মালদা, 24 এপ্রিল: রতুয়া ১ নম্বর ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান-সহ বিজেপির ৮ সদস্য বিধায়কের হাত ধরে তৃণমূলে যোগদান করেছেন ৷ এরপরেই তৃণমূলের জেলা সভাপতি ও ব্লক সভাপতির কোন্দল তুঙ্গে ওঠে (BJP members Join To Trinomool)৷
রবিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন পঞ্চায়েত প্রধান লাল্টু চৌধুরী-সহ 8 বিজেপি সদস্য ৷ রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় বলেন, ‘‘আজ মালতিপুরের বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বক্সির উপস্থিতিতে রতুয়ার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান-সহ ৮ জন বিজেপি সদস্য তৃণমূলে যোগদান করলেন ।’’ তাঁদের যোগ দেওয়ার পরেই প্রকাশ্যে আসে তৃণমূলের গোষ্ঠী কোন্দোল ৷
জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বক্সি বলেন, “রতুয়া বিধানসভার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান ও সমস্ত সদস্য তৃণমূলে যোগদান করলেন। এরা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ে আদর্শ অনুযায়ী কাজ করবেন।” তাঁকে কটাক্ষ করে রতুয়া ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি ফজলুল হক বলেন, “জেলা চেয়ারম্যানের নির্দেশ ছাড়া কেউ দলে যোগদান করতে পারবে না বলে রতুয়ার বিধায়ক হুঙ্কার দিচ্ছেন। ওঁকে আমরা জানাতে চাই, তৃণমূল কংগ্রেসকে রতুয়ায় আমরা তৈরি করেছি। আর আপনি পরজীবী হয়ে দলে এসেছেন। আপনি জেলা সভাপতি বলেই আপনাকে সম্মান জানাই ।’’
এই প্রসঙ্গেই, বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি উজ্জ্বল দত্ত আমাদের প্রতিনিধিকে ফোনে বলেন, ‘‘বিরোধীশূন্য করা তৃণমূলের নীতি। আমাদের কর্মীদের ভয় দেখিয়ে, বাড়িতে পুলিশ পাঠিয়ে জোর করে দলে টেনে নেওয়া হচ্ছে। কিন্তু মন থেকে আমাদের কর্মীরা কেউই তৃণমূলে যাননি। তবে আমরা এখন বুথস্তর থেকে সংগঠন মজবুত করছি । যারা লড়াকু কর্মী, যারা নির্ভীক তাঁদের সামনে রেখেই আমরা লড়াই চালিয়ে যাব।’’
আরও পড়ুন: TMC Inner Clash: খড়দায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধ, অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার
গত পঞ্চায়েত নির্বাচনে রতুয়া 1 ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের 20টি আসনের মধ্যে বিজেপি 8টি এবং তৃণমূল 8টি আসন দখল করেছিল ৷ বাকি 4টি আসনের মধ্যে 2টি আসন দখল করে কংগ্রেস ও 2টি নির্দল প্রার্থী ৷ কংগ্রেস ও নির্দল প্রার্থীর সমর্থনে এই পঞ্চায়েতে বোর্ড গঠন করে বিজেপি ৷ পঞ্চায়েত প্রধান নির্বাচিত হন বিজেপি প্রার্থী লাল্টু চৌধুরী ৷