৃণমূল-বিজেপির বিরুদ্ধে নীতিগত লড়াইয়ে আমাদের অবশ্যই ঐক্য রয়েছে ৷ যদিও পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমাদের বড় শরিক যত বেশি সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করছে, এতে অন্যান্য শরিক দলগুলি গুরুত্বহীন হয়ে পড়ছে ৷’’

Panchayat Elections 2023
মালদা জেলায় আরএসপির দফতর

একই সঙ্গে তিনি জানিয়েছেন, 2013 সালের আগে মালদায় পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্টের জোট হত না ৷ 2013 সালে বামফ্রন্ট এক হয়ে মালদা জেলা পরিষদের চারটি আসনে লড়াই করে ৷ 2018-র পঞ্চায়েত নির্বাচনে আরএসপিকে দু’টি আসন কম দেওয়া হয় ৷ সেই কারণে এবার 2013 সালের ফর্মুলা মেনে বাম শরিকদের মধ্যে আসন বণ্টনের প্রস্তাব দেওয়া হয়েছিল ৷ অর্থাৎ তাঁদের চারটির সঙ্গে আরও একটি আসন দেওয়ার দাবি প্রস্তাব দেওয়া হয়েছিল ৷ যেহেতু এবার মালদা জেলা পরিষদের আসন সংখ্যা 38 থেকে বেড়ে 43 হয়েছে, তাই এই দাবি করা হয় ৷

আরও পড়ুন: তৃণমূল ছাড়ার ঢল, তিন জেলায় পুরোনো গড় পুনরুদ্ধারে মগ্ন কংগ্রেস

এর পর তিনি বলেন, ‘‘কিন্তু অদ্ভুতভাবে জেলা বামফ্রন্টের আহ্বায়ক বিষয়টি এড়িয়ে যেতে শুরু করেন ৷ তিনি বৈঠক ডাকতেও গরিমসি শুরু করেন ৷ অনেক বলার পর দু’একটি ভাসা ভাসা বৈঠক করেন ৷ তিনি বারবার বলতে শুরু করেন, কংগ্রেস কিছু বলছে না ৷ আমরা কংগ্রেসকে নিয়েই তাঁকে বৈঠক ডাকতে বলি ৷ যাতে সিপিএম-কংগ্রেস নয়, বাম-কংগ্রেস আসন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ৷ তিনি বৈঠক ডাকেননি ৷’’

এর পর তিনি আরও জানান, প্রথম থেকেই সিপিএম-কংগ্রেসের আসন রফা নিয়ে কথা হচ্ছে ৷ একেবারে শেষ মুহূর্তে সিপিএমের জেলা সম্পাদক তথা জেলা বামফ্রন্টের আহ্বায়ক আরএসপিকে ডেকে ভোটে লড়াই না করার প্রস্তাব দেন ৷ কারণ, কংগ্রেস নাকি আসন ছাড়ছে না ৷ তাই তাঁরা সিপিএমের বিরুদ্ধে সম্মুখসমরে নামার সিদ্ধান্ত নেন বলে সর্বানন্দ পাণ্ডে জানিয়েছেন ৷

Panchayat Elections 2023
মালদা জেলায় সিপিএমের দফতর

তাঁর কথায়, অন্য বাম শরিকদের বিষয়ে তাঁরা জানেন না ৷ কিন্তু বিজেপি-তৃণমূলকে হারাতেই তাঁরা ভোটে বাম ঐক্য চেয়েছিলেন ৷ কিন্তু সিপিএমের কাছে বাম শরিকদের থেকে কংগ্রেসের গুরুত্ব বেশি ৷ এর পর সিপিএমের দিকে তিনি বলেন, ‘‘আমরা তৃণমূল-বিজেপির বিরুদ্ধে লড়াই করব৷ একটা কথা বলতে পারি, বাম ঐক্য রক্ষার দায়িত্ব শুধু আরএসপির নয়, বড় শরিক সিপিএমেরও বড় দায়িত্ব ৷ তারা যদি এই দায়িত্ব পালন না করে, তবে সমস্যা রয়েছে ৷ শুধু আমাদের আত্মত্যাগ করতে হলে তো দলটাই তুলে দিতে হবে ৷”

আরও পড়ুন: একই আসনে শাসকদলের হয়ে মনোনয়ন জমা দিলেন স্বামী-স্ত্রী

সিপিএমের জেলা সম্পাদক তথা জেলা বামফ্রন্টের আহ্বায়ক অম্বর মিত্র বলেন, “আরএসপি জেলা পরিষদের কয়েকটি আসনে নিজেদের ইচ্ছেয় প্রার্থী দিয়েছে ৷ কিন্তু গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসনগুলির ক্ষেত্রে জেলার প্রতিটি ব্লকেই দু’দলের ব্লক নেতৃত্বের সঙ্গে আলোচনা হয়েছে ৷ অন্য শরিক দলগুলির সঙ্গেও বৈঠক হয়েছে ৷ তবু কোথাও কিছু ভুল বোঝাবুঝি থাকতে পারে ৷ এসব আগামী 20 জুন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের আগেই মিটিয়ে নেওয়ার জন্য আমাদের ব্লক নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে ৷’’

তিনি জানিয়েছেন, আগের নির্বাচনগুলিতে যে আসনে যে দল লড়াই করেছে, এবারও তারা সেই আসনে লড়াই করবে ৷ সেই নির্দিষ্ট ফর্মুলা মেনে জেলা পরিষদের আসন নিয়েও বারবার আলোচনা হয়েছে ৷ আরএসপিও ওই আলোচনায় ছিল ৷ তার পরও আরএসপি জেলা পরিষদে একাই লড়ছে ৷ তার পরও ভুল বোঝাবুঝি মেটাতে ফের আলোচনা হবে বলে তিনি জানান ৷

একই সঙ্গে তিনি বলেছেন, ‘‘তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আমরা আরও রাজনৈতিক দলকে সঙ্গী হিসাবে পেতে চাই ৷ এক্ষেত্রে কংগ্রেস দলও রয়েছে ৷ তাদের সঙ্গেও আমাদের একাধিকবার আলোচনা হয়েছে ৷ দু’দলই অনেক আসনে প্রার্থী দিয়েছে ৷ 20 জুনের আগে তাদের সঙ্গেও আলোচনা করে বিরোধ যতটা সম্ভব কমিয়ে আনা হবে ৷ এতে কংগ্রেস যে আমাদের বেশি আপন, সেটা ঠিক নয় ৷’’ তিনি মনে করিয়ে দিয়েছেন, ষোলোর বিধানসভা নির্বাচন থেকেই কংগ্রেসের সঙ্গে বামফ্রন্টের আসন রফা হচ্ছে ৷ তাতে ভালো ফলও মিলেছে ৷ তাঁদের একটাই লক্ষ্য, তৃণমূল ও বিজেপির গ্রাস থেকে রাজ্যকে মুক্ত করা ৷

আরও পড়ুন: রাস্তা ও সেতু না পেয়ে ভোট থেকে মুখ ফেরালেন গ্রামবাসীরা

উল্লেখ্য, মালদা জেলায় আরএসপি মানিকচক, চাঁচল, বামনগোলা ও গাজোলে একটি করে জেলা পরিষদ আসনে প্রার্থী দিয়েছে ৷ দক্ষিণ দিনাজপুরের হিলিতেও দু’টি জেলা পরিষদ আসনে প্রার্থী দিয়েছে কোদাল-বেলচা ৷ ফলে গৌড়বঙ্গের দুই জেলার ছ’টি জেলা পরিষদ আসনে এবার সম্মুখসমরে সিপিএম-আরএসপি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.