মালদা, 23 জুন : বিয়ের বাকি ছিল আর মাত্র তিনদিন । বিয়ের কেনাকাটা প্রায় শেষ । আত্মীয়স্বজনদের নেমন্তন্ন করা হয়ে গিয়েছিল । বাড়িতে প্যান্ডেলের বাঁশও পড়ে গিয়েছিল । ঠিক সেই সময় বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে নিজেদেরই আম বাগান থেকে উদ্ধার হল পাত্রের ঝুলন্ত দেহ । পরিবারের অভিযোগ, পাত্রকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে । এই ঘটনায় পাত্রীর কোনও প্রেমিকের হাতও থাকতে পারে বলে মনে করছেন পরিবারের লোকজনের একাংশ । ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বিরুয়া আজিমপুর গ্রামে (Unnatural Death In Malda)।
মৃত যুবকের নাম সদাকাস আলি । পরিবারের জমি-আমবাগান তিনিই দেখাশোনা করতেন । আট ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট । পরিবার সূত্রে জানা গিয়েছে, আগামী রবিবার তাঁর বিয়ে ছিল । বিয়ের সমস্ত আয়োজনই প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল । গতকাল রাতের খাবার খাওয়ার পর তাঁর কাছে একটি ফোন আসে । ফোনে কথা বলতে বলতে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান । তারপর আর তিনি ঘরে ফেরেননি । রাতভর খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তাঁর কোনও সন্ধান পাননি । অবশেষে বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে থাকা নিজেদেরই একটি আমবাগানে সদাকাসকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় । খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায় ।
আরও পড়ুন : Malda Murder : মাত্র 2 মাস হয়েছে বিয়ে, প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন করল স্ত্রী
সদাকাশের মামা জুরমত আলি জানান, ভাগ্নের সঙ্গে কারও কোনওদিন ঝামেলা হয়নি । এমনকী বাড়িতেও তাঁকে নিয়ে কারও কোনও সমস্যা ছিল না । তিনদিন পর ওর বিয়ে । বিয়ের বাজারও নিজেই করেছে । বুধবার রাত 9টা নাগাদ রাতের খাবার খেতে বসেন । তারপরেই কেউ ওকে ফোনে ডাকে । ফোনে কথা বলতে বলতেই ও বাড়ি থেকে বেরিয়ে যায় । আর ফিরে আসেনি । আমরা সবাই মিলে রাতভর ওকে খুঁজেছি । কিন্তু কোনও সন্ধান পাইনি । ওর মোবাইলে একাধিকবার ফোন করি । কিন্তু রিং হয়ে গেলেও কেউ ফোন তোলেনি । বৃহস্পতিবার ভোরে দেখা যায়, বাড়ির পাশে আমগাছে ও ঝুলছে । ও আত্মহত্যা করার ছেলে নয় । কেউ ওকে ষড়যন্ত্র করে ডেকে নিয়ে গিয়ে খুন করে গাছে ঝুলিয়ে দিয়েছে । এই ঘটনায় পাত্রীর পরিচিত কারওর হাত থাকাও অসম্ভব নয় ।
প্রায় একই বক্তব্য সদাকাসের দাদা মহম্মদ আজাদ হোসেনেরও । তিনি বলেন, "কার ফোন পেয়ে গতকাল রাতে বাড়ি থেকে বেরিয়েছিল তা জানি না । আজ ভোরে ভাইয়ের ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায় । আমার ধারণা, এটা আত্মহত্যা নয় । কেউ বা কারা এই ঘটনা ঘটিয়েছে বলেই আমার অনুমান । এই ঘটনায় আমরা যথাযথ পুলিশি তদন্তের দাবি করছি ।"
হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে । এই ঘটনায় পরিবারের তরফে এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি । আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে ।