মালদা, 20 মার্চ: সোশাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রেমের ফাঁদে ফেলে 16 লক্ষ টাকা প্রতারণা ৷ ঘটনায় আরও এক আন্তর্জাতিক পাণ্ডার যোগ পেল মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ (Malda Cyber Crime Police)। একাধিক প্রতারণা চক্রের সঙ্গে ধৃতের যোগ রয়েছে বলেও জানতে পেরেছেন তদন্তকারী অফিসাররা। জিজ্ঞাসাবাদের জন্য ধৃত নাইজেরিয়ানকে সোমবার ট্রানজিট রিমান্ডে মালদায় নিয়ে আসা হয়েছে।
উল্লেখ্য, 2021 ডিসেম্বরে মোথাবাড়ির এক যুবতি সাইবার ক্রাইম থানায় প্রতারণার অভিযোগ জানান ৷ যেখানে তিনি জানান, ফেসবুকে প্রেমের ভান করে 16 লক্ষ টাকা প্রতারণা করা হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ। ফেসবুক অ্যাকাউন্টে ব্যবহৃত ফোন নম্বর ধরে পুলিশ এক নাইজেরিয়ানের হদিশ পায়। অন্যদিকে, ব্যাংক অ্যাকাউন্টের সূত্র ধরে পুলিশ পৌঁছয় দিল্লির এক অটোচালক গোলু সিংয়ের কাছে। সেখানেও উঠে আসে, ওই নাইজেরিয়ানের নাম। অবশেষে গত বছর অগস্ট মাসে পুলিশের হাতে আসে বেনেডিক্ট নামে ওই নাইজেরিয়ান।
ধৃতকে জেরা করতেই সমস্ত তথ্য উঠে আসে তদন্তকারী অফিসারদের হাতে। তদন্তকারী অফিসাররা জানতে পারেন, কীভাবে এই প্রতারণা চক্র কাজ করে। ধৃতকে জেরা করে উঠে আসে আরেক নাইজেরিয়ান চিবুজো ক্রিশ্চিয়ানের নাম। ওই নাইজেরিয়ানের খোঁজ করতে গিয়ে সাইবার ক্রাইম থানার পুলিশ জানতে পারে, ঠিক একই অপর একটি প্রতারণার অভিযোগে নয়ডা থেকে চিবুজোকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। এরপরেই দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করে জিজ্ঞাসাবাদের জন্য ধৃতকে ট্রানজিট রিম্যান্ডে সোমবার মালদায় নিয়ে আসা হয়।
আরও পড়ুন: ভুয়ো কলসেন্টার খুলে বিদেশিদের সঙ্গে প্রতারণা, সেক্টর ফাইভ থেকে গ্রেফতার 20
ধৃতকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। প্রাথমিক তদন্তে মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ জানতে পেরেছে, বেনেডিক্টের মতো সোশাল মিডিয়ায় প্রেমের ফাঁদ কষে দিল্লির এক যুবতির সঙ্গে প্রতারণা করেছিল চিবুজো। সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে বেনেডিক্টের মুখে চিবুজোর নাম উঠে আসায় দু'জনের বড় চক্রের সঙ্গে জড়িত থাকার গন্ধ পাচ্ছেন তদন্তকারী অফিসাররা। চিবুজোকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের আরও পাণ্ডাদের খোঁজ করছে সাইবার ক্রাইম থানার পুলিশ।