ETV Bharat / state

বধূ নির্যাতনের অভিযোগ! প্রতিশোধ নিতে স্ত্রী'কে পুড়িয়ে মারার চেষ্টা - Husband tried to burn his wife in malda

Assault on Wife: স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ ৷ পুলিশি হেফাজত থেকে ছাড়া পেয়ে প্রতিশোধ নিতে শ্বশুরবাড়িতে আগুন কীর্তিমান জামাইয়ের ৷

বধূ নির্যাতনের জের
Assault on Wife
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 3, 2023, 11:15 AM IST

Updated : Dec 3, 2023, 12:27 PM IST

প্রতিশোধ নিতে স্ত্রী'কে পুড়িয়ে মারার চেষ্টা

মালদা, 3 ডিসেম্বর: নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীকে মারধর, টাকাপয়সা দাবি করা অভ্যাসে পরিণত করেছিল স্বামী ৷ শুধু মারধরই নয়, শ্বাসরোধ করে স্ত্রীকে খুনের চেষ্টাও করত সে ৷ গত বুধবার রাতে অত্যাচার চরমে ওঠে ৷ সহ্য করতে না-পেরে দুই বাচ্চাকে নিয়ে মায়ের বাড়িতে আশ্রয় নেন স্ত্রী ৷ সবার সঙ্গে আলোচনা করে স্বামীর বিরুদ্ধে পুলিশের কাছে বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগের ভিত্তিতে স্বামীকে গ্রেফতার করে পুলিশ ৷ কিন্তু কোনও এক অজানা কারণে কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্তকে পুলিশ ছেড়েও দেয় ৷ এরপরেই মাঝরাতে শ্বশুরবাড়িতে আগুন লাগিয়ে স্ত্রী-সন্তান সহ বাড়ির সবাইকে পুড়িয়ে খুন করার চেষ্টা করে কীর্তিমান জামাই ৷

সৌভাগ্যবশত হতাহতের কোনও ঘটনা ঘটেনি ৷ তবে পুড়ে ছাই হয়ে গিয়েছে ওই বাড়ির দু'টি ঘর ৷ ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে গা-ঢাকা দিয়েছে কীর্তিমান ৷ ঘটনাটি ঘটেছে মানিকচক ব্লকে ৷ এই ঘটনায় মানিকচক থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ বাপের বাড়ি মানিকচক এলাকায় ৷ 11 বছর আগে তাঁদের বিয়ে হয় ৷ এক ছেলে ও এক মেয়ে রয়েছে তাঁদের ৷

স্ত্রী বলেন, "স্বামী প্রচণ্ড নেশা করে ৷ সবসময় নেশার কাফ সিরাপ, ট্যাবলেট খায় ৷ নেশা করে আমাকে কারণে অকারণে মারধর করে ৷ বাপের বাড়ি থেকে টাকা আনার চাপ দেয় ৷ ছেলেমেয়ের ভবিষ্যতের কথা ভেবে এতদিন ওর অত্যাচার সহ্য করে চুপ ছিলাম ৷ কিন্তু গত বুধবার অত্যাচার মাত্রা ছাড়ায় ৷ আমি ওর কঠোর শাস্তি দাবি করছি ৷"

ভোর রাতে অভিযুক্ত স্বামীকে শ্বশুরবাড়িতে আগুন লাগাতে দেখে ফেলেছিলেন গ্রামেরই এক বধূ ৷ ক্যামেরার সামনে তিনি মুখ খুলতে না-চাইলেও তিনি জানান, আগুন দেখে তিনি চিৎকার করে ওঠেন ৷ তখনই দেখেন, তাঁর চিৎকার শুনে সে সেখান থেকে পালিয়ে যাচ্ছে ৷ এই ঘটনায় মানিকচক থানার পুলিশের ভূমিকা এখন কাঠগড়ায় ৷ এ প্রসঙ্গে আইসি পার্থসারথি হালদারকে প্রশ্ন করা হলেও তিনি কোনও উত্তর দিতে চাননি ৷

আরও পড়ুন:

  1. চোর অপবাদে গৃহবধূকে বিবস্ত্র করে মারধর, কামিয়ে দেওয়া হল মাথার চুল; গ্রেফতার শাশুড়ি-ননদ
  2. মধ্যমগ্রামে নৃশংসতা, জল খাওয়ার নাম করে বাড়িতে ঢুকে গৃহকর্ত্রীকে খুন পনির বিক্রেতার
  3. মহিলা সিভিক ভলান্টিয়ারের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কে আপত্তি, দুর্গাপুরে শাশুড়িকে খুনে অভিযুক্ত বধূ

প্রতিশোধ নিতে স্ত্রী'কে পুড়িয়ে মারার চেষ্টা

মালদা, 3 ডিসেম্বর: নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীকে মারধর, টাকাপয়সা দাবি করা অভ্যাসে পরিণত করেছিল স্বামী ৷ শুধু মারধরই নয়, শ্বাসরোধ করে স্ত্রীকে খুনের চেষ্টাও করত সে ৷ গত বুধবার রাতে অত্যাচার চরমে ওঠে ৷ সহ্য করতে না-পেরে দুই বাচ্চাকে নিয়ে মায়ের বাড়িতে আশ্রয় নেন স্ত্রী ৷ সবার সঙ্গে আলোচনা করে স্বামীর বিরুদ্ধে পুলিশের কাছে বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগের ভিত্তিতে স্বামীকে গ্রেফতার করে পুলিশ ৷ কিন্তু কোনও এক অজানা কারণে কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্তকে পুলিশ ছেড়েও দেয় ৷ এরপরেই মাঝরাতে শ্বশুরবাড়িতে আগুন লাগিয়ে স্ত্রী-সন্তান সহ বাড়ির সবাইকে পুড়িয়ে খুন করার চেষ্টা করে কীর্তিমান জামাই ৷

সৌভাগ্যবশত হতাহতের কোনও ঘটনা ঘটেনি ৷ তবে পুড়ে ছাই হয়ে গিয়েছে ওই বাড়ির দু'টি ঘর ৷ ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে গা-ঢাকা দিয়েছে কীর্তিমান ৷ ঘটনাটি ঘটেছে মানিকচক ব্লকে ৷ এই ঘটনায় মানিকচক থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ বাপের বাড়ি মানিকচক এলাকায় ৷ 11 বছর আগে তাঁদের বিয়ে হয় ৷ এক ছেলে ও এক মেয়ে রয়েছে তাঁদের ৷

স্ত্রী বলেন, "স্বামী প্রচণ্ড নেশা করে ৷ সবসময় নেশার কাফ সিরাপ, ট্যাবলেট খায় ৷ নেশা করে আমাকে কারণে অকারণে মারধর করে ৷ বাপের বাড়ি থেকে টাকা আনার চাপ দেয় ৷ ছেলেমেয়ের ভবিষ্যতের কথা ভেবে এতদিন ওর অত্যাচার সহ্য করে চুপ ছিলাম ৷ কিন্তু গত বুধবার অত্যাচার মাত্রা ছাড়ায় ৷ আমি ওর কঠোর শাস্তি দাবি করছি ৷"

ভোর রাতে অভিযুক্ত স্বামীকে শ্বশুরবাড়িতে আগুন লাগাতে দেখে ফেলেছিলেন গ্রামেরই এক বধূ ৷ ক্যামেরার সামনে তিনি মুখ খুলতে না-চাইলেও তিনি জানান, আগুন দেখে তিনি চিৎকার করে ওঠেন ৷ তখনই দেখেন, তাঁর চিৎকার শুনে সে সেখান থেকে পালিয়ে যাচ্ছে ৷ এই ঘটনায় মানিকচক থানার পুলিশের ভূমিকা এখন কাঠগড়ায় ৷ এ প্রসঙ্গে আইসি পার্থসারথি হালদারকে প্রশ্ন করা হলেও তিনি কোনও উত্তর দিতে চাননি ৷

আরও পড়ুন:

  1. চোর অপবাদে গৃহবধূকে বিবস্ত্র করে মারধর, কামিয়ে দেওয়া হল মাথার চুল; গ্রেফতার শাশুড়ি-ননদ
  2. মধ্যমগ্রামে নৃশংসতা, জল খাওয়ার নাম করে বাড়িতে ঢুকে গৃহকর্ত্রীকে খুন পনির বিক্রেতার
  3. মহিলা সিভিক ভলান্টিয়ারের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কে আপত্তি, দুর্গাপুরে শাশুড়িকে খুনে অভিযুক্ত বধূ
Last Updated : Dec 3, 2023, 12:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.