ETV Bharat / state

লাইফহীন লাইফলাইন, মালদায় মহানন্দা সংস্কারে পরিবেশপ্রেমী সংস্থা - Initiative to clear Mahananda river

মহানন্দাকে বাঁচাতে এগিয়ে এল এক পরিবেশপ্রেমী সংস্থা । নদীর পাড় সাফাইয়ের কাজ চলছে । এই কাজ এখন লাগাতার চলবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে । আশা, এই সংস্কারের পর কিছুটা হলেও আগের অবস্থায় ফিরবে মহানন্দা । কমবে নদীর দূষণ । বাড়বে নাব্যতা ।

Mahananda river
ছবি
author img

By

Published : Feb 26, 2021, 3:00 PM IST

Updated : Feb 27, 2021, 10:09 AM IST

মালদা, 26 ফেব্রুয়ারি : ইটিভি ভারতে প্রকাশিত খবরের জের । শেষ পর্যন্ত মহানন্দা বাঁচাতে এগিয়ে এল একটি পরিবেশপ্রেমী সংস্থা । ওই স্বেচ্ছাসেবী সংস্থার তরফে আজ মালদা শহরের মিশন ঘাট থেকে নদীর পাড় সাফাইয়ের কাজ শুরু করা হয়েছে । এই কাজ লাগাতার চলবে বলে জানিয়েছেন সংস্থার সদস্যরা । বিষয়টি সবার সামনে তুলে ধরার জন্য ইটিভি ভারতকে ধন্যবাদ জানাতেও ভোলেননি তাঁরা ।

অসচেতন মানুষ, ততধিক অসচেতন প্রশাসনের জন্য প্রতিদিন একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে মালদা শহরের লাইফলাইন । এভাবে চললে আগামীতে মালদার অস্তিত্বই যে বিপন্ন হয়ে পড়বে তা মেনে নিতে দ্বিধা নেই কারও । ভবিষ্যৎ প্রজন্ম হয়ত বইয়ের পাতাতেই খুঁজে পাবে মহানন্দা নদীর নাম । নদীর পরিস্থিতি যে সত্যিই বিপজ্জনক, তা মেনে নিয়েছেন ইংরেজবাজার পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষ । কিন্তু তিনি জানিয়ে দেন, মহানন্দা পুনরুজ্জীবন করার আর্থিক ক্ষমতা তাঁদের নেই । কেন্দ্রীয় সরকারের আর্থিক সাহায্য ছাড়া এই কাজ সম্ভব নয় । এনিয়ে 4 ফেব্রুয়ারি ইটিভি ভারতে বিশেষ প্রতিবেদনও প্রকাশিত হয় । তারপরেই এই অসম্ভবকে সম্ভব করে তোলার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছেন শহরের এক পরিবেশপ্রেমী সংস্থার সদস্যরা ।

মহানন্দার জল সংস্কার করতে এগিয়ে এল একটি পরিবেশপ্রেমী সংস্থা

আরও পড়ুন : মালদার মহানন্দা সেতুর স্বাস্থ্য পরীক্ষা

ওই সংস্থার তরফে অসীম শর্মা বলেন, "নদীর দূষণ যা আছে তা নিয়ে তো কোনও কথাই নেই । সেই দূষণ কিংবা নাব্যতা কমে যাওয়া বড় ব্যাপার । আজ আমরা শুধু নদীর পাড় থেকে আবর্জনা সাফাইয়ের কাজ করছি । আজ প্রতীকীভাবে সেই কাজ শুরু করা হল । এই কাজ আমরা লাগাতার চালিয়ে যাব । এনিয়ে আমরা প্রশাসন এবং মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাই । কারণ, সবাই সচেতন না হলে শুধুমাত্র আমাদের এই কাজে বিরাট বড় কিছু হয়ে যাবে বলে মনে করি না । মহানন্দা বাঁচাতে আমরা ইতিমধ্যে রাজ্যস্তরের বেশ কিছু পরিবেশপ্রেমী সংস্থার সঙ্গে যোগাযোগ করেছি ।"

সংস্থার আরেক সদস্য ধ্রুবকুমার চট্টোপাধ্যায় বলেন, "আমাদের সংস্থা পরিবেশ নিয়ে আন্দোলন গড়ে তোলে । দীর্ঘদিন ধরেই পাড়ে আবর্জনা জমে মহানন্দার দূষণ হচ্ছে । তাই আজ আমরা নদীর পাড় সাফাইয়ের কাজ শুরু করলাম । তবে এই কাজে সবাইকে এগিয়ে আসতে হবে । সবাইকে সচেতন হতে হবে । তবেই বাঁচবে মালদার মহানন্দা । আজ আমাদের এই আন্দোলনে এগিয়ে এসেছেন এই ওয়ার্ডের কাউন্সিলরও ।"

মালদা, 26 ফেব্রুয়ারি : ইটিভি ভারতে প্রকাশিত খবরের জের । শেষ পর্যন্ত মহানন্দা বাঁচাতে এগিয়ে এল একটি পরিবেশপ্রেমী সংস্থা । ওই স্বেচ্ছাসেবী সংস্থার তরফে আজ মালদা শহরের মিশন ঘাট থেকে নদীর পাড় সাফাইয়ের কাজ শুরু করা হয়েছে । এই কাজ লাগাতার চলবে বলে জানিয়েছেন সংস্থার সদস্যরা । বিষয়টি সবার সামনে তুলে ধরার জন্য ইটিভি ভারতকে ধন্যবাদ জানাতেও ভোলেননি তাঁরা ।

অসচেতন মানুষ, ততধিক অসচেতন প্রশাসনের জন্য প্রতিদিন একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে মালদা শহরের লাইফলাইন । এভাবে চললে আগামীতে মালদার অস্তিত্বই যে বিপন্ন হয়ে পড়বে তা মেনে নিতে দ্বিধা নেই কারও । ভবিষ্যৎ প্রজন্ম হয়ত বইয়ের পাতাতেই খুঁজে পাবে মহানন্দা নদীর নাম । নদীর পরিস্থিতি যে সত্যিই বিপজ্জনক, তা মেনে নিয়েছেন ইংরেজবাজার পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষ । কিন্তু তিনি জানিয়ে দেন, মহানন্দা পুনরুজ্জীবন করার আর্থিক ক্ষমতা তাঁদের নেই । কেন্দ্রীয় সরকারের আর্থিক সাহায্য ছাড়া এই কাজ সম্ভব নয় । এনিয়ে 4 ফেব্রুয়ারি ইটিভি ভারতে বিশেষ প্রতিবেদনও প্রকাশিত হয় । তারপরেই এই অসম্ভবকে সম্ভব করে তোলার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছেন শহরের এক পরিবেশপ্রেমী সংস্থার সদস্যরা ।

মহানন্দার জল সংস্কার করতে এগিয়ে এল একটি পরিবেশপ্রেমী সংস্থা

আরও পড়ুন : মালদার মহানন্দা সেতুর স্বাস্থ্য পরীক্ষা

ওই সংস্থার তরফে অসীম শর্মা বলেন, "নদীর দূষণ যা আছে তা নিয়ে তো কোনও কথাই নেই । সেই দূষণ কিংবা নাব্যতা কমে যাওয়া বড় ব্যাপার । আজ আমরা শুধু নদীর পাড় থেকে আবর্জনা সাফাইয়ের কাজ করছি । আজ প্রতীকীভাবে সেই কাজ শুরু করা হল । এই কাজ আমরা লাগাতার চালিয়ে যাব । এনিয়ে আমরা প্রশাসন এবং মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাই । কারণ, সবাই সচেতন না হলে শুধুমাত্র আমাদের এই কাজে বিরাট বড় কিছু হয়ে যাবে বলে মনে করি না । মহানন্দা বাঁচাতে আমরা ইতিমধ্যে রাজ্যস্তরের বেশ কিছু পরিবেশপ্রেমী সংস্থার সঙ্গে যোগাযোগ করেছি ।"

সংস্থার আরেক সদস্য ধ্রুবকুমার চট্টোপাধ্যায় বলেন, "আমাদের সংস্থা পরিবেশ নিয়ে আন্দোলন গড়ে তোলে । দীর্ঘদিন ধরেই পাড়ে আবর্জনা জমে মহানন্দার দূষণ হচ্ছে । তাই আজ আমরা নদীর পাড় সাফাইয়ের কাজ শুরু করলাম । তবে এই কাজে সবাইকে এগিয়ে আসতে হবে । সবাইকে সচেতন হতে হবে । তবেই বাঁচবে মালদার মহানন্দা । আজ আমাদের এই আন্দোলনে এগিয়ে এসেছেন এই ওয়ার্ডের কাউন্সিলরও ।"

Last Updated : Feb 27, 2021, 10:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.