ETV Bharat / state

নির্দেশিকা উপেক্ষা করে খুলল শিশু উদ্যান, সামাজিক দূরত্বকে থোরাই কেয়ার - মালদার খবর

কোরোনা সংক্রমণের বাড়বাড়ন্তের মধ্যেই সরকারি নির্দেশিকা উপেক্ষা করে খুলে দেওয়া হল মালদার একটি শিশু উদ্যান । মাস্ক ছাড়া, শারীরিক দূরত্ব বিধি উপেক্ষা করে অনেক মানুষ জড়ো হন উদ্যানে । বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিতর্ক ।

aa
শিশু উদ্যান
author img

By

Published : Aug 1, 2020, 9:13 PM IST

মালদা, 1 অগাস্ট : লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা সংক্রমণ । গত 24 ঘণ্টায় জেলায় রেকর্ড সংখ্যক মানুষ সংক্রমিত হয়েছেন ৷ এই পরিস্থিতিতেই সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে খোলা হল মালদা শহরের শুভঙ্কর শিশু উদ্যান ৷ উৎসবের দিনে শিশু উদ্যান খুলতেই উপচে পড়েছে ভিড় ৷ মাস্ক ছাড়াই উৎসবের আনন্দে মেতে উঠতে দেখা গেল শিশু-যুবকদের ৷ শিশু উদ্যানের এক কর্মী জানালেন, ম্যানেজারের নির্দেশেই তাঁরা শিশু উদ্যান খুলেছেন ৷ সংবাদ মাধ্যমের কাছে বিষয়টি জানতে পেরে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার কথা জানান মহকুমা শাসক ৷

দেশজুড়ে দিনের পর দিন বাড়ছে কোরোনা সংক্রমিতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় রাজ্যের পাশাপাশি রেকর্ড সংখ্যক মানুষ সংক্রমিত হয়েছেন জেলাতেও ৷ সংক্রমণ রুখতে সপ্তাহে দু’দিন করে লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ সেক্ষেত্রে ধর্মীয় উৎসবগুলিকে ছাড় দেওয়া হয়েছে ৷ তবে এখনও স্কুল-কলেজ শিশু উদ্যান খোলার অনুমতি দেওয়া হয়নি ৷ এই আবহের মধ্যেই আজ বিকালে খুলে দেওয়া হয় মালদা শহরের শুভঙ্কর শিশু উদ্যান ৷ শারীরিক দূরত্ব বিধিকে তুড়ি মেরে উড়িয়ে মাস্ক ছাড়াই উৎসবের আনন্দে মেতে উঠতে দেখা যায় অনেককে ।

ইংরেজবাজারের যদুপুর থেকে আগত এক যুবক ইমরান বলেন, "আজ ইদ৷ সকাল থেকেই দিন ভালোই কাটছে ৷ পরিবারকে নিয়ে শুভঙ্কর শিশু উদ্যানে এসেছি ৷ উদ্যানে অনেকই রয়েছেন ৷ বাচ্চারা খেলাধূলো করছে ৷ এই পরিবেশে বেশ ভালোই লাগছে ৷" নাম প্রকাশে অনিচ্ছুক উদ্যানের এক কর্মী বলেন, "সরকারিভাবে উদ্যান খোলার নির্দেশিকা রয়েছে কি না তা জানা নেই ৷ আমাদের ম্যানেজার উদ্যান খোলা রাখতে বলেছেন ৷ আমরা সেই নির্দেশ পালন করছি ৷" জেলা প্রশাসনিক ভবন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ওই শিশু উদ্যান ৷ প্রশাসনের নাকের ডগায় নির্দেশ উপেক্ষা করে খোলা হয়েছে উদ্যান ৷ এই প্রসঙ্গে মহকুমা শাসক সুরেশচন্দ্র রানো টেলিফোনে জানান, "বিষয়টি আমার জানা ছিল না । খোঁজ নিয়ে দেখছি। এমন হওয়ার কথা নয় ।"

মালদা, 1 অগাস্ট : লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা সংক্রমণ । গত 24 ঘণ্টায় জেলায় রেকর্ড সংখ্যক মানুষ সংক্রমিত হয়েছেন ৷ এই পরিস্থিতিতেই সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে খোলা হল মালদা শহরের শুভঙ্কর শিশু উদ্যান ৷ উৎসবের দিনে শিশু উদ্যান খুলতেই উপচে পড়েছে ভিড় ৷ মাস্ক ছাড়াই উৎসবের আনন্দে মেতে উঠতে দেখা গেল শিশু-যুবকদের ৷ শিশু উদ্যানের এক কর্মী জানালেন, ম্যানেজারের নির্দেশেই তাঁরা শিশু উদ্যান খুলেছেন ৷ সংবাদ মাধ্যমের কাছে বিষয়টি জানতে পেরে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার কথা জানান মহকুমা শাসক ৷

দেশজুড়ে দিনের পর দিন বাড়ছে কোরোনা সংক্রমিতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় রাজ্যের পাশাপাশি রেকর্ড সংখ্যক মানুষ সংক্রমিত হয়েছেন জেলাতেও ৷ সংক্রমণ রুখতে সপ্তাহে দু’দিন করে লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ সেক্ষেত্রে ধর্মীয় উৎসবগুলিকে ছাড় দেওয়া হয়েছে ৷ তবে এখনও স্কুল-কলেজ শিশু উদ্যান খোলার অনুমতি দেওয়া হয়নি ৷ এই আবহের মধ্যেই আজ বিকালে খুলে দেওয়া হয় মালদা শহরের শুভঙ্কর শিশু উদ্যান ৷ শারীরিক দূরত্ব বিধিকে তুড়ি মেরে উড়িয়ে মাস্ক ছাড়াই উৎসবের আনন্দে মেতে উঠতে দেখা যায় অনেককে ।

ইংরেজবাজারের যদুপুর থেকে আগত এক যুবক ইমরান বলেন, "আজ ইদ৷ সকাল থেকেই দিন ভালোই কাটছে ৷ পরিবারকে নিয়ে শুভঙ্কর শিশু উদ্যানে এসেছি ৷ উদ্যানে অনেকই রয়েছেন ৷ বাচ্চারা খেলাধূলো করছে ৷ এই পরিবেশে বেশ ভালোই লাগছে ৷" নাম প্রকাশে অনিচ্ছুক উদ্যানের এক কর্মী বলেন, "সরকারিভাবে উদ্যান খোলার নির্দেশিকা রয়েছে কি না তা জানা নেই ৷ আমাদের ম্যানেজার উদ্যান খোলা রাখতে বলেছেন ৷ আমরা সেই নির্দেশ পালন করছি ৷" জেলা প্রশাসনিক ভবন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ওই শিশু উদ্যান ৷ প্রশাসনের নাকের ডগায় নির্দেশ উপেক্ষা করে খোলা হয়েছে উদ্যান ৷ এই প্রসঙ্গে মহকুমা শাসক সুরেশচন্দ্র রানো টেলিফোনে জানান, "বিষয়টি আমার জানা ছিল না । খোঁজ নিয়ে দেখছি। এমন হওয়ার কথা নয় ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.