ETV Bharat / state

Husband left Wife : কন্যাসন্তানের জন্ম দেওয়ায় স্ত্রী ও সদ্যোজাতকে ছেড়ে পালালেন স্বামী - মালদায় স্ত্রীকে ছেড়ে পালালেন স্বামী

স্ত্রী কন্যাসন্তানের (Girl Child) জন্ম দেওয়ায় তাঁকে নার্সিংহোমে ফেলে পালালেন স্বামী (Husband left Wife) ৷ মালদার ঘটনায় অসহায় তরুণীর পাশে দাঁড়াল নার্সিংহোম কর্তৃপক্ষ ৷ 22 দিন ধরে সদ্য়োজাত ও তার মাকে চিকিৎসা পরিষেবা দিল তারা ৷ শেষমেশ পুলিশের সহযোগিতায় মা ও সন্তানকে সরকারি হোমে রাখার বন্দোবস্ত করা হয়েছে ৷

husband left wife in malda nursing home as she gave birth a girl child
Husband left Wife : কন্যা সন্তানের জন্ম দেওয়ায় স্ত্রী ও সদ্যোজাতকে ছেড়ে পালালেন স্বামী
author img

By

Published : Dec 3, 2021, 4:49 PM IST

মালদা, 3 ডিসেম্বর : ভালোবেসে মনের মানুষকেই বিয়ে করেছিলেন পূজা মার্ডি ৷ বিয়ের পর সুখে স্বামীর ঘরও করছিলেন ৷ গোল বাধে একবছর পর ৷ কন্যাসন্তানের (Girl Child) জন্ম দেওয়ায় তাঁকে ‘ত্যাগ’ করলেন পূজার স্বামী (Husband left Wife) সুরজ বেসরা ৷ প্রত্যাখ্যান করেছেন সদ্যোজাত মেয়েকেও ৷ সন্তান-সহ প্রসূতিকে মালদা শহরের একটি নার্সিংহোমে রেখে পালিয়ে গিয়েছেন সুরজ ৷ নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, তাদের তরফে পূজার শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও লাভ হয়নি ৷ টানা 22 দিন মা ও সদ্যোজাতকে পর্যবেক্ষণে রাখার পর পুলিশের দ্বারস্থ হয়ছে তারা ৷ পুলিশের সহযোগিতাতেই পূজা ও তাঁর মেয়ের ঠাঁই হচ্ছে সরকারি হোমে ৷

আরও পড়ুন : পরপর কন্যাসন্তান, 'কালো' বধূকে খুন করে পালাল শ্বশুরবাড়ির লোকজন

পূজার বয়স 21 বছর ৷ তাঁর শ্বশুরবাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের মঙ্গলপুর এলাকায় ৷ স্বামী সুরজ বেসরা পেশায় শ্রমিক ৷ পূজা বলেন, ‘‘বিয়ের আগে বেশ কিছুদিন আমাদের মধ্যে সম্পর্ক ছিল ৷ বছর খানেক আগে আমরা বিয়ে করি ৷ এরপর আমি গর্ভবতী হই ৷ গত 12 নভেম্বর আমার প্রসবযন্ত্রণা ওঠে ৷ যন্ত্রণায় আমি জ্ঞান হারিয়ে ফেলি ৷ স্বামীই আমাকে এখানে নিয়ে আসে ৷ আমার সিজার হয় ৷ আমার একটি মেয়ে হয়েছে ৷ তারপর বেশ কয়েকদিন আমার জ্ঞান ছিল না ৷ আমার জ্ঞান ফেরার পর স্বামী আর এখানে আসেনি ৷ শ্বশুরবাড়ির বাকিরাও আমাকে নিতে আসেনি ৷ স্বামীর মোবাইল ফোনও বন্ধ ৷ একদিন শুধু আমাকে জানিয়েছিল, মেয়ের জন্ম দেওয়ায় সে আর আমাকে ঘরে ফিরিয়ে নিয়ে যাবে না ৷ ওদের ছেলে চাই ৷ 20 দিন ধরে আমি এখানেই আছি ৷ প্রেম করে বিয়ে করেছি বলে বাবা-মায়ের সঙ্গেও এখন আমার কোনও সম্পর্ক নেই ৷ কিন্তু, আমি বাড়ি ফিরে যেতে চাই ৷’’

যে নার্সিংহোমে পূজা কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন, তার মালিক আইনুল হক বলেন, “12 নভেম্বর সকালে অচেতন অবস্থায় ওই গর্ভবতীকে এখানে ভর্তি করা হয়েছিল ৷ সেই সময় তাঁর শারীরিক পরিস্থিতি ভাল ছিল না ৷ সঙ্গে সঙ্গে অস্ত্রোপচার করে তাঁর সন্তানের জন্ম দেওয়া হয় ৷ পাঁচদিন আইসিইউ-এ চিকিৎসাধীন থাকার পর তাঁর জ্ঞান ফেরে ৷ কিন্তু তাঁর পরিবারের লোকজন আর এখানে আসছেন না ৷ আমাদের সঙ্গে কোনও যোগাযোগও করছেন না ৷ তাঁরা রোগীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে রাজি নন ৷ আমরা এতদিন ওই মহিলাকে এখানে সবরকম চিকিৎসা পরিষেবা দিয়েছি ৷ আমরা ইংরেজবাজার থানার আইসি ও পুলিশ সুপারের সঙ্গে এই বিষয়ে কথা বলেছি ৷ মা ও সন্তানকে হোমে রাখার ব্যবস্থা করা হয়েছে ৷ দু’জনেই ভাল আছে ৷’’

আরও পড়ুন : Rajarhat : রাজারহাট কাজিয়াল পাড়া থেকে সদ্যোজাত কন্যাসন্তান উদ্ধার

প্রসঙ্গত, বেসরকারি হাসপাতালে রোগী ও রোগীর পরিবারের সদস্যদের হেনস্থা হওয়ার ঘটনা মাঝেমধ্যেই ঘটে ৷ বহু বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের বিরুদ্ধে অমানবিক আচরণেরও অভিযোগ ওঠে ৷ কিন্তু, চরম দুর্দিনে মালদার এই নার্সিংহোম যেভাবে পূজা ও তাঁর সন্তানের পাশে দাঁড়িয়েছে, তা সত্যিই প্রশংসনীয় ৷

মালদা, 3 ডিসেম্বর : ভালোবেসে মনের মানুষকেই বিয়ে করেছিলেন পূজা মার্ডি ৷ বিয়ের পর সুখে স্বামীর ঘরও করছিলেন ৷ গোল বাধে একবছর পর ৷ কন্যাসন্তানের (Girl Child) জন্ম দেওয়ায় তাঁকে ‘ত্যাগ’ করলেন পূজার স্বামী (Husband left Wife) সুরজ বেসরা ৷ প্রত্যাখ্যান করেছেন সদ্যোজাত মেয়েকেও ৷ সন্তান-সহ প্রসূতিকে মালদা শহরের একটি নার্সিংহোমে রেখে পালিয়ে গিয়েছেন সুরজ ৷ নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, তাদের তরফে পূজার শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও লাভ হয়নি ৷ টানা 22 দিন মা ও সদ্যোজাতকে পর্যবেক্ষণে রাখার পর পুলিশের দ্বারস্থ হয়ছে তারা ৷ পুলিশের সহযোগিতাতেই পূজা ও তাঁর মেয়ের ঠাঁই হচ্ছে সরকারি হোমে ৷

আরও পড়ুন : পরপর কন্যাসন্তান, 'কালো' বধূকে খুন করে পালাল শ্বশুরবাড়ির লোকজন

পূজার বয়স 21 বছর ৷ তাঁর শ্বশুরবাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের মঙ্গলপুর এলাকায় ৷ স্বামী সুরজ বেসরা পেশায় শ্রমিক ৷ পূজা বলেন, ‘‘বিয়ের আগে বেশ কিছুদিন আমাদের মধ্যে সম্পর্ক ছিল ৷ বছর খানেক আগে আমরা বিয়ে করি ৷ এরপর আমি গর্ভবতী হই ৷ গত 12 নভেম্বর আমার প্রসবযন্ত্রণা ওঠে ৷ যন্ত্রণায় আমি জ্ঞান হারিয়ে ফেলি ৷ স্বামীই আমাকে এখানে নিয়ে আসে ৷ আমার সিজার হয় ৷ আমার একটি মেয়ে হয়েছে ৷ তারপর বেশ কয়েকদিন আমার জ্ঞান ছিল না ৷ আমার জ্ঞান ফেরার পর স্বামী আর এখানে আসেনি ৷ শ্বশুরবাড়ির বাকিরাও আমাকে নিতে আসেনি ৷ স্বামীর মোবাইল ফোনও বন্ধ ৷ একদিন শুধু আমাকে জানিয়েছিল, মেয়ের জন্ম দেওয়ায় সে আর আমাকে ঘরে ফিরিয়ে নিয়ে যাবে না ৷ ওদের ছেলে চাই ৷ 20 দিন ধরে আমি এখানেই আছি ৷ প্রেম করে বিয়ে করেছি বলে বাবা-মায়ের সঙ্গেও এখন আমার কোনও সম্পর্ক নেই ৷ কিন্তু, আমি বাড়ি ফিরে যেতে চাই ৷’’

যে নার্সিংহোমে পূজা কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন, তার মালিক আইনুল হক বলেন, “12 নভেম্বর সকালে অচেতন অবস্থায় ওই গর্ভবতীকে এখানে ভর্তি করা হয়েছিল ৷ সেই সময় তাঁর শারীরিক পরিস্থিতি ভাল ছিল না ৷ সঙ্গে সঙ্গে অস্ত্রোপচার করে তাঁর সন্তানের জন্ম দেওয়া হয় ৷ পাঁচদিন আইসিইউ-এ চিকিৎসাধীন থাকার পর তাঁর জ্ঞান ফেরে ৷ কিন্তু তাঁর পরিবারের লোকজন আর এখানে আসছেন না ৷ আমাদের সঙ্গে কোনও যোগাযোগও করছেন না ৷ তাঁরা রোগীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে রাজি নন ৷ আমরা এতদিন ওই মহিলাকে এখানে সবরকম চিকিৎসা পরিষেবা দিয়েছি ৷ আমরা ইংরেজবাজার থানার আইসি ও পুলিশ সুপারের সঙ্গে এই বিষয়ে কথা বলেছি ৷ মা ও সন্তানকে হোমে রাখার ব্যবস্থা করা হয়েছে ৷ দু’জনেই ভাল আছে ৷’’

আরও পড়ুন : Rajarhat : রাজারহাট কাজিয়াল পাড়া থেকে সদ্যোজাত কন্যাসন্তান উদ্ধার

প্রসঙ্গত, বেসরকারি হাসপাতালে রোগী ও রোগীর পরিবারের সদস্যদের হেনস্থা হওয়ার ঘটনা মাঝেমধ্যেই ঘটে ৷ বহু বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের বিরুদ্ধে অমানবিক আচরণেরও অভিযোগ ওঠে ৷ কিন্তু, চরম দুর্দিনে মালদার এই নার্সিংহোম যেভাবে পূজা ও তাঁর সন্তানের পাশে দাঁড়িয়েছে, তা সত্যিই প্রশংসনীয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.