ETV Bharat / state

Kurmis Demand ST Tag: আগে এসটি, পরে ভোট - এই দেওয়াল লিখন করে বিক্ষোভ কুড়মিদের

এসটি তকমা না পেলে ভোট বয়কট করবে কুড়মিরা ৷ মালদায় এই দাবিতেই দেওয়াল লিখন করলেন কুড়মি সম্প্রদায়ের মানুষজন ৷

Kurmis Demand ST Tag
বিক্ষোভ কুড়মিদের
author img

By

Published : May 14, 2023, 9:50 AM IST

Updated : May 14, 2023, 12:02 PM IST

ভোট বয়কটের ডাক কুড়মিদের

মালদা, 14 মে: এসটি অর্থাৎ তফশিলি উপজাতিভুক্ত না করা হলে, ভোট নয় । এমনই দাবিতে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাল কুড়মি সমাজ । শনিবার হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েত এলাকার মনোহরপুরে বিক্ষোভে সামিল হন কুড়মি সমাজের মানুষজন । দাবি পূরণ না হলে চারটি রাজ্যে রেল রোকো অভিযানের নামার হুঁশিয়ারিও দিয়েছেন কুড়মি সদস্যরা ।

কুড়মি সমাজের অভিযোগ, আদিবাসী কুড়মি সমাজের অন্তর্ভুক্ত হ‌ওয়ার পরেও তাঁরা তপশিলি উপজাতির শংসাপত্র পাচ্ছেন না । কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার তাঁদের বঞ্চিত করে রেখেছে । এই অভিযোগে তাঁরা নিজেদের এলাকায় রাজনৈতিক দলের প্রচার করতে দেবেন না । এমনই দাবি তুলেছেন বিক্ষোভকারীরা ৷

রেণুকা মাহাত বলেন, "আমরা কুড়মি সম্প্রদায়ের মানুষ । দীর্ঘদিন ধরে আমরা তপশিলি উপজাতির শংসাপত্র দাবি করছি । অথচ সরকার এখনও আমাদের সেই শংসাপত্র দেয়নি । তাই আমরা একত্রিত হয়ে ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছি । আমাদের তপশিলি উপজাতির শংসাপত্র না দেওয়া হলে, আমরা ভোটের প্রচারে দেওয়াল লিখন পর্যন্ত করতে দেব না । রাজনৈতিক দলের নেতৃত্বদের কাছে এই বার্তা পৌঁছে দিতে আজ আমরা দেওয়ালে এই বার্তা লিখে দিচ্ছি ।"

অপর বিক্ষোভকারী স্বপন মাহাত বলেন, পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতে আদিবাসী কুড়মি সমাজের মানুষ বসবাস করেন । কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার দীর্ঘদিন ধরে কুড়মিদের তপশিলি উপজাতির শংসাপত্র দেওয়া থেকে বঞ্চিত করে রেখেছে । এরই প্রতিবাদে প্রতিটি কুড়মি সমাজের বাড়িতে দেওয়াল লিখন করা হয়েছে । ওই এলাকায় কোনও মানুষের বাড়িতে রাজনৈতিক দলের ভোটের প্রচারে দেওয়াল লিখন করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি । তিনি জানান, আগে এসটি, পরে ভোট - এই বার্তা দিয়েই দেওয়াল লিখন করা হয়েছে । দাবি পূরণ না হলে আগামী কুড়ি সেপ্টেম্বর চারটি রাজ্যে রেল রোকো অভিযান করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা ৷

আরও পড়ুন: বিধায়ক অজিত মাইতির বক্তব্যে বিতর্ক ! কুড়মিদের কাছে ক্ষমা চাইলেন মমতা

ভোট বয়কটের ডাক কুড়মিদের

মালদা, 14 মে: এসটি অর্থাৎ তফশিলি উপজাতিভুক্ত না করা হলে, ভোট নয় । এমনই দাবিতে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাল কুড়মি সমাজ । শনিবার হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েত এলাকার মনোহরপুরে বিক্ষোভে সামিল হন কুড়মি সমাজের মানুষজন । দাবি পূরণ না হলে চারটি রাজ্যে রেল রোকো অভিযানের নামার হুঁশিয়ারিও দিয়েছেন কুড়মি সদস্যরা ।

কুড়মি সমাজের অভিযোগ, আদিবাসী কুড়মি সমাজের অন্তর্ভুক্ত হ‌ওয়ার পরেও তাঁরা তপশিলি উপজাতির শংসাপত্র পাচ্ছেন না । কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার তাঁদের বঞ্চিত করে রেখেছে । এই অভিযোগে তাঁরা নিজেদের এলাকায় রাজনৈতিক দলের প্রচার করতে দেবেন না । এমনই দাবি তুলেছেন বিক্ষোভকারীরা ৷

রেণুকা মাহাত বলেন, "আমরা কুড়মি সম্প্রদায়ের মানুষ । দীর্ঘদিন ধরে আমরা তপশিলি উপজাতির শংসাপত্র দাবি করছি । অথচ সরকার এখনও আমাদের সেই শংসাপত্র দেয়নি । তাই আমরা একত্রিত হয়ে ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছি । আমাদের তপশিলি উপজাতির শংসাপত্র না দেওয়া হলে, আমরা ভোটের প্রচারে দেওয়াল লিখন পর্যন্ত করতে দেব না । রাজনৈতিক দলের নেতৃত্বদের কাছে এই বার্তা পৌঁছে দিতে আজ আমরা দেওয়ালে এই বার্তা লিখে দিচ্ছি ।"

অপর বিক্ষোভকারী স্বপন মাহাত বলেন, পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতে আদিবাসী কুড়মি সমাজের মানুষ বসবাস করেন । কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার দীর্ঘদিন ধরে কুড়মিদের তপশিলি উপজাতির শংসাপত্র দেওয়া থেকে বঞ্চিত করে রেখেছে । এরই প্রতিবাদে প্রতিটি কুড়মি সমাজের বাড়িতে দেওয়াল লিখন করা হয়েছে । ওই এলাকায় কোনও মানুষের বাড়িতে রাজনৈতিক দলের ভোটের প্রচারে দেওয়াল লিখন করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি । তিনি জানান, আগে এসটি, পরে ভোট - এই বার্তা দিয়েই দেওয়াল লিখন করা হয়েছে । দাবি পূরণ না হলে আগামী কুড়ি সেপ্টেম্বর চারটি রাজ্যে রেল রোকো অভিযান করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা ৷

আরও পড়ুন: বিধায়ক অজিত মাইতির বক্তব্যে বিতর্ক ! কুড়মিদের কাছে ক্ষমা চাইলেন মমতা

Last Updated : May 14, 2023, 12:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.