ETV Bharat / state

জোট না হলেও মালদায় দুটি আসনেই জয় নিয়ে আশাবাদী ইশা - tmc

জোট না হলেও মালদায় দুটি আসনেই জয় নিয়ে আশাবাদী ইশা

ইশা খান চৌধুরি
author img

By

Published : Mar 20, 2019, 8:20 PM IST

Updated : Mar 22, 2019, 5:40 AM IST

মালদা, ২০ মার্চ : " বামেদের সঙ্গে জোট হোক কিংবা না হোক, এই জেলায় আমাদের নিজেদের শক্তির উপর ভরসা আছে। কংগ্রেস মালদায় কোনও নতুন দল নয়। বরকত সাহেব, প্রিয়রঞ্জন দাশমুন্সি সহ অন্য নেতারা এই জেলায় কংগ্রেস করে গেছেন। তাই জোট হলে ভালো। জোট না হলেও মালদা জেলার দুটি আসনেই জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।" আজ চাঁচলের কলমবাগান ময়দানে রাহুল গান্ধির জনসভার কাজ পরিদর্শনে এসে একথা বললেন ইশা খান চৌধুরি। তিনি এবার উত্তর মালদা লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী।

উল্লেখ্য, ২৩ মার্চ কলমবাগান ময়দানে ইশা খানের সমর্থনে নির্বাচনী প্রচারে আসছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধি। এটাই রাজ্যে এবার রাহুলের প্রথম নির্বাচনী সভা। এই সভা করা নিয়ে প্রশাসনের তরফে বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ তুলেছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোস্তাক আলম। পরে নির্বাচন কমিশনের হস্তক্ষেপে সেই জটিলতা কেটে যায়। গতকাল সন্ধেয় রাহুল গান্ধির সভার অনুমতি দেয় প্রশাসন। এরপর নিজে দাঁড়িয়ে থেকে সভামঞ্চ তৈরির কাজ পরিচালনা করছেন কংগ্রেসের রাজ্য কো-অর্ডিনেটর কমিটির সদস্য শুভঙ্কর সরকার। তাঁর সঙ্গে রয়েছে জেলা কংগ্রেস নেতৃত্ব।

শুভঙ্করবাবু আজ বলেন, "২৩ তারিখ দুপুর দেড়টা নাগাদ আমরা সভা শুরু করে দেব। এই সভায় প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রও আসবেন। আড়াইটে থেকে তিনটের মধ্যে রাহুল গান্ধি সভায় চলে আসবেন। সঙ্গে তাঁর সহায়করাও আসছেন।"

ভিডিয়োয় শুনুন ইশা খান চৌধুরির বক্তব্য

ইশা খান চৌধুরি বলেন, "রাহুলজির সভার জন্য এখনও ঠিকমতো প্রচার শুরু করতে পারিনি। হাতে সময় খুবই কম। ২৩ তারিখের পর পুরোপুরি নির্বাচনী প্রচারে নেমে পড়ব। দলের জেলা ও ব্লক সভাপতিদের মত অনুযায়ী প্রচার চালাব। গতকাল আমি সামান্য প্রচার করেছি। এই জেলায় কংগ্রেসের শক্তি কমে গেছে বলে অনেকে প্রচার করছে। কিন্তু ২৩ তারিখ রাহুলজির সভায় অন্তত দেড় লাখ মানুষ উপস্থিত থাকবেন। আজ সভাস্থান পরিদর্শন করতে এসেছিলেন চাঁচলের মহকুমাশাসক থেকে শুরু করে পুলিশ ও SPG আধিকারিকরা। তাঁদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে।"

মালদা, ২০ মার্চ : " বামেদের সঙ্গে জোট হোক কিংবা না হোক, এই জেলায় আমাদের নিজেদের শক্তির উপর ভরসা আছে। কংগ্রেস মালদায় কোনও নতুন দল নয়। বরকত সাহেব, প্রিয়রঞ্জন দাশমুন্সি সহ অন্য নেতারা এই জেলায় কংগ্রেস করে গেছেন। তাই জোট হলে ভালো। জোট না হলেও মালদা জেলার দুটি আসনেই জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।" আজ চাঁচলের কলমবাগান ময়দানে রাহুল গান্ধির জনসভার কাজ পরিদর্শনে এসে একথা বললেন ইশা খান চৌধুরি। তিনি এবার উত্তর মালদা লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী।

উল্লেখ্য, ২৩ মার্চ কলমবাগান ময়দানে ইশা খানের সমর্থনে নির্বাচনী প্রচারে আসছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধি। এটাই রাজ্যে এবার রাহুলের প্রথম নির্বাচনী সভা। এই সভা করা নিয়ে প্রশাসনের তরফে বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ তুলেছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোস্তাক আলম। পরে নির্বাচন কমিশনের হস্তক্ষেপে সেই জটিলতা কেটে যায়। গতকাল সন্ধেয় রাহুল গান্ধির সভার অনুমতি দেয় প্রশাসন। এরপর নিজে দাঁড়িয়ে থেকে সভামঞ্চ তৈরির কাজ পরিচালনা করছেন কংগ্রেসের রাজ্য কো-অর্ডিনেটর কমিটির সদস্য শুভঙ্কর সরকার। তাঁর সঙ্গে রয়েছে জেলা কংগ্রেস নেতৃত্ব।

শুভঙ্করবাবু আজ বলেন, "২৩ তারিখ দুপুর দেড়টা নাগাদ আমরা সভা শুরু করে দেব। এই সভায় প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রও আসবেন। আড়াইটে থেকে তিনটের মধ্যে রাহুল গান্ধি সভায় চলে আসবেন। সঙ্গে তাঁর সহায়করাও আসছেন।"

ভিডিয়োয় শুনুন ইশা খান চৌধুরির বক্তব্য

ইশা খান চৌধুরি বলেন, "রাহুলজির সভার জন্য এখনও ঠিকমতো প্রচার শুরু করতে পারিনি। হাতে সময় খুবই কম। ২৩ তারিখের পর পুরোপুরি নির্বাচনী প্রচারে নেমে পড়ব। দলের জেলা ও ব্লক সভাপতিদের মত অনুযায়ী প্রচার চালাব। গতকাল আমি সামান্য প্রচার করেছি। এই জেলায় কংগ্রেসের শক্তি কমে গেছে বলে অনেকে প্রচার করছে। কিন্তু ২৩ তারিখ রাহুলজির সভায় অন্তত দেড় লাখ মানুষ উপস্থিত থাকবেন। আজ সভাস্থান পরিদর্শন করতে এসেছিলেন চাঁচলের মহকুমাশাসক থেকে শুরু করে পুলিশ ও SPG আধিকারিকরা। তাঁদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে।"

Intro:মালদা, ১১ মার্চ : যুবকের আত্মহত্যায় আইন নিজেদের হাতে তুলে নিলেন মালদা শহরের বাসিন্দারা৷ অভিযোগ, নেশায় আসক্ত হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ওই যুবক৷ আরও অভিযোগ, যুব সমাজকে নেশায় ডুব দিতে সাহায্য করছে স্থানীয় একটি ওষুধের দোকান৷ তাই এই আত্মহত্যার ঘটনা জানতে পেরে ক্ষিপ্ত জনতা ভাঙচুর চালায় ওই ওষুধের দোকানে৷ ঘটনাটি ঘটেছে মালদা শহরের মীরচক এলাকায়৷Body:মৃত যুবকের নাম রোহিত শেখ৷ বয়স ১৮৷ বাড়ি ইংরেজবাজার পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের ধুলিপাড়ায়৷ বাবা আজিম শেখ শ্রমিকের কাজ করেন৷ অভিযোগ, মীরচকের বেশ কয়েকটি ওষুধের দোকানে বেআইনিভাবে মাদক বিক্রি হয়৷ সেই মাদকে আসক্ত হয়ে পড়েন রোহিত৷ গতকাল রাত দুটো নাগাদ নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি৷ নেশার ঝোঁকে আত্মহত্যা করার খবর ছড়িয়ে পড়লে ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা৷ আজ সকালে স্থানীয় মানুষজন ওই ওষুধের দোকানে ভাঙচুর চালায়৷ দোকান থেকে মাদক কাফসিরাপ সহ একাধিক মাদকদ্রব্য উদ্ধার করে আগুন ধরিয়ে দেয় তারা৷
         আজিম শেখ জানান, তিনি সারাদিন বাইরে কাজ করেন৷ সেই সময় তাঁর ছেলে ট্যাবলেট ও মাদক কফসিরাপের নেশা করত৷ বর্তমানে মাদকদ্রব্যে ছেয়ে গিয়েছে গোটা এলাকা৷ দিনে প্রায় ৪-৫ পাতা ট্যাবলেট নিত তাঁর ছেলে৷ কয়েকদিন আগেই তাঁরা জানতে পারেন, এলাকারই একটি ওষুধের দোকানে এসব মাদক বিক্রি হয়৷ গতকাল রাতে তাঁর ছেলে নেশার ঝোঁকে গলায় ফাঁস গালিয়ে আত্মহত্যা করেছে৷ আজ স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওই দোকানে ভাঙচুর করে৷ সমস্ত মাদক দ্রব্য পুড়িয়ে দেয়৷ স্থানীয় বাসিন্দা নয়ন শেখ জানান, রোহিতকে ধরে তাঁদের এলাকায় নেশাগ্রস্ত হয়ে এখনও পর্যন্ত চারজন মারা গিয়েছে৷ এলাকায় প্রকাশ্যে মাদক দ্রব্য বিক্রি হচ্ছে৷ অথচ পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না৷ খবর পেলে পুলিশ বিক্রেতাদের গ্রেফতার করে নিয়ে যাচ্ছে৷ মাদকও বাজেয়াপ্ত করছে৷ কিন্তু ৪-৫ দিন পরে মাদক সহ বিক্রেতাদের ফের ছেড়ে দিচ্ছে৷ এলাকার বেশিরভাগ যুবক এখন ভয়ংকরভাবে মাদকাসক্ত৷ তাঁরা চান, পুলিশ এই মাদক বিক্রেতাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক৷
Conclusion:ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি৷ তাই আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে৷ লিখিত অভিযোগ দায়ের হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে৷
Last Updated : Mar 22, 2019, 5:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.