ETV Bharat / state

Krishnendu Narayan Takes Oath as EBM Chairman : ইংরেজবাজারে চেয়ারম্যান হিসেবে শপথ কৃষ্ণেন্দুনারায়ণের

প্রত্যাশামতোই ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান (EBM Chairman Takes Oath) হিসেবে শপথ নিলেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী (Krishnendu Narayan Choudhury Takes Oath)।

English Bazar Municipality News
ইংরেজবাজারে চেয়ারম্যান হিসেবে শপথ কৃষ্ণেন্দুনারায়ণের
author img

By

Published : Mar 30, 2022, 9:39 PM IST

মালদা, 30 মার্চ : প্রত্যাশামতোই ইংরেজবাজার পৌরসভার (English Bazar Municipality) চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করলেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী (chairman takes oath)। আজ পৌরসভার কনফারেন্স হলে তাঁকে শপথবাক্য পাঠ করান মহকুমাশাসক (সদর) সুরেশচন্দ্র রানো । শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে আজ পৌরসভা ভবন নিশ্ছিদ্র পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল । কৃষ্ণেন্দুনারায়ণ চেয়ারম্যান (Krishnendu Narayan Choudhury Takes Oath) হিসেবে শপথ নিতেই পৌরসভার সামনে বাজি-আবিরে উচ্ছ্বাসে মেতে ওঠেন তাঁর অনুগামীরা ।

আজ বেলা 12টায় ইংরেজবাজার পৌরসভার কনফারেন্স হলে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয় । প্রথমেই নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান মহকুমাশাসক । এরপর চেয়ারম্যান নির্বাচনের সভা অনুষ্ঠিত হয় । সেই সভায় সভাপতিত্ব করেন 1 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর সন্ধ্যা দাস । দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ অনুযায়ী তৃণমূলের তরফে কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর নাম চেয়ারম্যান পদের জন্য প্রস্তাব করা হয় । বিরোধী বিজেপির তরফে ওই পদের জন্য অম্লান ভাদুড়ির নাম প্রস্তাবিত হয় ।

আরও পড়ুন: Ex Minister at Pool Party : পৌরপ্রধান হয়েই জলকেলিতে মাতলেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু

কোনও গোপন ভোটাভুটি নয়, সভায় হাত তুলেই কাউন্সিলররা চেয়ারম্যান নির্বাচনের জন্য নিজেদের মত দেন । 26-3 ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন কৃষ্ণেন্দুনারায়ণ । তাঁকে চেয়ারম্যান হিসেবে শপথবাক্য পাঠ করানোর পর আজই তাঁকে দায়িত্বভার বুঝিয়ে দেন পৌরসভার প্রশাসক তথা মহকুমাশাসক ৷

এ দিকে চেয়ারম্যান হিসেবে শপথ নিতেই পৌরসভার বাইরে উচ্ছ্বাসে মেতে ওঠেন কৃষ্ণেন্দুনারায়ণের অনুগামীরা । দেদার শব্দবাজি ফাটতে থাকে । উড়তে থাকে আবির । ঢাকঢোলের তালে মেতে ওঠেন উপস্থিত সবাই । তার জেরে বেশ কিছুক্ষণের জন্য ব্যস্ততম ওই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় । পরে কৃষ্ণেন্দুনারায়ণ বলেন, “দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর দেখানো পথেই আমি এই পৌরসভার উন্নয়ন করতে চাই । মানুষ যাতে সমস্ত পৌর পরিষেবা পান, তার ব্যবস্থা করাই আমার মূল লক্ষ্য ।”

আরও পড়ুন: প্রচার শুরুর আগে রামকৃষ্ণ মিশনে গিয়ে আবেগতাড়িত কৃষ্ণেন্দু

মালদা, 30 মার্চ : প্রত্যাশামতোই ইংরেজবাজার পৌরসভার (English Bazar Municipality) চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করলেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী (chairman takes oath)। আজ পৌরসভার কনফারেন্স হলে তাঁকে শপথবাক্য পাঠ করান মহকুমাশাসক (সদর) সুরেশচন্দ্র রানো । শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে আজ পৌরসভা ভবন নিশ্ছিদ্র পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল । কৃষ্ণেন্দুনারায়ণ চেয়ারম্যান (Krishnendu Narayan Choudhury Takes Oath) হিসেবে শপথ নিতেই পৌরসভার সামনে বাজি-আবিরে উচ্ছ্বাসে মেতে ওঠেন তাঁর অনুগামীরা ।

আজ বেলা 12টায় ইংরেজবাজার পৌরসভার কনফারেন্স হলে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয় । প্রথমেই নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান মহকুমাশাসক । এরপর চেয়ারম্যান নির্বাচনের সভা অনুষ্ঠিত হয় । সেই সভায় সভাপতিত্ব করেন 1 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর সন্ধ্যা দাস । দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ অনুযায়ী তৃণমূলের তরফে কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর নাম চেয়ারম্যান পদের জন্য প্রস্তাব করা হয় । বিরোধী বিজেপির তরফে ওই পদের জন্য অম্লান ভাদুড়ির নাম প্রস্তাবিত হয় ।

আরও পড়ুন: Ex Minister at Pool Party : পৌরপ্রধান হয়েই জলকেলিতে মাতলেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু

কোনও গোপন ভোটাভুটি নয়, সভায় হাত তুলেই কাউন্সিলররা চেয়ারম্যান নির্বাচনের জন্য নিজেদের মত দেন । 26-3 ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন কৃষ্ণেন্দুনারায়ণ । তাঁকে চেয়ারম্যান হিসেবে শপথবাক্য পাঠ করানোর পর আজই তাঁকে দায়িত্বভার বুঝিয়ে দেন পৌরসভার প্রশাসক তথা মহকুমাশাসক ৷

এ দিকে চেয়ারম্যান হিসেবে শপথ নিতেই পৌরসভার বাইরে উচ্ছ্বাসে মেতে ওঠেন কৃষ্ণেন্দুনারায়ণের অনুগামীরা । দেদার শব্দবাজি ফাটতে থাকে । উড়তে থাকে আবির । ঢাকঢোলের তালে মেতে ওঠেন উপস্থিত সবাই । তার জেরে বেশ কিছুক্ষণের জন্য ব্যস্ততম ওই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় । পরে কৃষ্ণেন্দুনারায়ণ বলেন, “দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর দেখানো পথেই আমি এই পৌরসভার উন্নয়ন করতে চাই । মানুষ যাতে সমস্ত পৌর পরিষেবা পান, তার ব্যবস্থা করাই আমার মূল লক্ষ্য ।”

আরও পড়ুন: প্রচার শুরুর আগে রামকৃষ্ণ মিশনে গিয়ে আবেগতাড়িত কৃষ্ণেন্দু

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.