মালদা, 30 মার্চ : প্রত্যাশামতোই ইংরেজবাজার পৌরসভার (English Bazar Municipality) চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করলেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী (chairman takes oath)। আজ পৌরসভার কনফারেন্স হলে তাঁকে শপথবাক্য পাঠ করান মহকুমাশাসক (সদর) সুরেশচন্দ্র রানো । শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে আজ পৌরসভা ভবন নিশ্ছিদ্র পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল । কৃষ্ণেন্দুনারায়ণ চেয়ারম্যান (Krishnendu Narayan Choudhury Takes Oath) হিসেবে শপথ নিতেই পৌরসভার সামনে বাজি-আবিরে উচ্ছ্বাসে মেতে ওঠেন তাঁর অনুগামীরা ।
আজ বেলা 12টায় ইংরেজবাজার পৌরসভার কনফারেন্স হলে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয় । প্রথমেই নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান মহকুমাশাসক । এরপর চেয়ারম্যান নির্বাচনের সভা অনুষ্ঠিত হয় । সেই সভায় সভাপতিত্ব করেন 1 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর সন্ধ্যা দাস । দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ অনুযায়ী তৃণমূলের তরফে কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর নাম চেয়ারম্যান পদের জন্য প্রস্তাব করা হয় । বিরোধী বিজেপির তরফে ওই পদের জন্য অম্লান ভাদুড়ির নাম প্রস্তাবিত হয় ।
আরও পড়ুন: Ex Minister at Pool Party : পৌরপ্রধান হয়েই জলকেলিতে মাতলেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু
কোনও গোপন ভোটাভুটি নয়, সভায় হাত তুলেই কাউন্সিলররা চেয়ারম্যান নির্বাচনের জন্য নিজেদের মত দেন । 26-3 ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন কৃষ্ণেন্দুনারায়ণ । তাঁকে চেয়ারম্যান হিসেবে শপথবাক্য পাঠ করানোর পর আজই তাঁকে দায়িত্বভার বুঝিয়ে দেন পৌরসভার প্রশাসক তথা মহকুমাশাসক ৷
এ দিকে চেয়ারম্যান হিসেবে শপথ নিতেই পৌরসভার বাইরে উচ্ছ্বাসে মেতে ওঠেন কৃষ্ণেন্দুনারায়ণের অনুগামীরা । দেদার শব্দবাজি ফাটতে থাকে । উড়তে থাকে আবির । ঢাকঢোলের তালে মেতে ওঠেন উপস্থিত সবাই । তার জেরে বেশ কিছুক্ষণের জন্য ব্যস্ততম ওই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় । পরে কৃষ্ণেন্দুনারায়ণ বলেন, “দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর দেখানো পথেই আমি এই পৌরসভার উন্নয়ন করতে চাই । মানুষ যাতে সমস্ত পৌর পরিষেবা পান, তার ব্যবস্থা করাই আমার মূল লক্ষ্য ।”
আরও পড়ুন: প্রচার শুরুর আগে রামকৃষ্ণ মিশনে গিয়ে আবেগতাড়িত কৃষ্ণেন্দু