ETV Bharat / state

Land Mafia: ফের সক্রিয় মাফিয়ারা, জেসিবির কোপে চলছে দেদার মাটি কাটা - অবৈধভাবে মাটি কাটার খবর

মালদার হরিশ্চন্দ্রপুরে ফের সক্রিয় মাটি মাফিয়ারা (Land Mafia) ৷ প্রকাশ্যে ট্রলির পর ট্রলি মাটি কেটে তা পাচার করা হচ্ছে ৷ তবুও ভয়ে মুখ খুলতে পারছেন না স্থানীয়রা ৷

Etv Bharat
মালদায় মাটি মাফিয়াদের দৌরাত্ম্য
author img

By

Published : Jan 8, 2023, 2:15 PM IST

হরিশ্চন্দ্রপুর মাটি মাফিয়াদের দৌরাত্ম্য নিয়ে চাষি-সহ স্থানীয় বিজেপি ও তৃণমূলের প্রতিক্রিয়া

মালদা, 8 জানুয়ারি: মন্ত্রী-বিধায়ক গা ঝাড়া দিয়েছিলেন ৷ তাই কিছুদিনের জন্য মাটি মাফিয়াদের দৌরাত্ম্য বন্ধ ছিল ৷ কিন্তু ফের তারা সক্রিয় হয়ে উঠেছে ৷ প্রকাশ্যেই চলছে মাটি পাচার ৷ মেশিনের সাহায্যে দেদার চলছে মাটি কাটা (Land Mafia Again Illegally Cutting Soil) ৷ মাফিয়াদের ভয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ ৷ তবে এই ঘটনা নিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে ফের শোরগোল পড়েছে হরিশ্চন্দ্রপুরে ৷ বিজেপির তরফে এই ঘটনায় শাসকদলের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ তোলা হয়েছে ৷ যদিও সেই অভিযোগ মানতে নারাজ তৃণমূল ৷

এবারের ঘটনাস্থল হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের (Harishchandrapur 2 Block) ভালুকা বাজার ৷ ওই এলাকার ঢালাই মোড়ের পাশে থাকা কৃষিজমি থেকে কয়েকদিন ধরেই মাটি কেটে নেওয়া হচ্ছে ৷ সরকারি নিয়মের তোয়াক্কা না করে তিন ফুটের জায়গায় আট থেকে ন'ফুট মাটি খোঁড়া হচ্ছে ৷ এভাবে মাটি কাটা হলে পাশাপাশি জমি ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন চাষিরা ৷ জানা যাচ্ছে, এখানকার মাটি নিয়ে যাওয়া হচ্ছে কিছু ইটভাটায় ৷ সেই ইট ফুলহর নদীর গোবরা ঘাট দিয়ে চলে যাচ্ছে বিহার ৷

malda
চাষের জমির পাশ থেকে এভাবেই কেটে ফেলা হচ্ছে মাটি

কিছুদিন আগে অবৈধভাবে মাটি কাটার (News of Illegally Cutting Soil) বিরুদ্ধে সরব হয়েছিলেন খোদ রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তাজমুল হোসেন ৷ মাটি পাচার রুখতে সেই সময় বিডিও, ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক ও থানার আইসিকে নিয়ে একটি কমিটিও গঠন করা হয় ৷ তারপরেও সরকারি আইন না মেনে কীভাবে প্রকাশ্যে মাফিয়ারা মাটি কাটছে এই নিয়ে উঠছে প্রশ্ন ৷

আরও পড়ুন : মাটি মাফিয়ার নজরে সোনাঝুরি জঙ্গল, নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য
যে এলাকায় মাটি কাটা হচ্ছে, তার পাশেই জমি রয়েছে মাইনুল শেখের ৷ নিজের জমিতে ভুট্টা লাগিয়েছেন তিনি ৷ মাটি কাটার বিষয়ে প্রশ্ন করতেই তাঁর চোখেমুখে আতঙ্ক ৷ কিছুতেই মুখ খুলতে রাজি নন ৷ শুধু বলেন, "এখন যেভাবে মাটি কাটা হচ্ছে, তাতে হয়তো ক্ষতি হবে না ৷ কিন্তু জায়গা ছেড়ে মাটি না কাটলে আমার জমির ক্ষতি হবে ৷ কে বা কারা মাটি কাটছে, কখন কাটছে, কতদিন ধরে কাটা হচ্ছে, কোথাও বিক্রি হচ্ছে কিনা, সেসব আমি বলতে পারব না ৷ তবে মেশিন দিয়েই মাটি কাটা হচ্ছে ৷"

Malda
মাটি কাটার পর ট্রাক্টরে করে তা পাচারের মুহূর্ত

পঞ্চায়েত নির্বাচনের মুখে এই ঘটনা নিয়ে সরব হয়েছেন বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সম্পাদক রূপেশ আগরওয়ালা ৷ তিনি বলেন, "এর আগে যখন মাটি কাটা চলছিল তখন রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় ও মন্ত্রী তাজমুল হোসেনরা তৎপরতা দেখিয়েছিলেন ৷ তাঁরা তৎপর হওয়ার পর মাটি পাচার কিছুটা বন্ধ হয়ে যায় ৷ সেটা আবার শুরু হয়েছে ৷ যেখানে মাটি কাটা হচ্ছে তার আশপাশের চাষিরা আমাদের অভিযোগ জানাচ্ছেন ৷ এই ঘটনার সঙ্গে তৃণমূলই জড়িত ৷ তাদের নির্দেশেই ফের মাটি কাটার কাজ শুরু হয়েছে ৷ মাটি কাটা রুখতে বিডিও, বিএল অ্যান্ড এলআরও এবং থানার আইসিকে নিয়ে একটি ত্রিপাক্ষিক কমিটি গঠিত হয়েছে ৷ তারপরেও মাটি কাটার অভিযোগ কেন উঠবে ? প্রশাসনের বিষয়টি কড়া নজরে দেখা প্রয়োজন ৷"

আরও পড়ুন : অবাধে লুঠ বন্ধ সুগার মিলের মাটি

যদিও অবৈধভাবে মাটি কাটার বিষয়টি অস্বীকার করেছেন তৃণমূলের মালদা জেলার সাধারণ সম্পাদক জম্মু রহমান ৷ তাঁর কথায়, "মাটি কাটা রুখতে প্রশাসনের বেশ কয়েকবার বৈঠক হয়েছে ৷ মাটি কাটতে হলে কয়েকটি সরকারি নিয়ম মানা জরুরি ৷ শুধু ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের নয়, অনুমতি নিতে হবে পাশাপাশি জমির মালিকদেরও ৷ জাতীয় সড়ক তৈরি হওয়ার সময় আমার জমির মাটিও কাটা হয়েছে ৷ সরকারি নিয়ম না মেনে ওরা আট থেকে 10 ফুট মাটি কেটেছে ৷ এখানে কতটা মাটি কাটা হয়েছে জানা নেই ৷ তবে বেশি গর্ত করে মাটি কাটা হলে পাশাপাশি জমিগুলিও বর্ষার সময় ক্ষতিগ্রস্ত হবে ৷ বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রশাসনকে বলব ৷ তবে এই রাজ্যে তৈরি ইট অন্য রাজ্যে বিক্রি হতেই পারে ৷ এতে আপত্তি কোথায় ৷"

বিষয়টি নিয়ে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সুরজিৎ দাস জানান, তাঁরা ঘটনাটি শুনেছেন ৷ সোমবারই তাঁরা গোটা বিষয়টি খতিয়ে দেখবেন ৷ প্রয়োজনে আইনানুগ পদক্ষেপ করা হবে ৷

আরও পড়ুন : মাটি ফেলে ভরাট করে প্লটে বিক্রি হচ্ছে আস্ত নদী, অভিযুক্ত তৃণমূল

হরিশ্চন্দ্রপুর মাটি মাফিয়াদের দৌরাত্ম্য নিয়ে চাষি-সহ স্থানীয় বিজেপি ও তৃণমূলের প্রতিক্রিয়া

মালদা, 8 জানুয়ারি: মন্ত্রী-বিধায়ক গা ঝাড়া দিয়েছিলেন ৷ তাই কিছুদিনের জন্য মাটি মাফিয়াদের দৌরাত্ম্য বন্ধ ছিল ৷ কিন্তু ফের তারা সক্রিয় হয়ে উঠেছে ৷ প্রকাশ্যেই চলছে মাটি পাচার ৷ মেশিনের সাহায্যে দেদার চলছে মাটি কাটা (Land Mafia Again Illegally Cutting Soil) ৷ মাফিয়াদের ভয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ ৷ তবে এই ঘটনা নিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে ফের শোরগোল পড়েছে হরিশ্চন্দ্রপুরে ৷ বিজেপির তরফে এই ঘটনায় শাসকদলের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ তোলা হয়েছে ৷ যদিও সেই অভিযোগ মানতে নারাজ তৃণমূল ৷

এবারের ঘটনাস্থল হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের (Harishchandrapur 2 Block) ভালুকা বাজার ৷ ওই এলাকার ঢালাই মোড়ের পাশে থাকা কৃষিজমি থেকে কয়েকদিন ধরেই মাটি কেটে নেওয়া হচ্ছে ৷ সরকারি নিয়মের তোয়াক্কা না করে তিন ফুটের জায়গায় আট থেকে ন'ফুট মাটি খোঁড়া হচ্ছে ৷ এভাবে মাটি কাটা হলে পাশাপাশি জমি ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন চাষিরা ৷ জানা যাচ্ছে, এখানকার মাটি নিয়ে যাওয়া হচ্ছে কিছু ইটভাটায় ৷ সেই ইট ফুলহর নদীর গোবরা ঘাট দিয়ে চলে যাচ্ছে বিহার ৷

malda
চাষের জমির পাশ থেকে এভাবেই কেটে ফেলা হচ্ছে মাটি

কিছুদিন আগে অবৈধভাবে মাটি কাটার (News of Illegally Cutting Soil) বিরুদ্ধে সরব হয়েছিলেন খোদ রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তাজমুল হোসেন ৷ মাটি পাচার রুখতে সেই সময় বিডিও, ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক ও থানার আইসিকে নিয়ে একটি কমিটিও গঠন করা হয় ৷ তারপরেও সরকারি আইন না মেনে কীভাবে প্রকাশ্যে মাফিয়ারা মাটি কাটছে এই নিয়ে উঠছে প্রশ্ন ৷

আরও পড়ুন : মাটি মাফিয়ার নজরে সোনাঝুরি জঙ্গল, নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য
যে এলাকায় মাটি কাটা হচ্ছে, তার পাশেই জমি রয়েছে মাইনুল শেখের ৷ নিজের জমিতে ভুট্টা লাগিয়েছেন তিনি ৷ মাটি কাটার বিষয়ে প্রশ্ন করতেই তাঁর চোখেমুখে আতঙ্ক ৷ কিছুতেই মুখ খুলতে রাজি নন ৷ শুধু বলেন, "এখন যেভাবে মাটি কাটা হচ্ছে, তাতে হয়তো ক্ষতি হবে না ৷ কিন্তু জায়গা ছেড়ে মাটি না কাটলে আমার জমির ক্ষতি হবে ৷ কে বা কারা মাটি কাটছে, কখন কাটছে, কতদিন ধরে কাটা হচ্ছে, কোথাও বিক্রি হচ্ছে কিনা, সেসব আমি বলতে পারব না ৷ তবে মেশিন দিয়েই মাটি কাটা হচ্ছে ৷"

Malda
মাটি কাটার পর ট্রাক্টরে করে তা পাচারের মুহূর্ত

পঞ্চায়েত নির্বাচনের মুখে এই ঘটনা নিয়ে সরব হয়েছেন বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সম্পাদক রূপেশ আগরওয়ালা ৷ তিনি বলেন, "এর আগে যখন মাটি কাটা চলছিল তখন রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় ও মন্ত্রী তাজমুল হোসেনরা তৎপরতা দেখিয়েছিলেন ৷ তাঁরা তৎপর হওয়ার পর মাটি পাচার কিছুটা বন্ধ হয়ে যায় ৷ সেটা আবার শুরু হয়েছে ৷ যেখানে মাটি কাটা হচ্ছে তার আশপাশের চাষিরা আমাদের অভিযোগ জানাচ্ছেন ৷ এই ঘটনার সঙ্গে তৃণমূলই জড়িত ৷ তাদের নির্দেশেই ফের মাটি কাটার কাজ শুরু হয়েছে ৷ মাটি কাটা রুখতে বিডিও, বিএল অ্যান্ড এলআরও এবং থানার আইসিকে নিয়ে একটি ত্রিপাক্ষিক কমিটি গঠিত হয়েছে ৷ তারপরেও মাটি কাটার অভিযোগ কেন উঠবে ? প্রশাসনের বিষয়টি কড়া নজরে দেখা প্রয়োজন ৷"

আরও পড়ুন : অবাধে লুঠ বন্ধ সুগার মিলের মাটি

যদিও অবৈধভাবে মাটি কাটার বিষয়টি অস্বীকার করেছেন তৃণমূলের মালদা জেলার সাধারণ সম্পাদক জম্মু রহমান ৷ তাঁর কথায়, "মাটি কাটা রুখতে প্রশাসনের বেশ কয়েকবার বৈঠক হয়েছে ৷ মাটি কাটতে হলে কয়েকটি সরকারি নিয়ম মানা জরুরি ৷ শুধু ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের নয়, অনুমতি নিতে হবে পাশাপাশি জমির মালিকদেরও ৷ জাতীয় সড়ক তৈরি হওয়ার সময় আমার জমির মাটিও কাটা হয়েছে ৷ সরকারি নিয়ম না মেনে ওরা আট থেকে 10 ফুট মাটি কেটেছে ৷ এখানে কতটা মাটি কাটা হয়েছে জানা নেই ৷ তবে বেশি গর্ত করে মাটি কাটা হলে পাশাপাশি জমিগুলিও বর্ষার সময় ক্ষতিগ্রস্ত হবে ৷ বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রশাসনকে বলব ৷ তবে এই রাজ্যে তৈরি ইট অন্য রাজ্যে বিক্রি হতেই পারে ৷ এতে আপত্তি কোথায় ৷"

বিষয়টি নিয়ে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সুরজিৎ দাস জানান, তাঁরা ঘটনাটি শুনেছেন ৷ সোমবারই তাঁরা গোটা বিষয়টি খতিয়ে দেখবেন ৷ প্রয়োজনে আইনানুগ পদক্ষেপ করা হবে ৷

আরও পড়ুন : মাটি ফেলে ভরাট করে প্লটে বিক্রি হচ্ছে আস্ত নদী, অভিযুক্ত তৃণমূল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.