ETV Bharat / state

Kurmi Protest: 'আগে এসটি পরে ভোট', মালদায় দেওয়াল লিখন কুড়মিদের - কুড়মি আন্দোলন

জঙ্গলমহল থেকে কুড়মি আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে মালদাতেও ৷ তফসিলি শংসাপত্রের দাবিতে সেখানে বিক্ষোভ কুড়মিদের ৷

kurmi agitation in Malda
কুড়মি আন্দোলন
author img

By

Published : May 29, 2023, 6:33 PM IST

আগে এসটি পরে ভোটের দাবি তুলল কুড়মিরা

মালদা, 29 মে: ঝাড়গ্রাম শুধু নয়, কুড়মি আন্দোলন ছড়িয়ে পড়ছে রাজ্যের গ্রাম থেকে গ্রামান্তরে ৷ সোমবার তার আঁচ পড়েছে পুরাতন মালদার যাত্রাডাঙা গ্রাম পঞ্চায়েতের ঈশ্বরগঞ্জ গ্রামেও ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রায় ঝামেলার জেরে ধৃত কুড়মি নেতা-সহ সবার মুক্তি এবং নিজেদের তফসিলি উপজাতিভুক্ত করার দাবিতে আজ মালদাতেও আন্দোলনে নেমেছে কুড়মি সম্প্রদায় ৷ ঈশ্বরগঞ্জ গ্রামের প্রতিটি বাড়ির দেওয়ালে লেখা হচ্ছে, 'নো এসটি, নো ভোট' ৷

নিজেদের তফসিলি উপজাতিভুক্ত করার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে কুড়মি সমাজ ৷ একইসঙ্গে তারা সারনা ধর্ম ও কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্তিরও দাবি তুলেছে ৷ এই দাবিতে গত মাসে জঙ্গলমহলে টানা পাঁচদিন রেল অবরোধ করা হয় ৷ বিপর্যস্ত হয়ে পড়ে রেল পরিষেবা ৷ নিজেদের দাবি পূরণ না-হলেও অবশ্য পাঁচদিনের মাথায় রেল অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয় ৷ তবে কুড়মিদের তরফে জানিয়ে দেওয়া হয়, যতক্ষণ না কেন্দ্রের কাছে রাজ্যের তরফে সিআরআই (কালচারাল রিসার্চ ইন্সটিটিউট) রিপোর্ট পাঠানো হচ্ছে, ততক্ষণ তাদের আন্দোলন চলতে থাকবে ৷ যদিও সেই সময় আন্দোলনের চতুর্থ দিনেই কেন্দ্রকে সিআরআইয়ের রিপোর্ট পাঠিয়ে দেয় রাজ্য ৷ তবে এতে কুড়মি আন্দোলনে ভাটা পড়েনি ৷

26 মে ঝাড়গ্রামের গড় শালবনিতে কুড়মি আন্দোলনের মুখে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি ৷ সেদিন মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে ৷ একাধিক তৃণমূল কর্মী ইটের আঘাতে আহত হন ৷ খোদ অভিষেক কার্যত হুঁশিয়ারি দেন, 48 ঘণ্টার মধ্যে কুড়মি সমাজের নেতারা যদি ওই ঘটনায় নিজেদের অবস্থান স্পষ্ট না করেন, তবে তাঁরা যথাযথ পদক্ষেপ করবেন ৷ ওই ঘটনায় ঝাড়গ্রাম পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব করেন স্বয়ং মুখ্যমন্ত্রী ৷ তৃণমূলের তরফে এই ঘটনার দায় বিজেপির উপর চাপানো হয় ৷ যদিও শনিবার শাসকদলের অভিযোগকে অস্বীকার করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷

kurmi agitation in Malda
তফশিলি উপজাতিভুক্ত করার দাবিতে বিক্ষোভ

আরও পড়ুন: অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার 4, ধৃতদের 3 দিনের পুলিশ হেফাজত

এই পরিস্থিতিতে সোমবার পুরাতন মালদার ঈশ্বরগঞ্জ গ্রামে ফের আন্দোলনে নেমেছে কুড়মিরা ৷ ওই গ্রামের প্রায় সবাই কুড়মি সমাজের প্রতিনিধি ৷

গ্রামবাসীদের একজন ভূপেন মাহাতো বলেন, "73 বছর ধরে কুড়মিরা এদেশে বঞ্চিত ৷ 1950 সাল পর্যন্ত আমরা তফসিলি উপজাতিভুক্ত ছিলাম ৷ তারপর কোনও নোটিফিকেশন ছাড়াই আমাদের সেই সুবিধে থেকে বঞ্চিত করা হয় ৷ তফশিলি উপজাতিভুক্ত হওয়ার দাবিতে আমাদের আন্দোলন দীর্ঘদিন ধরেই চলছে ৷ এ নিয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে চাপানউতোরে জড়াচ্ছে ৷ আমরা কোনও রাজনৈতিক দল নই ৷ নিজেদের অধিকার রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছি ৷"

তিনি আরও বলেন, "সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে একটা ঝামেলা হয়েছিল ৷ সেটা ওরা নিজেরা ষড়যন্ত্র করেছিল কি না জানা নেই, তবে এর মধ্যে কুড়মিরা জড়িত নেই ৷ আমাদের লোকজনকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে ৷ আমরা চাই, আমাদের নেতাদের মুক্তি এবং রাজ্যের তরফে সিআরআই রিপোর্ট দিল্লিতে পাঠাতে হবে ৷ আমাদের দাবি পূরণ না-হলে আমরা গ্রামে কোনও রাজনৈতিক দলকে ঢুকতে দেব না ৷ আমাদের সাফ কথা, আগে এসটি, পরে ভোট ৷"

kurmi agitation in Malda
মালদায় দেওয়াল লিখন কুড়মিদের

গ্রামের পারুলবালা মাহাতো জানান, তাঁরা আগে তফসিলি উপজাতি ছিলেন ৷ কী কারণে তাঁদের সেখান থেকে বের করে দেওয়া হল জানেন না তাঁরা ৷ তাঁরা তফসিলি উপজাতিভুক্ত হতে চান ৷ তার জন্য দীর্ঘদিন ধরে তাঁদের আন্দোলন চলছে ৷ যতদিন না তাঁদের দাবি পূরণ করা হচ্ছে, তাঁরা গ্রামে কোনও রাজনৈতিক দলকে ঢুকতে দেবেন না ৷

আরও পড়ুন: কুড়মি আন্দোলনের মূল নেতা রাজেশ মাহাতো-সহ গ্রেফতার 4, ধৃতদের একদিনের জেল আদালত

তিনি বলেন, "হক চাইতে যাওয়ায় আমাদের নেতাকে গ্রেফতার করা হয়েছে ৷ এটা সম্পূর্ণ ভুল ৷ নিজের প্রাপ্য সবাই বুঝে নিতে চায় ৷ তফসিলি উপজাতিভুক্ত হওয়ার দাবিতে আজ আমরা গ্রামেও বিক্ষোভ দেখালাম ৷ দাবি পূরণ না-হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে ৷ ততদিন রাজনৈতিক নেতা-নেত্রীদেরও গ্রামের বাইরে থাকতে হবে ৷"

আগে এসটি পরে ভোটের দাবি তুলল কুড়মিরা

মালদা, 29 মে: ঝাড়গ্রাম শুধু নয়, কুড়মি আন্দোলন ছড়িয়ে পড়ছে রাজ্যের গ্রাম থেকে গ্রামান্তরে ৷ সোমবার তার আঁচ পড়েছে পুরাতন মালদার যাত্রাডাঙা গ্রাম পঞ্চায়েতের ঈশ্বরগঞ্জ গ্রামেও ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রায় ঝামেলার জেরে ধৃত কুড়মি নেতা-সহ সবার মুক্তি এবং নিজেদের তফসিলি উপজাতিভুক্ত করার দাবিতে আজ মালদাতেও আন্দোলনে নেমেছে কুড়মি সম্প্রদায় ৷ ঈশ্বরগঞ্জ গ্রামের প্রতিটি বাড়ির দেওয়ালে লেখা হচ্ছে, 'নো এসটি, নো ভোট' ৷

নিজেদের তফসিলি উপজাতিভুক্ত করার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে কুড়মি সমাজ ৷ একইসঙ্গে তারা সারনা ধর্ম ও কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্তিরও দাবি তুলেছে ৷ এই দাবিতে গত মাসে জঙ্গলমহলে টানা পাঁচদিন রেল অবরোধ করা হয় ৷ বিপর্যস্ত হয়ে পড়ে রেল পরিষেবা ৷ নিজেদের দাবি পূরণ না-হলেও অবশ্য পাঁচদিনের মাথায় রেল অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয় ৷ তবে কুড়মিদের তরফে জানিয়ে দেওয়া হয়, যতক্ষণ না কেন্দ্রের কাছে রাজ্যের তরফে সিআরআই (কালচারাল রিসার্চ ইন্সটিটিউট) রিপোর্ট পাঠানো হচ্ছে, ততক্ষণ তাদের আন্দোলন চলতে থাকবে ৷ যদিও সেই সময় আন্দোলনের চতুর্থ দিনেই কেন্দ্রকে সিআরআইয়ের রিপোর্ট পাঠিয়ে দেয় রাজ্য ৷ তবে এতে কুড়মি আন্দোলনে ভাটা পড়েনি ৷

26 মে ঝাড়গ্রামের গড় শালবনিতে কুড়মি আন্দোলনের মুখে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি ৷ সেদিন মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে ৷ একাধিক তৃণমূল কর্মী ইটের আঘাতে আহত হন ৷ খোদ অভিষেক কার্যত হুঁশিয়ারি দেন, 48 ঘণ্টার মধ্যে কুড়মি সমাজের নেতারা যদি ওই ঘটনায় নিজেদের অবস্থান স্পষ্ট না করেন, তবে তাঁরা যথাযথ পদক্ষেপ করবেন ৷ ওই ঘটনায় ঝাড়গ্রাম পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব করেন স্বয়ং মুখ্যমন্ত্রী ৷ তৃণমূলের তরফে এই ঘটনার দায় বিজেপির উপর চাপানো হয় ৷ যদিও শনিবার শাসকদলের অভিযোগকে অস্বীকার করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷

kurmi agitation in Malda
তফশিলি উপজাতিভুক্ত করার দাবিতে বিক্ষোভ

আরও পড়ুন: অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার 4, ধৃতদের 3 দিনের পুলিশ হেফাজত

এই পরিস্থিতিতে সোমবার পুরাতন মালদার ঈশ্বরগঞ্জ গ্রামে ফের আন্দোলনে নেমেছে কুড়মিরা ৷ ওই গ্রামের প্রায় সবাই কুড়মি সমাজের প্রতিনিধি ৷

গ্রামবাসীদের একজন ভূপেন মাহাতো বলেন, "73 বছর ধরে কুড়মিরা এদেশে বঞ্চিত ৷ 1950 সাল পর্যন্ত আমরা তফসিলি উপজাতিভুক্ত ছিলাম ৷ তারপর কোনও নোটিফিকেশন ছাড়াই আমাদের সেই সুবিধে থেকে বঞ্চিত করা হয় ৷ তফশিলি উপজাতিভুক্ত হওয়ার দাবিতে আমাদের আন্দোলন দীর্ঘদিন ধরেই চলছে ৷ এ নিয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে চাপানউতোরে জড়াচ্ছে ৷ আমরা কোনও রাজনৈতিক দল নই ৷ নিজেদের অধিকার রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছি ৷"

তিনি আরও বলেন, "সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে একটা ঝামেলা হয়েছিল ৷ সেটা ওরা নিজেরা ষড়যন্ত্র করেছিল কি না জানা নেই, তবে এর মধ্যে কুড়মিরা জড়িত নেই ৷ আমাদের লোকজনকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে ৷ আমরা চাই, আমাদের নেতাদের মুক্তি এবং রাজ্যের তরফে সিআরআই রিপোর্ট দিল্লিতে পাঠাতে হবে ৷ আমাদের দাবি পূরণ না-হলে আমরা গ্রামে কোনও রাজনৈতিক দলকে ঢুকতে দেব না ৷ আমাদের সাফ কথা, আগে এসটি, পরে ভোট ৷"

kurmi agitation in Malda
মালদায় দেওয়াল লিখন কুড়মিদের

গ্রামের পারুলবালা মাহাতো জানান, তাঁরা আগে তফসিলি উপজাতি ছিলেন ৷ কী কারণে তাঁদের সেখান থেকে বের করে দেওয়া হল জানেন না তাঁরা ৷ তাঁরা তফসিলি উপজাতিভুক্ত হতে চান ৷ তার জন্য দীর্ঘদিন ধরে তাঁদের আন্দোলন চলছে ৷ যতদিন না তাঁদের দাবি পূরণ করা হচ্ছে, তাঁরা গ্রামে কোনও রাজনৈতিক দলকে ঢুকতে দেবেন না ৷

আরও পড়ুন: কুড়মি আন্দোলনের মূল নেতা রাজেশ মাহাতো-সহ গ্রেফতার 4, ধৃতদের একদিনের জেল আদালত

তিনি বলেন, "হক চাইতে যাওয়ায় আমাদের নেতাকে গ্রেফতার করা হয়েছে ৷ এটা সম্পূর্ণ ভুল ৷ নিজের প্রাপ্য সবাই বুঝে নিতে চায় ৷ তফসিলি উপজাতিভুক্ত হওয়ার দাবিতে আজ আমরা গ্রামেও বিক্ষোভ দেখালাম ৷ দাবি পূরণ না-হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে ৷ ততদিন রাজনৈতিক নেতা-নেত্রীদেরও গ্রামের বাইরে থাকতে হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.