মালদা, 29 ফেব্রুয়ারি : অবশেষে নতুন উপাচার্য পেতে চলেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ৷ আগামী ছ'মাসের জন্য এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিযুক্ত হতে চলেছেন বিশ্ববিদ্যালয়েরই পদার্থবিদ্যার অধ্যাপক চঞ্চল চৌধুরি ৷ গতকাল বিকেলেই রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের সচিব মণীশ জৈনের স্বাক্ষরিত সেই নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছেছে ৷ কলকাতা থেকে নতুন দায়িত্বপ্রাপ্তির কথা স্বীকার করে চঞ্চলবাবু জানিয়েছেন, সবার সহযোগিতা নিয়েই তিনি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়কে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ৷
বিভিন্ন কারণে গত নভেম্বরের শেষদিকে পদত্যাগ করেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বাগত সেন ৷ এতদিন তাঁর পদত্যাগপত্র গৃহীত না হওয়ায় তিনিই কলকাতা থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাজ সামলাচ্ছিলেন ৷ কয়েকদিন আগেই শিলিগুড়িতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে খুব দ্রুত অস্থায়ী উপাচার্য নিয়োগ করা হচ্ছে ৷ গতকাল বিকেলে উচ্চশিক্ষা দপ্তরের সচিব মণীশ জৈনের স্বাক্ষরিত উপাচার্য নিয়োগ সংক্রান্ত সেই নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিপ্লব গিরির কাছে এসেছে ৷ ওই নির্দেশিকায় বলা হয়েছে, বিদায়ি উপাচার্য স্বাগত সেনের পদত্যাগপত্র গৃহীত হয়েছে ৷ তাঁর জায়গায় বিশ্ববিদ্যালয়েরই পদার্থবিদ্যার অধ্যাপক ও বিজ্ঞান বিভাগের ডিন চঞ্চল চৌধুরিকে অস্থায়ী উপাচার্যের দায়িত্বভার দেওয়া হচ্ছে ৷ আপাতত আগামী ছয় মাসের জন্য চঞ্চলবাবুকে এই পদে নিয়োগ করা হচ্ছে ৷ বিদায়ি উপাচার্যকে আগামী 3 মার্চের মধ্যে উপাচার্যের দায়িত্বভার চঞ্চলবাবুর হাতে তুলে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে ৷ নির্দেশিকা অনুযায়ী চঞ্চলবাবু বিজ্ঞান বিভাগের ডিন হিসেবে কাজ করার পাশাপাশি উপাচার্যের অতিরিক্ত দায়িত্বও পালন করবেন ৷
পথ চলার প্রায় শুরু থেকেই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত রয়েছেন চঞ্চলবাবু ৷ 2011 সাল থেকে তিনি এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কাজ করছেন ৷ তাঁকে উপাচার্য হিসেবে নিয়োগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার বিনয় মণ্ডল বলেন, রেজিস্ট্রারের মেইলে এই সংক্রান্ত চিঠি এসেছে ৷ ওই চিঠিতে এই বিশ্ববিদ্যালয়েরই প্রবীণ অধ্যাপক চঞ্চল চৌধুরিকে উপাচার্য হিসেবে নিয়োগের নির্দেশিকা রয়েছে ৷ চঞ্চলবাবু ফিজিক্সের অধ্যাপক ৷ এই বিশ্ববিদ্যালয়ে প্রথম থেকেই তিনি শিক্ষকতা করছেন ৷ বিশ্ববিদ্যালয়ের সবকিছু তিনি জানেন, বোঝেন ৷ তিনি বিজ্ঞান বিভাগের ডিন ৷ আশা করি, তাঁর আমলে বিশ্ববিদ্যালয় ভালোভাবেই চলবে ৷ বলা হয়েছে, আগামী 3 মার্চের মধ্যে তিনি উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করবেন ৷ আমরা আমাদের দিক থেকে সবসময়ই উপাচার্যকে সহযোগিতা করার চেষ্টা করি ৷ এবারও তার ব্যতিক্রম হবে না ৷
এদিকে কলকাতা থেকে নতুন উপাচার্য ETV ভারতকে জানান, সরকার আমাকে একটি দায়িত্ব দিয়েছে ৷ সরকার হয়তো আমাকে যোগ্য মনে করেছে, তাই এই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে ৷ আমি একজন সরকারি কর্মী ৷ এই বিশ্ববিদ্যালয়কে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব ৷ আশা করব, পারিপার্শ্বিক সব জায়গা থেকে আমি সহায়তা পাব ৷ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে শিক্ষক-শিক্ষাকর্মীরা সবাই আমাকে সাহায্য করবেন বলেই আশা রাখি ৷