মালদা, 14 অগাস্ট : পৌরসভার অনুমতি না নিয়েই মালদা শহরে তৈরি হচ্ছে একাধিক বাড়ি । সম্প্রতি এই অভিযোগ উঠছে মালদা শহরের ঘোড়াপীর এলাকায় ৷
ইংরেজবাজার পৌরসভা সূত্রে খবর, পৌর আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ঘোড়াপীর এলাকায় রমরমিয়ে চলছে বাড়ি নির্মাণের কাজ । সম্প্রতি সেখানকার কয়েকজন বাসিন্দা গোপনে এবিষয়ে পৌর কর্তৃপক্ষকে খবর দেন । খবর পেয়ে বেআইনিভাবে নির্মিত বাড়িগুলি পরিদর্শনে যান পৌরসভার আধিকারিকরা । তাঁরা সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন ৷ এরপরই ওই নির্মীয়মাণ বাড়ির মালিকদের পৌরসভার পক্ষ থেকে নোটিশ দেওয়ার প্রক্রিয়া শুরু হয় । সূত্রের খবর, পৌরসভার অভিযানের পর বাড়ি তৈরির কাজ বন্ধ করে এলাকা থেকে চম্পট দেয় বাড়ি মালিকরা । আজ দুপুরে পৌরসভার কর্মীরা ফের সেখানে গিয়ে ঘটনাস্থান পরিদর্শনে যান ৷ সেখানে গিয়ে তারা দেখেন বাড়ি তৈরি প্রায় শেষ ৷ কিন্তু, বাড়ি মালিকদের কোনও সন্ধান পাওয়া যায়নি ।
পৌরপ্রধান নীহাররঞ্জন ঘোষ বলেন, "আমি ওই ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়রের কাছ থেকে ঘটনাটি শুনেছি । তিনি জানিয়েছেন, পৌরসভার কোনও অনুমতি না নিয়েই ঘোড়াপীর এলাকায় 3-4টি বাড়ি নির্মাণের হচ্ছিল । আমি ওই বাড়ি মালিকদের নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছি। তারপরেও বাড়ি মালিকরা যদি নিজেদের ভুল স্বীকার করে পৌরসভার প্রয়োজনীয় অনুমতি না নেন, তবে আমরা তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব । প্রয়োজনে আমরা সেই নির্মীয়মাণ বাড়িগুলি ভেঙেও দিতে পারি ।"