ETV Bharat / state

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায় রাজ্যের, নিমতিতা বিস্ফোরণে বিবৃতি রেলের

গতকাল রাতে নিমতিতা স্টেশনে রাজ্যের শ্রম প্রতিমন্ত্রীর উপর যে হামলা হয়েছে, তার তীব্র নিন্দা করে বিবৃতি প্রকাশ করল রেল । বিবৃতিতে বলা হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি রাজ্যের আওতাধীন । আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের পুরোপুরি দায় বর্তায় রাজ্যের পুলিশের উপর । রেলওয়ে স্টেশনের আইন-শৃঙ্খলা রক্ষা করার দায়ও জিআরপির ।

blast in Nimtita Station
ছবি
author img

By

Published : Feb 18, 2021, 3:28 PM IST

নিমতিতা, 18 ফেব্রুয়ারি : গতকাল রাতে দলীয় কর্মসূচি সেরে কলকাতায় ফেরার পথে নিমতিতা স্টেশনে বোমা বিস্ফোরণে জখম হয়েছেন রাজ্যের শ্রমদপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেন । বোমার স্প্লিন্টারে গুরুতর জখম হয়েছেন মন্ত্রী । গতকাল রাতে নিমতিতা স্টেশনে বিস্ফোরণের তীব্র নিন্দা করল ভারতীয় রেল । আজ রেলের তরফে এক বিবৃতি প্রকাশ করে গতকালের ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে ।

রেলের ওই বিবৃতিতে বলা হয়েছে, "গতকাল রাত 10 টা 20 মিনিটে মালদায় পূর্ব রেলের নিমতিতা স্টেশনে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা দুঃখজনক । ভারতীয় রেল এই ঘটনার তীব্র নিন্দা করে ।"

রেলের তরফে জরুরিকালীন ভিত্তিতে উদ্ধার ও অন্যান্য কাজ শুরু করা হয়েছে । আরপিএফ জওয়ানরা ও অন্যান্য রেলকর্মীরা বিস্ফোরণে জখমদের সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন ।

আরও পড়ুন : চেনা নিমতিতা স্টেশন আজ অচেনার মোড়কে

বিবৃতিতে আরও বলা হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি রাজ্যের আওতাধীন । আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের পুরোপুরি দায় বর্তায় রাজ্যের পুলিশের উপর । রেলওয়ে স্টেশনের মধ্যেও সবরকম আইন-শৃঙ্খলা ব্যবস্থা জিআরপির উপর বর্তায় ।

গতকাল রাতের বোমা বিস্ফোরণে রাজ্যের শ্রম প্রতিমন্তী জাকির হোসেনসহ মোট 25 জন জখম হয়েছেন । তাঁদের মধ্যে 10 জনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে ।

নিমতিতা, 18 ফেব্রুয়ারি : গতকাল রাতে দলীয় কর্মসূচি সেরে কলকাতায় ফেরার পথে নিমতিতা স্টেশনে বোমা বিস্ফোরণে জখম হয়েছেন রাজ্যের শ্রমদপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেন । বোমার স্প্লিন্টারে গুরুতর জখম হয়েছেন মন্ত্রী । গতকাল রাতে নিমতিতা স্টেশনে বিস্ফোরণের তীব্র নিন্দা করল ভারতীয় রেল । আজ রেলের তরফে এক বিবৃতি প্রকাশ করে গতকালের ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে ।

রেলের ওই বিবৃতিতে বলা হয়েছে, "গতকাল রাত 10 টা 20 মিনিটে মালদায় পূর্ব রেলের নিমতিতা স্টেশনে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা দুঃখজনক । ভারতীয় রেল এই ঘটনার তীব্র নিন্দা করে ।"

রেলের তরফে জরুরিকালীন ভিত্তিতে উদ্ধার ও অন্যান্য কাজ শুরু করা হয়েছে । আরপিএফ জওয়ানরা ও অন্যান্য রেলকর্মীরা বিস্ফোরণে জখমদের সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন ।

আরও পড়ুন : চেনা নিমতিতা স্টেশন আজ অচেনার মোড়কে

বিবৃতিতে আরও বলা হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি রাজ্যের আওতাধীন । আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের পুরোপুরি দায় বর্তায় রাজ্যের পুলিশের উপর । রেলওয়ে স্টেশনের মধ্যেও সবরকম আইন-শৃঙ্খলা ব্যবস্থা জিআরপির উপর বর্তায় ।

গতকাল রাতের বোমা বিস্ফোরণে রাজ্যের শ্রম প্রতিমন্তী জাকির হোসেনসহ মোট 25 জন জখম হয়েছেন । তাঁদের মধ্যে 10 জনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.