ETV Bharat / state

লকডাউনে চোলাই ব্যবসা মালদায়, 2টি ঠেক ভাঙচুর প্রমীলাবাহিনীর - মালদা

মদের দোকান বন্ধ থাকায় রমরমিয়ে চলছে চোলাইয়ের ব্যবসা ৷ অভিযোগের পরও পুলিশ হস্তক্ষেপ না করায় কোরোনা সংক্রমণ রুখতে চোলাইয়ের ঠেক ভেঙে দিল স্থানীয় মহিলারাই ৷ ঘটনা ঘিরে চাঞ্চল্য মালদা পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের নলডুবি সংলগ্ন রেল কলোনি এলাকায় ৷

Malda wine shop
2টি ঠেক ভাঙচুর প্রমীলাবাহিনীর
author img

By

Published : Apr 18, 2020, 5:54 PM IST

Updated : Apr 18, 2020, 6:06 PM IST

মালদা, 18 এপ্রিল : লকডাউনের জেরে বন্ধ দেশি-বিলিতি মদের দোকান ৷ অথচ চাহিদা আকাশছোঁয়া হওয়ায় সুযোগের সদ্ব্যবহার করে রমরমিয়ে ব্যবসা শুরু হয়েছে চোলাই মদের ৷ মালদা জেলার বিভিন্ন জায়গায় চোলাইয়ের ঠেকগুলিতে প্রচুর মানুষ ভিড় করছে বলে খবর পাওয়া যায় ৷ পুরাতন মালদা পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের নলডুবি সংলগ্ন রেল কলোনি এলাকায় কয়েকটি চোলাইয়ের ঠেকে রমরমা কারবার চলছিল লকডাউনের পর থেকেই ৷ কোরোনা সংক্রমণ রুখতে ও চোলাইয়ের নেশা ছাড়িয়ে সঠিক পথে ফেরাতে এলাকার মহিলারাই ভেঙে দিলেন দুটি চোলাইয়ের ঠেক ৷

নলডুবি এলাকায় রেল কলোনিতে রয়েছে বেশ কিছু ঝুপড়ি ৷ অভিযোগ, এই ঝুপড়িগুলিতে দীর্ঘদিন ধরেই চোলাই মদ তৈরি হয়৷ গজিয়ে উঠছে নিত্যনতুন চোলাইয়ের ঠেকও ৷ সকাল থেকে রাত পর্যন্ত ঠেকগুলিতে বসছে মদের আসর৷ তাতে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসীরা ৷ এলাকার এক বাসিন্দা জ্যোৎস্না রবিদাস বলেন, “এলাকায় চোলাইয়ের ঠেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এর আগে বেশ কয়েকবার পুলিশকে ফোন করে ডেকেছি ৷ ফোনে অভিযোগও করেছি৷ পুলিশ এলাকায় আসলেও কখনও এসব ঠেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি ৷ এদিকে লকডাউন শুরু হওয়ার পর দেশি ও বিলিতি মদের সমস্ত দোকান বন্ধ হয়ে রয়েছে৷ বাজারে এখন মদের আকাল৷ এতে এই ঠেকগুলিতে আসর আরও জমে উঠেছে৷ সকাল থেকে মাঝরাত পর্যন্ত লোকজন ভিড় করছে ৷ এতে এলাকার পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, তেমনই কোরোনা সংক্রমণের ভয়ও বাড়ছে ৷ এনিয়ে প্রতিবাদ করলেই চোলাই ব্যবসায়ীদের হুমকির মুখে পড়তে হচ্ছে ৷ তাই আজ আমরা একত্রিত হয়ে এখানকার দুটি চোলাইয়ের ঠেক ভেঙে ফেলেছি ৷ নষ্ট করা হয়েছে চোলাই তৈরির উপকরণও ৷”

ঠেক ভাঙচুরের পরই উত্তেজনা বাড়তে শুরু করে রেল কলোনি এলাকায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মালদা থানার পুলিশ ৷ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷ তবে এনিয়ে এখনও পর্যন্ত ওই ওয়ার্ডের বাসিন্দাদের তরফে কোনও লিখিত অভিযোগ পুলিশের কাছে জমা পড়েনি ৷ ফলে এখনও পর্যন্ত কাউকে আটক কিংবা গ্রেপ্তারও করা হয়নি ৷

পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ জানিয়েছেন, এই বিষয় নিয়ে তাঁরাও ব্যবস্থা নিচ্ছেন ৷ ওই এলাকায় যারা বেআইনি চোলাই ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের কাছে আবেদন জানানো হচ্ছে ৷

মালদা, 18 এপ্রিল : লকডাউনের জেরে বন্ধ দেশি-বিলিতি মদের দোকান ৷ অথচ চাহিদা আকাশছোঁয়া হওয়ায় সুযোগের সদ্ব্যবহার করে রমরমিয়ে ব্যবসা শুরু হয়েছে চোলাই মদের ৷ মালদা জেলার বিভিন্ন জায়গায় চোলাইয়ের ঠেকগুলিতে প্রচুর মানুষ ভিড় করছে বলে খবর পাওয়া যায় ৷ পুরাতন মালদা পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের নলডুবি সংলগ্ন রেল কলোনি এলাকায় কয়েকটি চোলাইয়ের ঠেকে রমরমা কারবার চলছিল লকডাউনের পর থেকেই ৷ কোরোনা সংক্রমণ রুখতে ও চোলাইয়ের নেশা ছাড়িয়ে সঠিক পথে ফেরাতে এলাকার মহিলারাই ভেঙে দিলেন দুটি চোলাইয়ের ঠেক ৷

নলডুবি এলাকায় রেল কলোনিতে রয়েছে বেশ কিছু ঝুপড়ি ৷ অভিযোগ, এই ঝুপড়িগুলিতে দীর্ঘদিন ধরেই চোলাই মদ তৈরি হয়৷ গজিয়ে উঠছে নিত্যনতুন চোলাইয়ের ঠেকও ৷ সকাল থেকে রাত পর্যন্ত ঠেকগুলিতে বসছে মদের আসর৷ তাতে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসীরা ৷ এলাকার এক বাসিন্দা জ্যোৎস্না রবিদাস বলেন, “এলাকায় চোলাইয়ের ঠেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এর আগে বেশ কয়েকবার পুলিশকে ফোন করে ডেকেছি ৷ ফোনে অভিযোগও করেছি৷ পুলিশ এলাকায় আসলেও কখনও এসব ঠেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি ৷ এদিকে লকডাউন শুরু হওয়ার পর দেশি ও বিলিতি মদের সমস্ত দোকান বন্ধ হয়ে রয়েছে৷ বাজারে এখন মদের আকাল৷ এতে এই ঠেকগুলিতে আসর আরও জমে উঠেছে৷ সকাল থেকে মাঝরাত পর্যন্ত লোকজন ভিড় করছে ৷ এতে এলাকার পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, তেমনই কোরোনা সংক্রমণের ভয়ও বাড়ছে ৷ এনিয়ে প্রতিবাদ করলেই চোলাই ব্যবসায়ীদের হুমকির মুখে পড়তে হচ্ছে ৷ তাই আজ আমরা একত্রিত হয়ে এখানকার দুটি চোলাইয়ের ঠেক ভেঙে ফেলেছি ৷ নষ্ট করা হয়েছে চোলাই তৈরির উপকরণও ৷”

ঠেক ভাঙচুরের পরই উত্তেজনা বাড়তে শুরু করে রেল কলোনি এলাকায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মালদা থানার পুলিশ ৷ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷ তবে এনিয়ে এখনও পর্যন্ত ওই ওয়ার্ডের বাসিন্দাদের তরফে কোনও লিখিত অভিযোগ পুলিশের কাছে জমা পড়েনি ৷ ফলে এখনও পর্যন্ত কাউকে আটক কিংবা গ্রেপ্তারও করা হয়নি ৷

পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ জানিয়েছেন, এই বিষয় নিয়ে তাঁরাও ব্যবস্থা নিচ্ছেন ৷ ওই এলাকায় যারা বেআইনি চোলাই ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের কাছে আবেদন জানানো হচ্ছে ৷

Last Updated : Apr 18, 2020, 6:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.