ETV Bharat / state

মালদা টাউন স্টেশন থেকে আহত অবস্থায় উদ্ধার অজ্ঞাত পরিচয় যুবক

অজ্ঞাত পরিচয় এক যুবককে আহত অবস্থায় রেললাইনের ধার থেকে উদ্ধার করল রেল পুলিশ। ঘটনাস্থান থেকে কিংবা যুবকের কাছ থেকে কোনও ট্রেনের টিকিট কিংবা পরিচয়পত্র পাওয়া যায়নি। আহত যুবক বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

youth recovered
author img

By

Published : Feb 20, 2019, 1:54 PM IST

Updated : Feb 20, 2019, 3:31 PM IST

মালদা, ২০ ফেব্রুয়ারি : অজ্ঞাত পরিচয় এক যুবককে আহত অবস্থায় রেললাইনের ধার থেকে উদ্ধার করল রেল পুলিশ। আহত যুবক বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

আজ সকালে মালদা টাউন স্টেশনের ডিজেল শেড সংলগ্ন রেললাইনের ধার থেকে ওই যুবককে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। এখনও পর্যন্ত ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, অসম থেকে আসা কোনও ট্রেনে করে ওই যুবক গন্তব্যস্থলের দিকে রওনা দিয়েছিল। দরজার পাশে দাঁড়াতে গিয়ে কিংবা বসতে গিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে যায় ওই যাত্রী। চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে সে। ঘটনাস্থান থেকে কোনও ব্যাগ বা পরিচয়পত্র পাওয়া যায়নি।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সেখানে ভরতি হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ওই যুবকের জ্ঞান ফেরেনি। ওই যুবকের শরীরের বিভিন্ন অংশে ক্ষত রয়েছে। রেল পুলিশকর্মী মহম্মদ উমর আলি বলেন, " আজ সকালে ডিজেল শেডের কাছে ওই যুবকের ক্ষত-বিক্ষত দেহ দেখতে পাই। যুবককে উদ্ধার করে মালদা মেডিকেলে নিয়ে আসা হয়। তাকে উদ্ধার করার সময় একটি কথা বলেছিল সে। কথা শুনে অনুমান করা যায় ওই যুবকের বাড়ি অসমের দিকে।" ঘটনাস্থান থেকে কিংবা যুবকের কাছ থেকে কোনও ট্রেনের টিকিট কিংবা পরিচয়পত্র পাওয়া যায়নি।

মালদা, ২০ ফেব্রুয়ারি : অজ্ঞাত পরিচয় এক যুবককে আহত অবস্থায় রেললাইনের ধার থেকে উদ্ধার করল রেল পুলিশ। আহত যুবক বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

আজ সকালে মালদা টাউন স্টেশনের ডিজেল শেড সংলগ্ন রেললাইনের ধার থেকে ওই যুবককে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। এখনও পর্যন্ত ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, অসম থেকে আসা কোনও ট্রেনে করে ওই যুবক গন্তব্যস্থলের দিকে রওনা দিয়েছিল। দরজার পাশে দাঁড়াতে গিয়ে কিংবা বসতে গিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে যায় ওই যাত্রী। চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে সে। ঘটনাস্থান থেকে কোনও ব্যাগ বা পরিচয়পত্র পাওয়া যায়নি।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সেখানে ভরতি হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ওই যুবকের জ্ঞান ফেরেনি। ওই যুবকের শরীরের বিভিন্ন অংশে ক্ষত রয়েছে। রেল পুলিশকর্মী মহম্মদ উমর আলি বলেন, " আজ সকালে ডিজেল শেডের কাছে ওই যুবকের ক্ষত-বিক্ষত দেহ দেখতে পাই। যুবককে উদ্ধার করে মালদা মেডিকেলে নিয়ে আসা হয়। তাকে উদ্ধার করার সময় একটি কথা বলেছিল সে। কথা শুনে অনুমান করা যায় ওই যুবকের বাড়ি অসমের দিকে।" ঘটনাস্থান থেকে কিংবা যুবকের কাছ থেকে কোনও ট্রেনের টিকিট কিংবা পরিচয়পত্র পাওয়া যায়নি।

sample description
Last Updated : Feb 20, 2019, 3:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.