ETV Bharat / state

Krishnendu Narayan Choudhury : ইংরেজবাজার পৌরসভাকে কর্পোরেশনে উন্নীত করাই লক্ষ্য ভাবী চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরির

ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান পদে শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি (Next Chairman of English Bazar Municipality) ৷ জানালেন আগামীদিনের কাজ সম্পর্ক্যে চিন্তাভাবনা (Krishnendu Narayan Choudhury) ৷ আগামী 30 মার্চ মালদা জেলার দুই পৌরসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান ৷

Krishnendu Narayan Choudhury
Krishnendu Narayan Choudhury
author img

By

Published : Mar 28, 2022, 10:48 PM IST

মালদা, 28 মার্চ : আগামী 30 মার্চ মালদা জেলার দুই পৌরসভায় জয়ী প্রার্থীদের কাউন্সিলর পদে শপথ গ্রহণ অনুষ্ঠান (Next Chairman of English Bazar Municipality)। সেদিনই দুই পৌরসভার চেয়ারম্যানও শপথবাক্য পাঠ করবেন । এবারের নির্বাচনে ইংরেজবাজার ও পুরাতন মালদা পৌরসভা একক সংখ্যাগরিষ্ঠতায় দখল করেছে রাজ্যের শাসকদল তৃণমূল । দলের শীর্ষ নেতৃত্বের পক্ষে ইতিমধ্যে দুই পৌরসভার চেয়ারম্যান মনোনয়নও হয়ে গিয়েছে ।

ইংরেজবাজারে চেয়ারম্যান হচ্ছেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি (Krishnendu Narayan Choudhury) । পুরাতন মালদা পৌরসভার দায়িত্ব পাচ্ছেন কার্তিক ঘোষ । পঞ্চম দফায় চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর মালদা শহরের জন্য কোন কোন কাজকে অগ্রাধিকার দেবেন, তা ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি । ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের নকশার কথা জানালেন তিনি।

আরও পড়ুন: Malda gilr raped: মালদায় দশম শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে ধর্ষণ ! প্রতিবেশী যুবক পলাতক

কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি ইটিভি ভারতকে বলেন, "আসলে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহর উন্নয়ন নিয়ে যা ভাবছেন, সেটা কার্যকর করাই আমার কাজ । 1868 সালের 1 এপ্রিল ইংরেজবাজার পৌরসভার পতন হয় । 154 বছরের পুরোনো পৌরসভায় অনেক সমস্যা রয়েছে । এখন এই পৌরসভায় 30টি ওয়ার্ড । গ্রামীণ কিছু এলাকাকে পৌরসভায় অন্তর্ভুক্ত করা হলেও জনঘনত্ব সামাল দেওয়া যাচ্ছে না । শহরের আয়তন মাত্র 13.25 বর্গ কিলোমিটার । কিন্তু তার তুলনায় বসবাসকারী মানুষের সংখ্যা অনেক বেশি । অল্প জায়গায় বসবাস করতে মানুষের নাভিশ্বাস উঠছে । দিনভর রাস্তাঘাটে যানজট । তাই পৌর এলাকার বিস্তার করতেই হবে । গ্রামীণ এলাকাকে শহরের মধ্যে নিয়ে আসতে হবে । এই পৌরসভাকে কর্পোরেশনে রূপান্তরিত করা আমাদের লক্ষ্য ।"

আরও পড়ুন: Rampurhat Bagtui Massacre : বগটুইকাণ্ডে মৃত্যু হল আরও একজনের, মৃত বেড়ে 9

মালদা, 28 মার্চ : আগামী 30 মার্চ মালদা জেলার দুই পৌরসভায় জয়ী প্রার্থীদের কাউন্সিলর পদে শপথ গ্রহণ অনুষ্ঠান (Next Chairman of English Bazar Municipality)। সেদিনই দুই পৌরসভার চেয়ারম্যানও শপথবাক্য পাঠ করবেন । এবারের নির্বাচনে ইংরেজবাজার ও পুরাতন মালদা পৌরসভা একক সংখ্যাগরিষ্ঠতায় দখল করেছে রাজ্যের শাসকদল তৃণমূল । দলের শীর্ষ নেতৃত্বের পক্ষে ইতিমধ্যে দুই পৌরসভার চেয়ারম্যান মনোনয়নও হয়ে গিয়েছে ।

ইংরেজবাজারে চেয়ারম্যান হচ্ছেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি (Krishnendu Narayan Choudhury) । পুরাতন মালদা পৌরসভার দায়িত্ব পাচ্ছেন কার্তিক ঘোষ । পঞ্চম দফায় চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর মালদা শহরের জন্য কোন কোন কাজকে অগ্রাধিকার দেবেন, তা ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি । ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের নকশার কথা জানালেন তিনি।

আরও পড়ুন: Malda gilr raped: মালদায় দশম শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে ধর্ষণ ! প্রতিবেশী যুবক পলাতক

কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি ইটিভি ভারতকে বলেন, "আসলে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহর উন্নয়ন নিয়ে যা ভাবছেন, সেটা কার্যকর করাই আমার কাজ । 1868 সালের 1 এপ্রিল ইংরেজবাজার পৌরসভার পতন হয় । 154 বছরের পুরোনো পৌরসভায় অনেক সমস্যা রয়েছে । এখন এই পৌরসভায় 30টি ওয়ার্ড । গ্রামীণ কিছু এলাকাকে পৌরসভায় অন্তর্ভুক্ত করা হলেও জনঘনত্ব সামাল দেওয়া যাচ্ছে না । শহরের আয়তন মাত্র 13.25 বর্গ কিলোমিটার । কিন্তু তার তুলনায় বসবাসকারী মানুষের সংখ্যা অনেক বেশি । অল্প জায়গায় বসবাস করতে মানুষের নাভিশ্বাস উঠছে । দিনভর রাস্তাঘাটে যানজট । তাই পৌর এলাকার বিস্তার করতেই হবে । গ্রামীণ এলাকাকে শহরের মধ্যে নিয়ে আসতে হবে । এই পৌরসভাকে কর্পোরেশনে রূপান্তরিত করা আমাদের লক্ষ্য ।"

আরও পড়ুন: Rampurhat Bagtui Massacre : বগটুইকাণ্ডে মৃত্যু হল আরও একজনের, মৃত বেড়ে 9

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.