মালদা, 21 জুলাই : ঘর থেকে উদ্ধার হল এক দম্পতির দেহ । ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ইংরেজবাজারের বাগবাড়ি এলাকায় ৷ মৃত দম্পতির নাম শিবা মণ্ডল (25) ও কবিতা মুসৌরি (20) ।
আরও পড়ুন : ধৃত তিন জেএমবি জঙ্গির সন্ত্রাস-যোগ কি আরও গভীরে, ধন্দে গোয়েন্দারা
মৃত দম্পতির বাড়ি ইংরেজবাজারের বাগবাড়ি সংলগ্ন লক্ষ্মীপুর এলাকায় । শিবা ভিন রাজ্যে শ্রমিকের কাজ করত । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় 10 মাস আগে দু'জনের বিয়ে হয় । লকডাউনে কাজ না থাকার পাশাপাশি স্বামীর মদ্যপানের অভ্যাসে পরিবারে আর্থিক সমস্যা দেখা দিয়েছিল । স্বামীর মদ খাওয়া নিয়ে প্রায়ই পরিবারে ঝামেলা লেগে থাকত ।
গতকাল দুপুরে ওই দম্পতির নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার কথা ছিল । তা সত্ত্বেও শিবা মদ খেয়ে বাড়ি ফেরে । এ নিয়ে ফের স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হয় । অভিযোগ, এরপরে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে খুন করে শিবা । তার পর নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে । বাড়ির বাইরে রক্ত গড়িয়ে আসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা । ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়েছে । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছে স্বামী । ময়নাতদন্তের রিপোর্ট পেলে পুরো বিষয়টি বোঝা যাবে । কিন্তু ঘটনাস্থল থেকে কোনও ধারালো অস্ত্র পাওয়া যায়নি । পরিবারের পক্ষ থেকে এখনও অভিযোগ দায়ের করা হয়নি । ঘটনার কারণ নিয়ে পুলিশি তদন্ত শুরু হয়েছে ।